শোক

হালিমা কবির, যিনি রেখা কবির নামেই বেশি পরিচিত, গত সোমবার (১ নভেম্বর) লন্ডনে ইন্তেকাল করেন। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ্ ছিলেন।

হেনডন মসজিদে জানাজার পর গতকাল (৩ নভেম্বর) তাকে মিল হিল কবরস্থানে দাফন করা হয়। তিনি ঢাকা ইংলিশ প্রিপারেটরী স্কুলের প্রিন্সিপাল ছিলেন। এই স্কুলই পরে উদয়ন বিদ্যালয় নামে পরিচিতি লাভ করে।

শিক্ষক এবং শিল্পী হিসাবে পরিচিত হালিমা কবির মরহুম নুরুল আমিন ও আয়েশা খাতুনের কন্যা, ও ঘোড়াশালের প্রয়াত নুরুল কবিরের সহধর্মিনী ছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে জুনায়েদ কবির এবং মেয়ে নাদিয়া কবির বার্ব, পুত্রবধূ আ্যন কবির, জামাতা রজার বার্ব, ছয় নাতি-নাতনি, দুই ভাই, পাঁচ বোন অসংখ্য বন্ধুবান্ধব, ছাত্র-ছাত্রী এবং শুভাকাঙ্খী রেখে গেছেন।

মরহুমার পরিবারের পক্ষ থেকে তার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।

বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১ , ১৯ কার্তিক ১৪২৮ ২৭ রবিউল আউয়াল ১৪৪৩

শোক

image

হালিমা কবির, যিনি রেখা কবির নামেই বেশি পরিচিত, গত সোমবার (১ নভেম্বর) লন্ডনে ইন্তেকাল করেন। তিনি বেশ কিছুদিন ধরেই অসুস্থ্ ছিলেন।

হেনডন মসজিদে জানাজার পর গতকাল (৩ নভেম্বর) তাকে মিল হিল কবরস্থানে দাফন করা হয়। তিনি ঢাকা ইংলিশ প্রিপারেটরী স্কুলের প্রিন্সিপাল ছিলেন। এই স্কুলই পরে উদয়ন বিদ্যালয় নামে পরিচিতি লাভ করে।

শিক্ষক এবং শিল্পী হিসাবে পরিচিত হালিমা কবির মরহুম নুরুল আমিন ও আয়েশা খাতুনের কন্যা, ও ঘোড়াশালের প্রয়াত নুরুল কবিরের সহধর্মিনী ছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে জুনায়েদ কবির এবং মেয়ে নাদিয়া কবির বার্ব, পুত্রবধূ আ্যন কবির, জামাতা রজার বার্ব, ছয় নাতি-নাতনি, দুই ভাই, পাঁচ বোন অসংখ্য বন্ধুবান্ধব, ছাত্র-ছাত্রী এবং শুভাকাঙ্খী রেখে গেছেন।

মরহুমার পরিবারের পক্ষ থেকে তার জন্য সবাইকে দোয়া করার অনুরোধ জানানো হয়েছে।