ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার আরও ৪

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাটের মামলায় ভিডিও ফুটেজ দেখে আরও ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গতকাল দুপুরে আটককৃত আসামিদের নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক কাজী সোনিয়া আক্তার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে চৌমুহনী পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বেগমগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটককৃতরা হলো, চৌমুহনী পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ড হাজীপুর গ্রামের আমিন উল্লাহর ছেলে মো. ইউসুফ, চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. আবদুর রহিম সোহাগ, চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গনিপুর গ্রামের মো. সোলেমানের ছেলে সাইফুল ইসলাম রিপন ও বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের আটিয়াকান্দি গ্রামের এরশাদ আলীর ছেলে ইনজামুল আলী প্রত্যয়।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম চৌমুহনীর ঘটনায় ৪ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময়কার ভিডিও ফুটেজ দেখে ৪ আসামিকে চিহ্নিত করার পর তাদেরকে বেগমগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে তোলা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

আরও খবর
প্রথা-বৈষম্যের শিকার নারীরা জলবায়ু পরিবর্তনেও বেশি ক্ষতিগ্রস্ত
মিথেন নিঃসরণ কমাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউর প্রতিশ্রুতি
অর্থ পাচারকে হালকাভাবে দেখার সুযোগ নেই
কক্সবাজার, মাকের্ট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে মোনাফকে গুলি
নৌকার প্রার্থী কবিতা জয়ী
আখাউড়ায় মুক্তিযোদ্ধাদের ঘর নির্মাণ নিয়ে অর্থ ভাগাভাগি
দেড় বছর পর ক্লাসে ফিরলেন শাবি শিক্ষার্থীরা
ইপিসি গ্লোবালের এমডি ও চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৩
৭৬ শতাংশের বেশি ভোটে ৪ কেন্দ্রে তৃণমূলের জয়
মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পেছালো
নাটোরে আখের লাল পচা রোগ বিপাকে ৩ হাজার কৃষক
নওগাঁয় রাতের অন্ধকারে পাঁচটি মন্দিরে প্রতিমা ভাঙচুর

বুধবার, ০৩ নভেম্বর ২০২১ , ১৮ কার্তিক ১৪২৮ ২৬ রবিউল আউয়াল ১৪৪৩

চৌমুহনীতে সাম্প্রদায়িক হামলা

ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার আরও ৪

প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে মন্দিরে হামলা, ভাঙচুর, লুটপাটের মামলায় ভিডিও ফুটেজ দেখে আরও ৪ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

গতকাল দুপুরে আটককৃত আসামিদের নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হলে বিচারক কাজী সোনিয়া আক্তার তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে চৌমুহনী পৌরসভার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে বেগমগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটককৃতরা হলো, চৌমুহনী পৌরসভার ০৮ নম্বর ওয়ার্ড হাজীপুর গ্রামের আমিন উল্লাহর ছেলে মো. ইউসুফ, চৌমুহনী পৌরসভার করিমপুর গ্রামের আবদুল মতিনের ছেলে মো. আবদুর রহিম সোহাগ, চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড গনিপুর গ্রামের মো. সোলেমানের ছেলে সাইফুল ইসলাম রিপন ও বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের আটিয়াকান্দি গ্রামের এরশাদ আলীর ছেলে ইনজামুল আলী প্রত্যয়।

নোয়াখালীর পুলিশ সুপার মো. শহিদুল ইসলাম চৌমুহনীর ঘটনায় ৪ জনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার সময়কার ভিডিও ফুটেজ দেখে ৪ আসামিকে চিহ্নিত করার পর তাদেরকে বেগমগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে তোলা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।