নতুন উৎস খুঁজে সেচের আওতা বাড়ানোর পরামর্শ

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম বলেন, ‘আমাদের জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। কম পানি দিয়ে বেশি ফসল উৎপাদন করতে হবে। খাদ্য উৎপাদনে বিএডিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে বিএডিসি কৃষকদের মাঝে উন্নত মানের বীজ, সার ও সেচ সেবা সরবরাহ করে যাচ্ছে। আরও উৎপাদন বাড়াতে সেচের আওতা বৃদ্ধি করতে হবে।’

গতকাল রাজধানীর শেরেবাংলা নগর মানিক মিয়া এভিনিউ এর বিএডিসি’র সেচ ভবনের অডিটরিয়ামে ‘হাইড্রো-জিওলজিক্যাল ইনভেস্টিগেশন অব গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস অ্যাসেসমেন্ট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অব মাইনর ইরিগেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর ক্ষুদ্রসেচ উন্নয়নে জরিপ ও পরিবীক্ষণ ডিজিটালাইজেশনকরণ প্রকল্পের আওতায় আয়েজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বিএডিসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. এ কে এম মুনিরুল হক।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিএডিসি’র সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) প্রকৌশলী জনাব মো. জিয়াউল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এর নির্বাহী পরিচালক আবু সালেহ খান।

বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১ , ১৯ কার্তিক ১৪২৮ ২৭ রবিউল আউয়াল ১৪৪৩

নতুন উৎস খুঁজে সেচের আওতা বাড়ানোর পরামর্শ

অর্থনৈতিক বার্তা পরিবেশক

কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম বলেন, ‘আমাদের জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে খাদ্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। কম পানি দিয়ে বেশি ফসল উৎপাদন করতে হবে। খাদ্য উৎপাদনে বিএডিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিতকল্পে বিএডিসি কৃষকদের মাঝে উন্নত মানের বীজ, সার ও সেচ সেবা সরবরাহ করে যাচ্ছে। আরও উৎপাদন বাড়াতে সেচের আওতা বৃদ্ধি করতে হবে।’

গতকাল রাজধানীর শেরেবাংলা নগর মানিক মিয়া এভিনিউ এর বিএডিসি’র সেচ ভবনের অডিটরিয়ামে ‘হাইড্রো-জিওলজিক্যাল ইনভেস্টিগেশন অব গ্রাউন্ড ওয়াটার রিসোর্সেস অ্যাসেসমেন্ট ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট অব মাইনর ইরিগেশন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম এসব কথা বলেন। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর ক্ষুদ্রসেচ উন্নয়নে জরিপ ও পরিবীক্ষণ ডিজিটালাইজেশনকরণ প্রকল্পের আওতায় আয়েজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন বিএডিসি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. এ কে এম মুনিরুল হক।

সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিএডিসি’র সদস্য পরিচালক (ক্ষুদ্রসেচ) প্রকৌশলী জনাব মো. জিয়াউল হক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (আইডব্লিউএম) এর নির্বাহী পরিচালক আবু সালেহ খান।