বেগমগঞ্জে মন্দিরে হামলা, ৪ জনের রিমান্ড মঞ্জুর

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের হিন্দুদের পূজামন্ডপে হামলা, ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত ৪ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত।

গত সোমবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার আসামিদের এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড প্রাপ্ত আসামিরা হলো, মামলায় এজাহারনামীয় আসামি মোজাম্মেল হোসেন ও বেলাল হোসেনকে ৩দিন করে এবং মামলায় সন্ধিগ্ধ জহিরুল ইসলাম জুয়েল ও আরাফাত হোসেন সাবিরকে ২দিন করে। নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নে পূজামন্ডপে হামলার ঘটনায় দায়েরকৃত ২৪নং মামলায় ৪ আসামির রিমা- চেয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদে এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিদের বেগমগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, উপজেলার চৌমুহনী শহরে ১৫ই অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন মন্দিরে হামলা,লুটপাট ও হত্যাকান্ডের আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছয়ানী ইউনিয়নে হিন্দুদের পূজামন্ডপে হামলা ভাংচুর ও অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।

বুধবার, ০৩ নভেম্বর ২০২১ , ১৮ কার্তিক ১৪২৮ ২৬ রবিউল আউয়াল ১৪৪৩

বেগমগঞ্জে মন্দিরে হামলা, ৪ জনের রিমান্ড মঞ্জুর

প্রতিনিধি, বেগমগঞ্জ (নোয়াখালী)

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের হিন্দুদের পূজামন্ডপে হামলা, ভাংচুর ও অগ্নিকান্ডের ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেপ্তারকৃত ৪ আসামিকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দিয়েছে আদালত।

গত সোমবার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সোনিয়া আক্তার আসামিদের এ রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড প্রাপ্ত আসামিরা হলো, মামলায় এজাহারনামীয় আসামি মোজাম্মেল হোসেন ও বেলাল হোসেনকে ৩দিন করে এবং মামলায় সন্ধিগ্ধ জহিরুল ইসলাম জুয়েল ও আরাফাত হোসেন সাবিরকে ২দিন করে। নোয়াখালী জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, গত ১৪ অক্টোবর বৃহস্পতিবার সন্ধ্যায় বেগমগঞ্জের ছয়ানী ইউনিয়নে পূজামন্ডপে হামলার ঘটনায় দায়েরকৃত ২৪নং মামলায় ৪ আসামির রিমা- চেয়ে আদালতে হাজির করা হয়। পরে আদালতের বিজ্ঞ বিচারক শুনানি শেষে তাদের বিভিন্ন মেয়াদে এ রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামিদের বেগমগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদ করা হবে। উল্লেখ্য, উপজেলার চৌমুহনী শহরে ১৫ই অক্টোবর শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন মন্দিরে হামলা,লুটপাট ও হত্যাকান্ডের আগের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ছয়ানী ইউনিয়নে হিন্দুদের পূজামন্ডপে হামলা ভাংচুর ও অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।