রামোসকে নিয়ে ধৈর্য্য হারা পিএসজি

যোগ দেয়ার চার মাস পার হওয়া সত্ত্বেও পিএসজির হয়ে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি সার্জিও রামোস। এর ফলে ধৈর্য্য হারা হয়ে পড়েছে ক্লাবটি এবং তারা রামোসের সঙ্গে চুক্তি বাতিলের চিন্তা করছে বলে জানিয়েছে ফরাসি সংবাদ মাধ্যম। রামোস রিয়াল মাদ্রিদের হয়ে ৫ মে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে চেলসির বিপক্ষে শেষ কোন ম্যাচ খেলেছিলেন। এর পরই ইনজুরির কারণে আছেন মাঠের বাইরে। ইনজুরি আক্রান্ত থাকা অবস্থায়ই পিএসজি তাকে দলভুক্ত করে। তাদের আশা ছিল দ্রতই তিনি সুস্থ হয়ে মাঠে ফিরবেন। কিন্তু তা না হওয়ায় ধীরে ধীরে ধৈর্য হারা হয়ে পড়ছে পিএসজি। তারা এখন রামোসের সঙ্গে চুক্তি বাতিলের চিন্তা করছে বলে জানিয়েছে লা পার্সিয়ান পত্রিকা। যদিও আনুুষ্ঠানিকভাবে বিষয়টি অস্বীকার করেছে পিএসজি। তারা আগের মতোই রামোসের মাঠে নামার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। ক্লাব কর্মকর্তা লিওনার্দো বলেন, ‘আমরা জানি রামোসের ইনজুরি সমস্যা ছিল। স্পেনিশ সংবাদ মাধ্যমই নানা ধরনের গুজব রটিয়ে বিষয়টি ঘোলা করছে।’ ক্লাব কর্তৃপক্ষ ধৈর্য ধারনের কথা বললেও সমর্থক এবং ফরাসি সংবাদ মাধ্যম ধৈর্যহারা হয়ে গেছে। লা পার্সিয়ানে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রামোস আসলে কি করছেন তা কেউই বলতে পারছে না। ফলে রামোস কবে মাঠে ফিরতে পারবেন তাও জানে না কেউই।

মঙ্গলবার, ০২ নভেম্বর ২০২১ , ১৭ কার্তিক ১৪২৮ ২৫ রবিউল আউয়াল ১৪৪৩

রামোসকে নিয়ে ধৈর্য্য হারা পিএসজি

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

যোগ দেয়ার চার মাস পার হওয়া সত্ত্বেও পিএসজির হয়ে একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি সার্জিও রামোস। এর ফলে ধৈর্য্য হারা হয়ে পড়েছে ক্লাবটি এবং তারা রামোসের সঙ্গে চুক্তি বাতিলের চিন্তা করছে বলে জানিয়েছে ফরাসি সংবাদ মাধ্যম। রামোস রিয়াল মাদ্রিদের হয়ে ৫ মে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে চেলসির বিপক্ষে শেষ কোন ম্যাচ খেলেছিলেন। এর পরই ইনজুরির কারণে আছেন মাঠের বাইরে। ইনজুরি আক্রান্ত থাকা অবস্থায়ই পিএসজি তাকে দলভুক্ত করে। তাদের আশা ছিল দ্রতই তিনি সুস্থ হয়ে মাঠে ফিরবেন। কিন্তু তা না হওয়ায় ধীরে ধীরে ধৈর্য হারা হয়ে পড়ছে পিএসজি। তারা এখন রামোসের সঙ্গে চুক্তি বাতিলের চিন্তা করছে বলে জানিয়েছে লা পার্সিয়ান পত্রিকা। যদিও আনুুষ্ঠানিকভাবে বিষয়টি অস্বীকার করেছে পিএসজি। তারা আগের মতোই রামোসের মাঠে নামার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে। ক্লাব কর্মকর্তা লিওনার্দো বলেন, ‘আমরা জানি রামোসের ইনজুরি সমস্যা ছিল। স্পেনিশ সংবাদ মাধ্যমই নানা ধরনের গুজব রটিয়ে বিষয়টি ঘোলা করছে।’ ক্লাব কর্তৃপক্ষ ধৈর্য ধারনের কথা বললেও সমর্থক এবং ফরাসি সংবাদ মাধ্যম ধৈর্যহারা হয়ে গেছে। লা পার্সিয়ানে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী রামোস আসলে কি করছেন তা কেউই বলতে পারছে না। ফলে রামোস কবে মাঠে ফিরতে পারবেন তাও জানে না কেউই।