আকাশে ডানা মেলে কতদূর অতিথি পাখি

শীতকাল এলেই অনেক হাওর-বাঁওড়-পুকুর-জলাশয় মুখর হয়ে যায় পরিযায়ী বা অতিথি পাখিদের আড্ডায়। ঝাঁকে ঝাঁকে স্বাধীন মন নিয়ে তারা আকাশে উড়ে বেড়ায়। ইচ্ছে হলে ছুটে যায় ওই আকাশ ছুঁয়ে অনেক দূর। সাধারণত হাজার হাজার মাইল অতিক্রম করে আমাদের দেশে আসে পরিযায়ী পাখিরা। তাদের দূর থেকে দেখলেও দুই চোখ জুড়িয়ে যায়। কত অপরূপ তাদের সৌন্দর্য।

প্রাণী বিশেষজ্ঞদের মতে আমাদের অঞ্চলে জানা অজানা প্রায় আড়াই হাজার প্রজাতির পাখি আসে। যাদের মধ্যে অনেকে হিমের আলয় পেরিয়ে আমাদের বঙ্গভূমিতে অবস্থান করে। সেপ্টেম্বর থেকে আসতে শুরু করলেও প্রতিবার অক্টোবরে তাদের দেখা মেলে। এবার অক্টোবর পেরিয়ে গেলেও দল বেঁধে দেখা মিলছেনা পরিযায়ী অতিথিদের। দীর্ঘ প্রায় পাঁচ মাস এই অঞ্চরে তারা বসবাস করে। শীত শেষে মার্চের দিকে নিজ দেশে ফিরে যায়। নীল আকাশের ওই দূর সীমানা পেরিয়ে কবে আসবে প্রিয় অতিথি পাখি। আমারা তাদের বরণ করার অপেক্ষায় রইলাম।

রানা আহম্মেদ অভি

বুধবার, ০৩ নভেম্বর ২০২১ , ১৮ কার্তিক ১৪২৮ ২৬ রবিউল আউয়াল ১৪৪৩

আকাশে ডানা মেলে কতদূর অতিথি পাখি

শীতকাল এলেই অনেক হাওর-বাঁওড়-পুকুর-জলাশয় মুখর হয়ে যায় পরিযায়ী বা অতিথি পাখিদের আড্ডায়। ঝাঁকে ঝাঁকে স্বাধীন মন নিয়ে তারা আকাশে উড়ে বেড়ায়। ইচ্ছে হলে ছুটে যায় ওই আকাশ ছুঁয়ে অনেক দূর। সাধারণত হাজার হাজার মাইল অতিক্রম করে আমাদের দেশে আসে পরিযায়ী পাখিরা। তাদের দূর থেকে দেখলেও দুই চোখ জুড়িয়ে যায়। কত অপরূপ তাদের সৌন্দর্য।

প্রাণী বিশেষজ্ঞদের মতে আমাদের অঞ্চলে জানা অজানা প্রায় আড়াই হাজার প্রজাতির পাখি আসে। যাদের মধ্যে অনেকে হিমের আলয় পেরিয়ে আমাদের বঙ্গভূমিতে অবস্থান করে। সেপ্টেম্বর থেকে আসতে শুরু করলেও প্রতিবার অক্টোবরে তাদের দেখা মেলে। এবার অক্টোবর পেরিয়ে গেলেও দল বেঁধে দেখা মিলছেনা পরিযায়ী অতিথিদের। দীর্ঘ প্রায় পাঁচ মাস এই অঞ্চরে তারা বসবাস করে। শীত শেষে মার্চের দিকে নিজ দেশে ফিরে যায়। নীল আকাশের ওই দূর সীমানা পেরিয়ে কবে আসবে প্রিয় অতিথি পাখি। আমারা তাদের বরণ করার অপেক্ষায় রইলাম।

রানা আহম্মেদ অভি