যুব সংগঠক হিসেবে জাতীয় পুরস্কার পেলেন মুন্সীগঞ্জের নার্গিস

স্বেচ্ছা সেবার ভিত্তিতে যুব সংগঠনের মাধ্যমে সার্বিক যুব কার্যক্রম ও সমাজসেবামূলক উন্নয়ন কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য সরকার জাতীয় যুব পুরস্কার চালু করেছে। সারাদেশের যুব সংগঠনের মধ্য থেকে যুব সংগঠন পুরস্কারের ক্ষেত্রে ২ জন নারী, ২ জন পুরুষ, ১ জন বিশেষ চাহিদা সম্পন্ন/অটিস্টিক ব্যক্তি ও ১ জন ট্রান্স জেন্ডার, মোট ৬টি জাতীয় পুরস্কার সরকার ঘোষণা প্রদান করেন। গত ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে ঢাকা ওসমানি স্মৃতি মিলনায়তনে যুব দিবসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শতদল মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী মুন্সীগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নার্গিস আক্তার প্রতিযোগিতার মাধ্যমে নারী কোঠায় সর্বোচ্চ নাম্বার পেয়ে ১ম স্থান অধিকার করে জাতীয় পুরস্কার পেয়েছেন।

নার্গিস আক্তার যুব সংগঠন করার ফলে মানুষের ঘরে ঘরে যাওয়ার সুযোগ হয়েছে। এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছে। এরই সুফল হিসেবে তিনি ৩ বার কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। তার পিতা বীর মুক্তিযোদ্বা জালালউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি গত ২০০১ সালের ২৯ সে সেপ্টেম্বর আততায়ীর গুলিতে নিহত হন। নার্গিস আক্তার বেকার যুব মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন।

এছাড়াও করোনাকালীন সময় তিনি জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নেন এবং কর্মহীন হয়ে পরা দরিদ্র জনগণের মাঝে ত্রাণ সামগ্রী, ঔষধ, অক্সিজেন ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।

বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১ , ১৯ কার্তিক ১৪২৮ ২৭ রবিউল আউয়াল ১৪৪৩

যুব সংগঠক হিসেবে জাতীয় পুরস্কার পেলেন মুন্সীগঞ্জের নার্গিস

প্রতিনিধি, মুন্সীগঞ্জ

image

মুন্সীগঞ্জ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন কাউন্সিলর নার্গিস আক্তার -সংবাদ

স্বেচ্ছা সেবার ভিত্তিতে যুব সংগঠনের মাধ্যমে সার্বিক যুব কার্যক্রম ও সমাজসেবামূলক উন্নয়ন কর্মকান্ডে বিশেষ অবদানের জন্য সরকার জাতীয় যুব পুরস্কার চালু করেছে। সারাদেশের যুব সংগঠনের মধ্য থেকে যুব সংগঠন পুরস্কারের ক্ষেত্রে ২ জন নারী, ২ জন পুরুষ, ১ জন বিশেষ চাহিদা সম্পন্ন/অটিস্টিক ব্যক্তি ও ১ জন ট্রান্স জেন্ডার, মোট ৬টি জাতীয় পুরস্কার সরকার ঘোষণা প্রদান করেন। গত ১ নভেম্বর জাতীয় যুব দিবস উপলক্ষে ঢাকা ওসমানি স্মৃতি মিলনায়তনে যুব দিবসে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শতদল মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী মুন্সীগঞ্জ পৌরসভার ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর নার্গিস আক্তার প্রতিযোগিতার মাধ্যমে নারী কোঠায় সর্বোচ্চ নাম্বার পেয়ে ১ম স্থান অধিকার করে জাতীয় পুরস্কার পেয়েছেন।

নার্গিস আক্তার যুব সংগঠন করার ফলে মানুষের ঘরে ঘরে যাওয়ার সুযোগ হয়েছে। এলাকায় ব্যাপক পরিচিতি লাভ করেছে। এরই সুফল হিসেবে তিনি ৩ বার কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। তার পিতা বীর মুক্তিযোদ্বা জালালউদ্দিন আহমেদ মুন্সীগঞ্জ শহর আওয়ামী লীগের সভাপতি ও মুন্সীগঞ্জ পৌরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি গত ২০০১ সালের ২৯ সে সেপ্টেম্বর আততায়ীর গুলিতে নিহত হন। নার্গিস আক্তার বেকার যুব মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন।

এছাড়াও করোনাকালীন সময় তিনি জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজ খবর নেন এবং কর্মহীন হয়ে পরা দরিদ্র জনগণের মাঝে ত্রাণ সামগ্রী, ঔষধ, অক্সিজেন ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন।