ইকবাল বেশকিছু তথ্য দিয়েছে

সে মানসিক ভারসাম্যহীন নয় : সিআইডি

কুমিল্লা নগরীর নানুয়ারদীঘির পাড়ের পূজামন্ডপে ধর্মীয় অবমাননার ঘটনায় একের পর এক নানান তথ্য বেরিয়ে আসছে তদন্তে। দ্বিতীয় দফা রিমান্ডে আনার শেষ ৫ম দিনেও বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি। পূজামন্ডপে কোরআন রাখার পরিকল্পনা ইকবাল ঘটনার রাতেই করেনি। এর আগেই সে এ পরিকল্পনা নিয়েছিল এবং তাতে সফল হয়েছে। রিমান্ডে সিআইডির জিজ্ঞাসাবাদে ইকবাল এমন তথ্য জানিয়েছে। মন্ডপকান্ডে জেলার কোতোয়ালি মডেল থানাসহ অপর ৩টি থানায় দায়েরকৃত মোট ১২টি মামলার মধ্যে সিআইডি ৫টি মামলা তদন্ত করছে।

এদিকে ২য় দফায় রিমান্ডে থাকা ইকবালসহ ৪ আসামির ৫ দিনের রিমান্ড গতকাল শেষ হওয়ায় আজ তাদের পুনরায় আদালতে তোলা হবে। এ ঘটনার অধিকতর তদন্ত এবং প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করতে তাদের আরও ৫ দিনের রিমান্ড চাওয়া হতে পারে। সিসিটিভি ফুটেজে ইকবাল শনাক্ত হওয়ার পর ইকবালকে পাগল বা ভবঘুরে হিসেবে পরিবারের সদস্য ও এলাকাবাসী আখ্যা দিলেও সে মানসিক ভারসাম্যহীন নয়, বরং সুচতুর বলে জানিয়েছে সিআইডি।

জানা যায়, প্রথমে ৭ দিন এবং পরবর্তীতে ৫ দিনসহ পরপর দু’দফায় রিমান্ডে থাকা ধর্মীয় অবমাননার ঘটনায় মূলহোতা হিসেবে শনাক্ত হওয়া ইকবাল হোসেন, ৯৯৯-এ ফোন করা ইকরাম এবং মাজারের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুনসহ ৪ জনের কাছে থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এছাড়াও যে সব সন্দেহভাজন ব্যক্তির নাম তদন্তে উঠে এসেছে, ঘটনায় তাদের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজনদের শনাক্ত করতে তথ্য প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে।

এদিকে কুমিল্লা টাইমস নামের অনিবন্ধিত একটি নিউজ পোর্টালের সম্পাদক সাজ্জাদ হোসেন শিমুল ও তার ভাই নির্বাহী সম্পাদক ফয়সাল মবিন পলাশ গত সোমবার বিকেলে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এমন খবরে ঘটনার দিন পূজামন্ডপ কান্ডে যারা ঘটনার লাইভ করেছিল তাদের অনেকেই ফেইসবুক থেকে ভিডিও সরিয়ে নিচ্ছে বলে জানা গেছে। তবে সিআইডির একাধিক সূত্র জানায়, ঘটনার দিন ফেসবুকে লাইভ করেছে এমন অনেকের তথ্য তাদের হাতে এসেছে। কেউ তা সরিয়ে নিলেও ছবি ও ভিডিও স্ক্রিন শট সিআইডির হাতে রয়েছে। যাচাই-বাছাই করার পর সবাইকে আইনের আওতায় আনা হবে।

বুধবার, ০৩ নভেম্বর ২০২১ , ১৮ কার্তিক ১৪২৮ ২৬ রবিউল আউয়াল ১৪৪৩

কুমিল্লায় পূজামন্ডপের ঘটনায়

ইকবাল বেশকিছু তথ্য দিয়েছে

সে মানসিক ভারসাম্যহীন নয় : সিআইডি

জেলা বার্তা পরিবেশক, কুমিল্লা

কুমিল্লা নগরীর নানুয়ারদীঘির পাড়ের পূজামন্ডপে ধর্মীয় অবমাননার ঘটনায় একের পর এক নানান তথ্য বেরিয়ে আসছে তদন্তে। দ্বিতীয় দফা রিমান্ডে আনার শেষ ৫ম দিনেও বেশকিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে তদন্তকারী সংস্থা সিআইডি। পূজামন্ডপে কোরআন রাখার পরিকল্পনা ইকবাল ঘটনার রাতেই করেনি। এর আগেই সে এ পরিকল্পনা নিয়েছিল এবং তাতে সফল হয়েছে। রিমান্ডে সিআইডির জিজ্ঞাসাবাদে ইকবাল এমন তথ্য জানিয়েছে। মন্ডপকান্ডে জেলার কোতোয়ালি মডেল থানাসহ অপর ৩টি থানায় দায়েরকৃত মোট ১২টি মামলার মধ্যে সিআইডি ৫টি মামলা তদন্ত করছে।

এদিকে ২য় দফায় রিমান্ডে থাকা ইকবালসহ ৪ আসামির ৫ দিনের রিমান্ড গতকাল শেষ হওয়ায় আজ তাদের পুনরায় আদালতে তোলা হবে। এ ঘটনার অধিকতর তদন্ত এবং প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করতে তাদের আরও ৫ দিনের রিমান্ড চাওয়া হতে পারে। সিসিটিভি ফুটেজে ইকবাল শনাক্ত হওয়ার পর ইকবালকে পাগল বা ভবঘুরে হিসেবে পরিবারের সদস্য ও এলাকাবাসী আখ্যা দিলেও সে মানসিক ভারসাম্যহীন নয়, বরং সুচতুর বলে জানিয়েছে সিআইডি।

জানা যায়, প্রথমে ৭ দিন এবং পরবর্তীতে ৫ দিনসহ পরপর দু’দফায় রিমান্ডে থাকা ধর্মীয় অবমাননার ঘটনায় মূলহোতা হিসেবে শনাক্ত হওয়া ইকবাল হোসেন, ৯৯৯-এ ফোন করা ইকরাম এবং মাজারের সহকারী খাদেম ফয়সাল ও হুমায়ুনসহ ৪ জনের কাছে থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। এছাড়াও যে সব সন্দেহভাজন ব্যক্তির নাম তদন্তে উঠে এসেছে, ঘটনায় তাদের সম্পৃক্ততার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। সন্দেহভাজনদের শনাক্ত করতে তথ্য প্রযুক্তির সহায়তা নেয়া হচ্ছে।

এদিকে কুমিল্লা টাইমস নামের অনিবন্ধিত একটি নিউজ পোর্টালের সম্পাদক সাজ্জাদ হোসেন শিমুল ও তার ভাই নির্বাহী সম্পাদক ফয়সাল মবিন পলাশ গত সোমবার বিকেলে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়ার পর জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এমন খবরে ঘটনার দিন পূজামন্ডপ কান্ডে যারা ঘটনার লাইভ করেছিল তাদের অনেকেই ফেইসবুক থেকে ভিডিও সরিয়ে নিচ্ছে বলে জানা গেছে। তবে সিআইডির একাধিক সূত্র জানায়, ঘটনার দিন ফেসবুকে লাইভ করেছে এমন অনেকের তথ্য তাদের হাতে এসেছে। কেউ তা সরিয়ে নিলেও ছবি ও ভিডিও স্ক্রিন শট সিআইডির হাতে রয়েছে। যাচাই-বাছাই করার পর সবাইকে আইনের আওতায় আনা হবে।