হোসেনপুরে চালককে হত্যা করে অটো ছিনতাই

কিশোরগঞ্জের হোসেনপুরের এক অটোচালককে যাত্রীবেশী দুর্বৃত্তরা খুন করে তার অটোরিক্সাটি নিয়ে গেছে বলে জানা গেছে। এলাকাবাসী জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে মোশারফ হোসেনের (২৫) অটোরিক্সায় কয়েক দুর্বৃত্ত যাত্রী বেশে ওঠে। এরপর হোসেনপুর-শুরাটি সড়কের বাল্যপুকুর পাড়ে নিয়ে তাকে বুকে ছুরিকাঘাত করে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী মোশারফকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহরের হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। মোশারফের গর্ভবতী স্ত্রী ও ২ বছরের এক শিশুপুত্র রয়েছে। হোসেনপুর থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থলটি ময়মনসিংহের নান্দাইল থানাধীন এলাকায়। ফলে নান্দাইল থানায় মামলা হবে। পুলিশ মোশারফের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বুধবার সকালে গোবিন্দপুরে অটোচালক সমিতি বিক্ষোভ সমাবেশ করেছে। এতে বক্তৃতা করেন সমিতির উপদেষ্টা মো. আলাল মিয়া।

বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১ , ১৯ কার্তিক ১৪২৮ ২৭ রবিউল আউয়াল ১৪৪৩

হোসেনপুরে চালককে হত্যা করে অটো ছিনতাই

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের হোসেনপুরের এক অটোচালককে যাত্রীবেশী দুর্বৃত্তরা খুন করে তার অটোরিক্সাটি নিয়ে গেছে বলে জানা গেছে। এলাকাবাসী জানান, গত মঙ্গলবার রাত ১০টার দিকে হোসেনপুর উপজেলার গোবিন্দপুর গ্রামের সুলতান মিয়ার ছেলে মোশারফ হোসেনের (২৫) অটোরিক্সায় কয়েক দুর্বৃত্ত যাত্রী বেশে ওঠে। এরপর হোসেনপুর-শুরাটি সড়কের বাল্যপুকুর পাড়ে নিয়ে তাকে বুকে ছুরিকাঘাত করে অটোরিক্সা নিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী মোশারফকে উদ্ধার করে কিশোরগঞ্জ শহরের হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। মোশারফের গর্ভবতী স্ত্রী ও ২ বছরের এক শিশুপুত্র রয়েছে। হোসেনপুর থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থলটি ময়মনসিংহের নান্দাইল থানাধীন এলাকায়। ফলে নান্দাইল থানায় মামলা হবে। পুলিশ মোশারফের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় বুধবার সকালে গোবিন্দপুরে অটোচালক সমিতি বিক্ষোভ সমাবেশ করেছে। এতে বক্তৃতা করেন সমিতির উপদেষ্টা মো. আলাল মিয়া।