সু চির সঙ্গে দেখা করতে পারবেন না বিদেশি দূতেরা : জান্তা সরকার

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের এক দূতের সঙ্গে মায়ানমারের সাবেক নেতা অং সান সু চিকে দেখা করতে না দেয়ার বিষয়ে অটল রয়েছে ক্ষমতাসীন সেনাবাহিনী। গত এপ্রিলে আসিয়ানের সঙ্গে জান্তা সরকারের সম্মত হওয়া পাঁচ দফা নির্দেশনা বাস্তবায়নে মায়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমে বাড়লেও নিজেদের সিদ্ধান্তে অটল তারা।

জান্তা সরকারের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইন বলেন, অপরাধের অভিযোগে আটক কারোর সঙ্গে বিদেশি কাউকে দেখা করতে দেয়া অভ্যন্তরীণ আইনবিরোধী। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, আমি বিশ্বাস করি কোনও দেশই এই রকম আইন অমান্য করে এটা করতে দেবে।

গত সপ্তাহে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় আসিয়ান দেশগুলোর নেতাদের সম্মেলনে। এতে আমন্ত্রণ পায়নি মায়ানমার। জান্তা নেতা মিং অং হ্লাইং শান্তি চুক্তি মানছেন না অভিযোগ তুলে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সোয়ে উইন। তিনি দাবি করেন গত এপ্রিলে আসিয়ানের সঙ্গে চুক্তি হয় তাতে বলা হয় নিজ দেশের পরিস্থিতি স্থিতিশীল থাকলে দূতকে প্রবেশের সুযোগ দেয়া হবে।

সেনা অভ্যুত্থানের পর বিক্ষোভে ফেটে পড়ে মায়ানমারের বিপুল সংখ্যক নাগরিক। অচল হয়ে পড়ে দেশটি। শাসন কাজ চালাতে হিমশিম খাচ্ছে জান্তা সরকার। ইতোমধ্যেই আগের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে একটি ছায়া সরকার।

তাদের সমর্থনকারী প্রতিরোধ যোদ্ধাদের সামাল দিতে গিয়ে নাজেহাল হয়ে আছে জান্তা সরকার।

বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১ , ১৯ কার্তিক ১৪২৮ ২৭ রবিউল আউয়াল ১৪৪৩

সু চির সঙ্গে দেখা করতে পারবেন না বিদেশি দূতেরা : জান্তা সরকার

image

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোটের এক দূতের সঙ্গে মায়ানমারের সাবেক নেতা অং সান সু চিকে দেখা করতে না দেয়ার বিষয়ে অটল রয়েছে ক্ষমতাসীন সেনাবাহিনী। গত এপ্রিলে আসিয়ানের সঙ্গে জান্তা সরকারের সম্মত হওয়া পাঁচ দফা নির্দেশনা বাস্তবায়নে মায়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমে বাড়লেও নিজেদের সিদ্ধান্তে অটল তারা।

জান্তা সরকারের দ্বিতীয় সর্বোচ্চ নেতা ভাইস সিনিয়র জেনারেল সোয়ে উইন বলেন, অপরাধের অভিযোগে আটক কারোর সঙ্গে বিদেশি কাউকে দেখা করতে দেয়া অভ্যন্তরীণ আইনবিরোধী। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, আমি বিশ্বাস করি কোনও দেশই এই রকম আইন অমান্য করে এটা করতে দেবে।

গত সপ্তাহে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় আসিয়ান দেশগুলোর নেতাদের সম্মেলনে। এতে আমন্ত্রণ পায়নি মায়ানমার। জান্তা নেতা মিং অং হ্লাইং শান্তি চুক্তি মানছেন না অভিযোগ তুলে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সোয়ে উইন। তিনি দাবি করেন গত এপ্রিলে আসিয়ানের সঙ্গে চুক্তি হয় তাতে বলা হয় নিজ দেশের পরিস্থিতি স্থিতিশীল থাকলে দূতকে প্রবেশের সুযোগ দেয়া হবে।

সেনা অভ্যুত্থানের পর বিক্ষোভে ফেটে পড়ে মায়ানমারের বিপুল সংখ্যক নাগরিক। অচল হয়ে পড়ে দেশটি। শাসন কাজ চালাতে হিমশিম খাচ্ছে জান্তা সরকার। ইতোমধ্যেই আগের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে একটি ছায়া সরকার।

তাদের সমর্থনকারী প্রতিরোধ যোদ্ধাদের সামাল দিতে গিয়ে নাজেহাল হয়ে আছে জান্তা সরকার।