নৌকার প্রার্থী কবিতা জয়ী

জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা (নৌকা)-কে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোক্তার হোসেন (লাঙ্গল) পেয়েছেন ৫৩৫ ভোট। গতকাল রাত সোয়া ৯টায় রিটার্নিং অফিসার ও রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম আনুষ্ঠনিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ১৬০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

জানা গেছে, উপনির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেনÑ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোক্তার হোসেন (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রাথী অ্যাডভোকেট হুমায়ূন কবির (মোটরগাড়ি)। শাহজাদপুর উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৬ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন। উল্লেখ্য এই আসনের সংসদ সদস্য আলহাজ হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে গত ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়।

আরও খবর
প্রথা-বৈষম্যের শিকার নারীরা জলবায়ু পরিবর্তনেও বেশি ক্ষতিগ্রস্ত
মিথেন নিঃসরণ কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউর প্রতিশ্রুতি
অর্থ পাচারকে হালকাভাবে দেখার সুযোগ নেই
কক্সবাজার, মাকের্ট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মোনাফকে গুলি
আখাউড়ায় মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণ নিয়ে অর্থ ভাগাভাগি
দেড় বছর পর ক্লাসে ফিরলেন শাবি শিক্ষার্থীরা
ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার আরও ৪
ইপিসি গ্লোবালের এমডি ও চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩
৭৬ শতাংশের বেশি ভোটে ৪ কেন্দ্রে তৃণমূলের জয়
মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছালো
নাটোরে আখের লাল পচা রোগ বিপাকে ৩ হাজার কৃষক
নওগাঁয় রাতের অন্ধকারে পাঁচটি মন্দিরে প্রতিমা ভাঙচুর

বুধবার, ০৩ নভেম্বর ২০২১ , ১৮ কার্তিক ১৪২৮ ২৬ রবিউল আউয়াল ১৪৪৩

সিরাজগঞ্জ-৬ উপনির্বাচন

নৌকার প্রার্থী কবিতা জয়ী

প্রতিনিধি, শাহজাদপুর (সিরাজগঞ্জ)

জাতীয় সংসদের সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা (নৌকা)-কে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। তিনি পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোক্তার হোসেন (লাঙ্গল) পেয়েছেন ৫৩৫ ভোট। গতকাল রাত সোয়া ৯টায় রিটার্নিং অফিসার ও রাজশাহী বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম আনুষ্ঠনিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)-এর মাধ্যমে ১৬০টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।

জানা গেছে, উপনির্বাচনে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরা হলেনÑ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর মেরিনা জাহান কবিতা (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোক্তার হোসেন (লাঙ্গল) ও স্বতন্ত্র প্রাথী অ্যাডভোকেট হুমায়ূন কবির (মোটরগাড়ি)। শাহজাদপুর উপজেলার একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৬ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২০ হাজার ৭৮০ জন। উল্লেখ্য এই আসনের সংসদ সদস্য আলহাজ হাসিবুর রহমান স্বপন করোনায় আক্রান্ত হয়ে গত ২ সেপ্টেম্বর মৃত্যুবরণ করায় আসনটি শূন্য হয়।