চাঁদপুর শহরের বড়স্টেশন মাছঘাটে এবার কিছুটা বেশি পরিমাণে দেখা মিলছে বড় সাইজের পাঙ্গাসের। আর এসব পাঙ্গাস খেতে সুস্বাদু বলে ব্যবসায়ীরা দামও হাকাচ্ছেন বেশ মোটাদাগেই। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হওয়াতেই নদীতে ইলিশের পাশাপাশি বড় পাঙ্গাস মিলছে বলে দাবি মৎস কর্মকর্তাদের।
গতকাল মঙ্গলবার সকালে বড়ষ্টেশন মাছঘাটে গেলে পাঙ্গাস কেনাবেচায় হাঁকডাকে ব্যবসায়ী ও ক্রেতাদের ব্যাস্ততা চোখে পড়ার মতো। জেলে কাদির জানান, মেঘনায় রাজরাজেশ্বরের দিকে বেশি পরিমাণে পাঙ্গাস পাওয়া যাচ্ছে। গেলো ৩ দিনে তার বোম্বা জালে ১৭টির মতো বড় সাইজের পাঙ্গাস ধরা পড়েছে। দাম ভালো পাওয়ায় নদীতে জাল ফেলার কষ্টটা কিছুটা দূর হয়েছে। খাওয়ার জন্য ১১ হাজার টাকায় ৪টি পাঙ্গাস কিনেছেন মনিরুল ঢালী। তিনি জানান, মেঘনার পাঙ্গাস খেতে খুব সুস্বাদু। তাই দামের দিকে না তাকিয়ে সাধ্যমত ৪টি পাঙ্গাস কিনে নিলাম। ২টা নিজেরা খাওয়ার জন্য রেখে বাকি ২টা বোনের বাসায় পাঠাবো।
চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক বলেন, ইলিশের দাম বেশি হাকায় অনেকেই মেঘনার পাঙ্গাস কিনে নিচ্ছেন। অন্যান্য বছরের তুলনায় এবার মাছঘাটে কিছুটা বেশি পরিমাণে বড় সাইজের পাঙ্গাস আসছে। সময়ের সাথে সাথে আরো বড় সাইজের পাঙ্গাস আসবে বলে প্রত্যাশা করছি। চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে অবৈধ জালের পাশাপাশি আমরা বিভিন্ন সাইজের মাছ ধরার চাই ধ্বংস করেছি। সেই অভিযানের সফলতা হিসেবেই ইলিশের পাশাপাশি বড় সাইজের পাঙ্গাসসহ অন্যান্য মাছ জেলেদের জালে মিলছে বলে মনে করছি।
চাঁদপুর : বড় স্টেশন মাছ ঘাটে উঠেছে বড় বড় পাঙ্গাস -সংবাদ
আরও খবরবুধবার, ০৩ নভেম্বর ২০২১ , ১৮ কার্তিক ১৪২৮ ২৬ রবিউল আউয়াল ১৪৪৩
প্রতিনিধি, চাঁদপুর
চাঁদপুর : বড় স্টেশন মাছ ঘাটে উঠেছে বড় বড় পাঙ্গাস -সংবাদ
চাঁদপুর শহরের বড়স্টেশন মাছঘাটে এবার কিছুটা বেশি পরিমাণে দেখা মিলছে বড় সাইজের পাঙ্গাসের। আর এসব পাঙ্গাস খেতে সুস্বাদু বলে ব্যবসায়ীরা দামও হাকাচ্ছেন বেশ মোটাদাগেই। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল হওয়াতেই নদীতে ইলিশের পাশাপাশি বড় পাঙ্গাস মিলছে বলে দাবি মৎস কর্মকর্তাদের।
গতকাল মঙ্গলবার সকালে বড়ষ্টেশন মাছঘাটে গেলে পাঙ্গাস কেনাবেচায় হাঁকডাকে ব্যবসায়ী ও ক্রেতাদের ব্যাস্ততা চোখে পড়ার মতো। জেলে কাদির জানান, মেঘনায় রাজরাজেশ্বরের দিকে বেশি পরিমাণে পাঙ্গাস পাওয়া যাচ্ছে। গেলো ৩ দিনে তার বোম্বা জালে ১৭টির মতো বড় সাইজের পাঙ্গাস ধরা পড়েছে। দাম ভালো পাওয়ায় নদীতে জাল ফেলার কষ্টটা কিছুটা দূর হয়েছে। খাওয়ার জন্য ১১ হাজার টাকায় ৪টি পাঙ্গাস কিনেছেন মনিরুল ঢালী। তিনি জানান, মেঘনার পাঙ্গাস খেতে খুব সুস্বাদু। তাই দামের দিকে না তাকিয়ে সাধ্যমত ৪টি পাঙ্গাস কিনে নিলাম। ২টা নিজেরা খাওয়ার জন্য রেখে বাকি ২টা বোনের বাসায় পাঠাবো।
চাঁদপুর মৎস্য বনিক সমবায় সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক বলেন, ইলিশের দাম বেশি হাকায় অনেকেই মেঘনার পাঙ্গাস কিনে নিচ্ছেন। অন্যান্য বছরের তুলনায় এবার মাছঘাটে কিছুটা বেশি পরিমাণে বড় সাইজের পাঙ্গাস আসছে। সময়ের সাথে সাথে আরো বড় সাইজের পাঙ্গাস আসবে বলে প্রত্যাশা করছি। চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহবুব রশীদ বলেন, মা ইলিশ রক্ষা অভিযানে অবৈধ জালের পাশাপাশি আমরা বিভিন্ন সাইজের মাছ ধরার চাই ধ্বংস করেছি। সেই অভিযানের সফলতা হিসেবেই ইলিশের পাশাপাশি বড় সাইজের পাঙ্গাসসহ অন্যান্য মাছ জেলেদের জালে মিলছে বলে মনে করছি।