ফের সূচকের বড় পতন, লেনদেনও চার মাসে সর্বনিম্ন

আগের কার্যদিবসের মতো গতকালও বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন চার মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে।

ডিএসইতে গতকাল এক হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে গতকালের লেনদেন চার মাস চার দিন বা ৭৯ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ২৯ জুন গতকালের চেয়ে কম অর্থাৎ ওইদিন ১ হাজার ১৪৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.০৭ পয়েন্ট বা ০.৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮৯৮.২৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.০১ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২০.১৩ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬১.১৬ পয়েন্টে এবং দুই হাজার ৫৮৫.৮০ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৯টির বা ২৩.৭৩ শতাংশের, শেয়ার দর কমেছে ২৪৬টির বা ৬৫.৬০ শতাংশের এবং ৪০টির বা ১০.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩.৪৭ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ২১০.৬৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দর বেড়েছে, কমেছে ১৯৪টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫১ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৭১ লাখ ৭৪ হাজার ৯৬টি শেয়ার ৫৫ বার হাত বদলের মাধ্যমে ৫১ কোটি ১০ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে রেনাটার। দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকার লিনডে বংলাদেশ লিমিটেড এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ১২ লাখ ১৬ হাজার টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৬টির বা ৬৫.৬০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২১.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ৭.০৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে আলিফ ম্যানুফ্যাকচারিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজিবাজার পাওয়ারের ৬.৪৪ শতাংশ, শেফার্ডের ৬.২৫ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৬.১৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.৪৭ শতাংশ, প্রাইমটেক্সের ৫.৪০ শতাংশ, ওরিয়ন ফার্মার ৫.৩২ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫ শতাংশ, মিথুন নিটিংয়ের ৪.৭৬ শতাংশ এবং জুট স্পিনার্সের শেয়ার দর ৪.৫৮ শতাংশ কমেছে।

গতাকল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৯টির বা ২৩.৭৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বিডি ল্যাম্পসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস বিডি ল্যাম্পসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮৬.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২০৫.৪০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১৮.৬০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিডি ল্যাম্পস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের ৮.৭৪ শতাংশ, ফার্মা এইডসের ৭.৪৮ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৭.৪৮ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৭.২৩ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৬.৬৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৫.৮৩ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫.৭৮ শতাংশ, এমবি ফার্মার ৫.২৪ শতাংশ এবং লিবরা ইনফিউশনের শেয়ার দর ৪.৯৮ শতাংশ বেড়েছে।

বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১ , ১৯ কার্তিক ১৪২৮ ২৭ রবিউল আউয়াল ১৪৪৩

ফের সূচকের বড় পতন, লেনদেনও চার মাসে সর্বনিম্ন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবসের মতো গতকালও বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন চার মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে।

ডিএসইতে গতকাল এক হাজার ১৫৪ কোটি ৪৩ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে গতকালের লেনদেন চার মাস চার দিন বা ৭৯ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ২৯ জুন গতকালের চেয়ে কম অর্থাৎ ওইদিন ১ হাজার ১৪৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.০৭ পয়েন্ট বা ০.৮০ শতাংশ কমে দাঁড়িয়েছে ৬৮৯৮.২৭ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৭.০১ পয়েন্ট বা ০.৪৭ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ২০.১৩ পয়েন্ট বা ০.৭৭ শতাংশ কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬১.১৬ পয়েন্টে এবং দুই হাজার ৫৮৫.৮০ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৯টির বা ২৩.৭৩ শতাংশের, শেয়ার দর কমেছে ২৪৬টির বা ৬৫.৬০ শতাংশের এবং ৪০টির বা ১০.৬৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৩.৪৭ পয়েন্ট বা ০.৯৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০ হাজার ২১০.৬৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৬৪টির দর বেড়েছে, কমেছে ১৯৪টির আর ৩০টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে ৩১টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৫১ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৭১ লাখ ৭৪ হাজার ৯৬টি শেয়ার ৫৫ বার হাত বদলের মাধ্যমে ৫১ কোটি ১০ লাখ ৯৬ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ১২ কোটি ৬৮ লাখ ৭৫ হাজার টাকার লেনদেন হয়েছে রেনাটার। দ্বিতীয় সর্বোচ্চ ১২ কোটি ৬০ লাখ ৫৫ হাজার টাকার লিনডে বংলাদেশ লিমিটেড এবং তৃতীয় সর্বোচ্চ ৮ কোটি ১২ লাখ ১৬ হাজার টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৪৬টির বা ৬৫.৬০ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ২২.৭০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২১.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১.৬০ টাকা বা ৭.০৪ শতাংশ কমেছে। এর মাধ্যমে আলিফ ম্যানুফ্যাকচারিং ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজিবাজার পাওয়ারের ৬.৪৪ শতাংশ, শেফার্ডের ৬.২৫ শতাংশ, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৬.১৫ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ৫.৪৭ শতাংশ, প্রাইমটেক্সের ৫.৪০ শতাংশ, ওরিয়ন ফার্মার ৫.৩২ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৫ শতাংশ, মিথুন নিটিংয়ের ৪.৭৬ শতাংশ এবং জুট স্পিনার্সের শেয়ার দর ৪.৫৮ শতাংশ কমেছে।

গতাকল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৮৯টির বা ২৩.৭৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে বিডি ল্যাম্পসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস বিডি ল্যাম্পসের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮৬.৮০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ২০৫.৪০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১৮.৬০ টাকা বা ৯.৯৫ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে বিডি ল্যাম্পস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে জেমিনি সী ফুডের ৮.৭৪ শতাংশ, ফার্মা এইডসের ৭.৪৮ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ৭.৪৮ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৭.২৩ শতাংশ, ন্যাশনাল ফিড মিলসের ৬.৬৬ শতাংশ, আনলিমা ইয়ার্নের ৫.৮৩ শতাংশ, দেশ গার্মেন্টসের ৫.৭৮ শতাংশ, এমবি ফার্মার ৫.২৪ শতাংশ এবং লিবরা ইনফিউশনের শেয়ার দর ৪.৯৮ শতাংশ বেড়েছে।