ভাড়ায় বাইক চালানোরনামে অজ্ঞান করে লুট

রাজধানীর বিভিন্ন রুটে এখন ভাড়ার বিনিময়ে মোটরবাইকে যাত্রী পরিবহন করা হয়। এর আড়ালে যাত্রীকে অজ্ঞান করে মুক্তিপণ দাবি ও সর্বস্ব লুটে নেয়ার ভয়ঙ্কর ফাঁদ পাতার অভিযোগ পাওয়া গেছে।

মীর মুজাহিদুল ইসলাম নামে এক যুবক রাজধানীর বাংলাদেশ স্কাউটস অফিসে সহকারী পরিচালকের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি কিশোরগঞ্জ জেলা স্কাউটস অফিসে দায়িত্ব পালন করেছেন। তিনি তার ফেসবুকে জানিয়েছেন, গত ৩১ অক্টোবর সকাল ৯টার দিকে ভাড়ার বাইকে চড়ে যাত্রাবাড়ি যাবার সময় চালক তাকে একটি হেলমেট পরতে দেন। হেলমেট পরে এক পর্যায়ে মুজাহিদ অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাকে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অবশেষে তার কাছে থাকা ৫০ হাজার টাকাসহ আরও কিছু টাকা, মোবাইল ফোন, ডেবিড কার্ড ও বিকাশ একাউন্টের পিন নম্বর, মোবাইল থেকে ব্যক্তিগত তথ্য নিয়ে নেয়। এমনকি তার আপত্তিকর ছবি তুলে রেখেছে ব্ল্যাকমেইল করার জন্য। ফেসবুকে তিনি ভাড়ায় চালিত মোটরবাইকে ওঠার ক্ষেত্রে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১ , ১৯ কার্তিক ১৪২৮ ২৭ রবিউল আউয়াল ১৪৪৩

ভাড়ায় বাইক চালানোরনামে অজ্ঞান করে লুট

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

রাজধানীর বিভিন্ন রুটে এখন ভাড়ার বিনিময়ে মোটরবাইকে যাত্রী পরিবহন করা হয়। এর আড়ালে যাত্রীকে অজ্ঞান করে মুক্তিপণ দাবি ও সর্বস্ব লুটে নেয়ার ভয়ঙ্কর ফাঁদ পাতার অভিযোগ পাওয়া গেছে।

মীর মুজাহিদুল ইসলাম নামে এক যুবক রাজধানীর বাংলাদেশ স্কাউটস অফিসে সহকারী পরিচালকের দায়িত্বে রয়েছেন। এর আগে তিনি কিশোরগঞ্জ জেলা স্কাউটস অফিসে দায়িত্ব পালন করেছেন। তিনি তার ফেসবুকে জানিয়েছেন, গত ৩১ অক্টোবর সকাল ৯টার দিকে ভাড়ার বাইকে চড়ে যাত্রাবাড়ি যাবার সময় চালক তাকে একটি হেলমেট পরতে দেন। হেলমেট পরে এক পর্যায়ে মুজাহিদ অজ্ঞান হয়ে পড়েন। এরপর তাকে একটি অজ্ঞাত স্থানে আটকে রেখে পরিবারের কাছে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। অবশেষে তার কাছে থাকা ৫০ হাজার টাকাসহ আরও কিছু টাকা, মোবাইল ফোন, ডেবিড কার্ড ও বিকাশ একাউন্টের পিন নম্বর, মোবাইল থেকে ব্যক্তিগত তথ্য নিয়ে নেয়। এমনকি তার আপত্তিকর ছবি তুলে রেখেছে ব্ল্যাকমেইল করার জন্য। ফেসবুকে তিনি ভাড়ায় চালিত মোটরবাইকে ওঠার ক্ষেত্রে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।