চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার সই জাল, আ’লীগ নেতা কারাগারে

চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির মামলায় আওয়ামী লীগের এক নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন একটি আদালত। গতকাল দুপুরে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। দ-িত হলেনÑ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আফতাব খান।

মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, আফতাব খান ও রিয়াসাত খান প্রকাশ রিসাত খান আদালত আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৮ জুলাই বন্ড সুবিধায় আমদানিকৃত বিভিন্ন রকমের ফ্রেবিক্সের বিপরীতে শুল্ক আদায়ের লক্ষ্যে চারটি বিল অফ এন্ট্রি দাখিল করেন। পরবর্তীতে সেগুলো যাচাই-বাছাইকালে স্বাক্ষরকারী চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার কাঞ্চন রানী দত্তের স্বাক্ষর জাল করে ২ কোটি ৩০ লাখ ২ হাজার ৪০৫ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেন। এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা গাজী মো. হোসাইন বাদী হয়ে গত ১৯ জুলাই বন্দর থানায় মামলা (নং-৮(৭)২১) করেন। গত ১ সেপ্টেম্বর ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। গত ২৬ অক্টোবর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত নথি প্রাপ্তিসাপেক্ষে গতকাল শুনানির তারিখ নির্ধারণ করেন।

বৃহস্পতিবার, ০৪ নভেম্বর ২০২১ , ১৯ কার্তিক ১৪২৮ ২৭ রবিউল আউয়াল ১৪৪৩

চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তার সই জাল, আ’লীগ নেতা কারাগারে

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম কাস্টমস হাউসের কর্মকর্তার স্বাক্ষর জালিয়াতির মামলায় আওয়ামী লীগের এক নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন একটি আদালত। গতকাল দুপুরে মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। দ-িত হলেনÑ চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য আফতাব খান।

মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, আফতাব খান ও রিয়াসাত খান প্রকাশ রিসাত খান আদালত আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৮ জুলাই বন্ড সুবিধায় আমদানিকৃত বিভিন্ন রকমের ফ্রেবিক্সের বিপরীতে শুল্ক আদায়ের লক্ষ্যে চারটি বিল অফ এন্ট্রি দাখিল করেন। পরবর্তীতে সেগুলো যাচাই-বাছাইকালে স্বাক্ষরকারী চট্টগ্রাম কাস্টমস হাউসের উপকমিশনার কাঞ্চন রানী দত্তের স্বাক্ষর জাল করে ২ কোটি ৩০ লাখ ২ হাজার ৪০৫ টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেন। এ ঘটনায় সহকারী রাজস্ব কর্মকর্তা গাজী মো. হোসাইন বাদী হয়ে গত ১৯ জুলাই বন্দর থানায় মামলা (নং-৮(৭)২১) করেন। গত ১ সেপ্টেম্বর ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। জামিনের মেয়াদ শেষ হওয়ার আগে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন। গত ২৬ অক্টোবর মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত নথি প্রাপ্তিসাপেক্ষে গতকাল শুনানির তারিখ নির্ধারণ করেন।