ভিত্তি বছর বদলে বেড়ে গেল মাথাপিছু আয়

বিবিএস এর প্রতিবেদন বলছে, মাথাপিছু আয় ছাড়ালো দুই হাজার ৫৫৪ ডলার

ভিত্তি বছর বদলে বেড়ে গেল মাথাপিছু আয়। এতদিন ২০০৫-২০০৬ ভিত্তিবছর ধরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসাব করা হতো। এখন থেকে ২০১৫-২০১৬ ভিত্তিবছর ধরে জিডিপি, প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় গণনা করা শুরু হয়েছে। এতে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৫৪ ডলারে।

সদ্য সমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় ছিল দুই হাজার ২২৭ ডলার। চলতি অর্থবছরের চার মাসের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার বা ২৯ হাজার ৪৩০ টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদন এ তথ্য জানা গেছে।

বিবিএস সূত্রে জানা গেছে, নতুন ভিত্তিবছরের হিসাবে ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার থেকে বেড়ে ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে।

গত অক্টোবরে দেয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে দুই হাজার ১৩৮ ডলার। আর প্রতিবেশী দেশ ভারতের মাথাপিছু জিডিপি হবে দুই হাজার ১১৬ ডলার।

মাথাপিছু আয় কোন ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের পাশাপাশি রেমিট্যান্সসহ যত আয় হয়, তা দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে দেয়া হয়।

তবে অর্থনীতিবিদরা বলছেন অন্য কথা। তারা বলছেন, মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেললেই যে বাংলাদেশের সার্বিক অর্থনীতি ভারতের চেয়ে এগিয়ে, তা বলা যাবে না। কারণ মাথাপিছু জিডিপির মধ্যে জীবনযাত্রার মানের অনেক সূচক অন্তর্ভুক্ত থাকে না। ক্রয়ক্ষমতার সমতা বা পারচেজিং পাওয়ার প্যারিটি (পিপিপি) সূচকে ভারতের চেয়ে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। তবে মাথাপিছু জিডিপি বেশি হওয়াও অর্থনীতি এগিয়ে যাওয়ার একটি পূর্ব লক্ষণ।

আইএমএফ পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১৩৮ দশমিক ৭৯৪ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১১৬ দশমিক ৪৪৪ ডলার।

অর্থাৎ ভারতের চেয়ে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেশি হবে ২২ দশমিক ৩৫ ডলার। গত বছরও ভারতকে পেছনে ফেলেছিল বাংলাদেশ। সেটি হিসেব করলে পর পর দুই বছর ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ।

তবে গত বছর অক্টোবরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) একটি গবেষণা প্রকাশ করে। সেই গবেষণায় বলা হয়, করোনায় প্রতি পরিবারের আয় গড়ে কমেছে ৪ হাজার টাকা। জরিপে অংশ নেয়া প্রায় ৬৮ শতাংশ পরিবার কোন না কোনভাবে আর্থিক সমস্যায় পড়েছে।

এছাড়া গত বছর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত দেশে বেকারত্বের হার ২২ শতাংশের ওপরে চলে যায়। ঐ বছরের মার্চের তুলনায় আগস্টে খানাভিত্তিক মাসিক গড় আয় ২০ দশমিক ২৪ শতাংশ কমেছে। যদি করোনায় দেশের প্রতিটি পরিবারের মাসিক আয় কমে, তাহলে আয় বাড়লো কার?

এই গবেষণার সত্যতা পাওয়া যায় কয়েকজন বেসরকারি চাকরিজীবীর সঙ্গে কথা বলে। তারাও বলছেন, করোনার মধ্যে তাদের মাসিক আয় কমেছে।

এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান মাথাপিছু জিডিপির হিসাব কষে যে একটি দেশের সার্বিক অর্থনীতির অবস্থা বোঝা যায় না, সেটিই তিনি উল্লেখ করেন।

তিনি সংবাদকে বলেন, ‘মাথাপিছু জিডিপির হিসেব কষে একটি দেশের সার্বিক জীবনযাত্রার মান বোঝা যায় না। জীবনযাত্রার মানের অনেক সূচক মাথাপিছু জিডিপির হিসাবের মধ্যে থাকে না। জীবনযাত্রার মান মূল্যায়ন করতে হলে আরও কিছু সূচক দেখতে হয়।’

এছাড়া মাথাপিছু জিডিপি দিয়ে যদি জীবনযাত্রার মান বোঝা না যায় তাহলে কোন সূচক দেখে সেটি বোঝা যায়- এমন বিষয়ে জানতে চাওয়া হয়েছিল কয়েকজন অর্থনীতিবিদের কাছে।

তারা বলছেন, একটি দেশের নাগরিক অর্থনৈতিকভাবে কতটুকু শক্তিশালী সেটি জানার সবচেয়ে ভালো সূচক হলো ক্রয়ক্ষমতার সমতা বা পারচেজিং পাওয়ার প্যারিটির (পিপিপি)। তবে এই সূচকে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে।

বাংলাদেশের মানুষের অর্থনৈতিক বৈষম্য যে কতটা বেড়েছে তা বোঝা যায় একটি প্রতিবেদন থেকে। গত বছর ‘ওয়ার্ল্ড আলট্রা ওয়েলথ রিপোর্ট ২০১৮’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়। সেই প্রতিবেদনে কি পরিমাণ সম্পদ কার দখলে আছে এসব তথ্য প্রকাশ করে।

সেই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ধনকুবেরদের সামগ্রিক সম্পদের বার্ষিক প্রবৃদ্ধি ১৭ দশমিক ৩ শতাংশ। আর সারা বিশ্বের মধ্যে শীর্ষ দশের প্রথম স্থানটি বাংলাদেশের দখলে। অর্থাৎ দেশ হিসেবে বাংলাদেশের ধনীরাই বেশি সম্পদ কুক্ষিগত করে রেখেছে অন্য দেশের তুলনায়।

অর্থনীতিবিদরা বলছেন, বৈষম্য এমনভাবে বাড়ছে যে জিডিপি প্রবৃদ্ধির সুফল একটা ক্ষুদ্র ধনাঢ্য গোষ্ঠীর কাছে গিয়ে জমছে।

আর এর উৎকৃষ্ট উদাহরণ দেখা যায় সম্প্রতি দেশে কোটিপতি বৃদ্ধির হিসাবে।

শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১ , ২০ কার্তিক ১৪২৮ ২৮ রবিউল আউয়াল ১৪৪৩

ভিত্তি বছর বদলে বেড়ে গেল মাথাপিছু আয়

বিবিএস এর প্রতিবেদন বলছে, মাথাপিছু আয় ছাড়ালো দুই হাজার ৫৫৪ ডলার

অর্থনৈতিক বার্তা পরিবেশক

ভিত্তি বছর বদলে বেড়ে গেল মাথাপিছু আয়। এতদিন ২০০৫-২০০৬ ভিত্তিবছর ধরে মোট দেশজ উৎপাদন (জিডিপি) হিসাব করা হতো। এখন থেকে ২০১৫-২০১৬ ভিত্তিবছর ধরে জিডিপি, প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় গণনা করা শুরু হয়েছে। এতে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৫৫৪ ডলারে।

সদ্য সমাপ্ত ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় ছিল দুই হাজার ২২৭ ডলার। চলতি অর্থবছরের চার মাসের ব্যবধানে মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার বা ২৯ হাজার ৪৩০ টাকা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ প্রতিবেদন এ তথ্য জানা গেছে।

বিবিএস সূত্রে জানা গেছে, নতুন ভিত্তিবছরের হিসাবে ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় ২ হাজার ২২৭ ডলার থেকে বেড়ে ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে।

গত অক্টোবরে দেয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে দুই হাজার ১৩৮ ডলার। আর প্রতিবেশী দেশ ভারতের মাথাপিছু জিডিপি হবে দুই হাজার ১১৬ ডলার।

মাথাপিছু আয় কোন ব্যক্তির একক আয় নয়। দেশের অভ্যন্তরের পাশাপাশি রেমিট্যান্সসহ যত আয় হয়, তা দেশের মোট জাতীয় আয়। সেই জাতীয় আয়কে মাথাপিছু ভাগ করে দেয়া হয়।

তবে অর্থনীতিবিদরা বলছেন অন্য কথা। তারা বলছেন, মাথাপিছু জিডিপিতে ভারতকে পেছনে ফেললেই যে বাংলাদেশের সার্বিক অর্থনীতি ভারতের চেয়ে এগিয়ে, তা বলা যাবে না। কারণ মাথাপিছু জিডিপির মধ্যে জীবনযাত্রার মানের অনেক সূচক অন্তর্ভুক্ত থাকে না। ক্রয়ক্ষমতার সমতা বা পারচেজিং পাওয়ার প্যারিটি (পিপিপি) সূচকে ভারতের চেয়ে অনেক পিছিয়ে আছে বাংলাদেশ। তবে মাথাপিছু জিডিপি বেশি হওয়াও অর্থনীতি এগিয়ে যাওয়ার একটি পূর্ব লক্ষণ।

আইএমএফ পূর্বাভাস অনুযায়ী, চলতি ২০২১ সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১৩৮ দশমিক ৭৯৪ ডলার। অন্যদিকে ভারতের মাথাপিছু জিডিপি হবে ২ হাজার ১১৬ দশমিক ৪৪৪ ডলার।

অর্থাৎ ভারতের চেয়ে বাংলাদেশের মাথাপিছু জিডিপি বেশি হবে ২২ দশমিক ৩৫ ডলার। গত বছরও ভারতকে পেছনে ফেলেছিল বাংলাদেশ। সেটি হিসেব করলে পর পর দুই বছর ভারতকে পেছনে ফেলল বাংলাদেশ।

তবে গত বছর অক্টোবরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) একটি গবেষণা প্রকাশ করে। সেই গবেষণায় বলা হয়, করোনায় প্রতি পরিবারের আয় গড়ে কমেছে ৪ হাজার টাকা। জরিপে অংশ নেয়া প্রায় ৬৮ শতাংশ পরিবার কোন না কোনভাবে আর্থিক সমস্যায় পড়েছে।

এছাড়া গত বছর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত দেশে বেকারত্বের হার ২২ শতাংশের ওপরে চলে যায়। ঐ বছরের মার্চের তুলনায় আগস্টে খানাভিত্তিক মাসিক গড় আয় ২০ দশমিক ২৪ শতাংশ কমেছে। যদি করোনায় দেশের প্রতিটি পরিবারের মাসিক আয় কমে, তাহলে আয় বাড়লো কার?

এই গবেষণার সত্যতা পাওয়া যায় কয়েকজন বেসরকারি চাকরিজীবীর সঙ্গে কথা বলে। তারাও বলছেন, করোনার মধ্যে তাদের মাসিক আয় কমেছে।

এ বিষয়ে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো মোস্তাফিজুর রহমান মাথাপিছু জিডিপির হিসাব কষে যে একটি দেশের সার্বিক অর্থনীতির অবস্থা বোঝা যায় না, সেটিই তিনি উল্লেখ করেন।

তিনি সংবাদকে বলেন, ‘মাথাপিছু জিডিপির হিসেব কষে একটি দেশের সার্বিক জীবনযাত্রার মান বোঝা যায় না। জীবনযাত্রার মানের অনেক সূচক মাথাপিছু জিডিপির হিসাবের মধ্যে থাকে না। জীবনযাত্রার মান মূল্যায়ন করতে হলে আরও কিছু সূচক দেখতে হয়।’

এছাড়া মাথাপিছু জিডিপি দিয়ে যদি জীবনযাত্রার মান বোঝা না যায় তাহলে কোন সূচক দেখে সেটি বোঝা যায়- এমন বিষয়ে জানতে চাওয়া হয়েছিল কয়েকজন অর্থনীতিবিদের কাছে।

তারা বলছেন, একটি দেশের নাগরিক অর্থনৈতিকভাবে কতটুকু শক্তিশালী সেটি জানার সবচেয়ে ভালো সূচক হলো ক্রয়ক্ষমতার সমতা বা পারচেজিং পাওয়ার প্যারিটির (পিপিপি)। তবে এই সূচকে বাংলাদেশ অনেক পিছিয়ে রয়েছে।

বাংলাদেশের মানুষের অর্থনৈতিক বৈষম্য যে কতটা বেড়েছে তা বোঝা যায় একটি প্রতিবেদন থেকে। গত বছর ‘ওয়ার্ল্ড আলট্রা ওয়েলথ রিপোর্ট ২০১৮’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ হয়। সেই প্রতিবেদনে কি পরিমাণ সম্পদ কার দখলে আছে এসব তথ্য প্রকাশ করে।

সেই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ধনকুবেরদের সামগ্রিক সম্পদের বার্ষিক প্রবৃদ্ধি ১৭ দশমিক ৩ শতাংশ। আর সারা বিশ্বের মধ্যে শীর্ষ দশের প্রথম স্থানটি বাংলাদেশের দখলে। অর্থাৎ দেশ হিসেবে বাংলাদেশের ধনীরাই বেশি সম্পদ কুক্ষিগত করে রেখেছে অন্য দেশের তুলনায়।

অর্থনীতিবিদরা বলছেন, বৈষম্য এমনভাবে বাড়ছে যে জিডিপি প্রবৃদ্ধির সুফল একটা ক্ষুদ্র ধনাঢ্য গোষ্ঠীর কাছে গিয়ে জমছে।

আর এর উৎকৃষ্ট উদাহরণ দেখা যায় সম্প্রতি দেশে কোটিপতি বৃদ্ধির হিসাবে।