সূচকে নামমাত্র উত্থান, লেনদেন ছয় মাসে সর্বনিম্ন

আগের কার্যদিবস পতন হলেও গতকাল সপ্তাহের শেষ কার্যদিবস নামমাত্র উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল ঢাকা স্টকএক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন ছয় মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে।

ডিএসইতে গতকাল এক হাজার ৬৮ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে গতকালকের লেনদেন ছয় মাস পাঁচ দিন বা ১২১ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ২৮ এপ্রিল গতকালকের চেয়ে কম অর্থাৎ ওই দিন ৯৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪৩ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৯০৬.৭১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.০২ পয়েন্ট বা ০.০৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৬.৪৭ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬২.১৮ পয়েন্টে এবং দুই হাজার ৬০১.২৮ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩১টির বা ৩৪.৮৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯৬টির বা ৫২.১৩ শতাংশের এবং ৪৯টির বা ১৩.০৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টকএক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০.৩৫ পয়েন্ট বা ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ১৯৭.৯৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৭৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির দর বেড়েছে, কমেছে ১৪৭টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে সপ্তাহের শেষ কার্যদিবস ২৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬৮ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৭১ লাখ ৮২ হাজার ৪৮৩টি শেয়ার ৪৬ বার হাত বদলের মাধ্যমে ৬৭ কোটি ৯২ লাখ ৪৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২২ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ২০ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকার লিনডে বাংলাদেশ লিমিটেড এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের।

গতকাল ডিএসইর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৬টির বা ৫২.১৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে কাশেম ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস কাশেম ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৫.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫১.৮০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.৮০ টাকা বা ৬.৪৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে কাশেম ইন্ডাস্ট্রিজ ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইমটেক্সের ৬.৭৮ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬.২৫ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৫.৩৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.০৫ শতাংশ, এস আলমের ৪.২৪ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৪.২২ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৪.১২ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৩.৯০ শতাংশ এবং হাক্কানি পাল্পের শেয়ার দর ৩.৭২ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩১টির বা ৩৪.৮৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস বিডি ল্যাম্পসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৩.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৭.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.২৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আমরা নেটওয়ার্কস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকের ৭.৩৫ শতাংশ, সালভো কেমিক্যালের ৬.১৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৫.৬২ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.২১ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৪.৯৩ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৪.৭৩ শতাংশ, বেক্সিমকোর ৪.৫৩ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৪.৪৮ শতাংশ এবং ঢাকা ডাইংয়ের শেয়ার দর ৪.৩৬ শতাংশ বেড়েছে।

শুক্রবার, ০৫ নভেম্বর ২০২১ , ২০ কার্তিক ১৪২৮ ২৮ রবিউল আউয়াল ১৪৪৩

সূচকে নামমাত্র উত্থান, লেনদেন ছয় মাসে সর্বনিম্ন

অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগের কার্যদিবস পতন হলেও গতকাল সপ্তাহের শেষ কার্যদিবস নামমাত্র উত্থান হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারের সব সূচক বেড়েছে। সূচক বাড়লেও টাকার পরিমাণে লেনদেন এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল ঢাকা স্টকএক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন ছয় মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে।

ডিএসইতে গতকাল এক হাজার ৬৮ কোটি ৪২ লাখ টাকার লেনদেন হয়েছে। ডিএসইতে গতকালকের লেনদেন ছয় মাস পাঁচ দিন বা ১২১ কার্যদিবসের মধ্যে সবচেয়ে কম। এর আগে চলতি বছরের ২৮ এপ্রিল গতকালকের চেয়ে কম অর্থাৎ ওই দিন ৯৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮.৪৩ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৯০৬.৭১ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১.০২ পয়েন্ট বা ০.০৬ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক ১৬.৪৭ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৪৬২.১৮ পয়েন্টে এবং দুই হাজার ৬০১.২৮ পয়েন্টে।

ডিএসইতে গতকাল ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩১টির বা ৩৪.৮৪ শতাংশের, শেয়ার দর কমেছে ১৯৬টির বা ৫২.১৩ শতাংশের এবং ৪৯টির বা ১৩.০৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টকএক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০.৩৫ পয়েন্ট বা ০.০৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ১৯৭.৯৮ পয়েন্টে। সিএসইতে গতকাল ২৭৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৯৫টির দর বেড়েছে, কমেছে ১৪৭টির আর ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

গতকাল ডিএসইর ব্লক মার্কেটে সপ্তাহের শেষ কার্যদিবস ২৪টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৬৮ কোটি টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর ৭১ লাখ ৮২ হাজার ৪৮৩টি শেয়ার ৪৬ বার হাত বদলের মাধ্যমে ৬৭ কোটি ৯২ লাখ ৪৭ হাজার টাকার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২২ কোটি ৮৪ লাখ ৫৫ হাজার টাকার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ২০ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকার লিনডে বাংলাদেশ লিমিটেড এবং তৃতীয় সর্বোচ্চ ৭ কোটি ৬৮ লাখ ৮৩ হাজার টাকার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের।

গতকাল ডিএসইর লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৯৬টির বা ৫২.১৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে কাশেম ইন্ডাস্ট্রিজের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস কাশেম ইন্ডাস্ট্রিজের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৫.৬০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৫১.৮০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৩.৮০ টাকা বা ৬.৪৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে কাশেম ইন্ডাস্ট্রিজ ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইমটেক্সের ৬.৭৮ শতাংশ, জাহিন স্পিনিংয়ের ৬.২৫ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৫.৩৩ শতাংশ, মনোস্পুল পেপারের ৫.০৫ শতাংশ, এস আলমের ৪.২৪ শতাংশ, সাভার রিফ্রাক্টরিজের ৪.২২ শতাংশ, বাংলাদেশ সাবমেরিন কেবলের ৪.১২ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৩.৯০ শতাংশ এবং হাক্কানি পাল্পের শেয়ার দর ৩.৭২ শতাংশ কমেছে।

গতকাল ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৩১টির বা ৩৪.৮৪ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কসের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের কার্যদিবস বিডি ল্যাম্পসের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৩.১০ টাকায়। গতকাল লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়িয়েছে ৪৭.১০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা বা ৯.২৮ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আমরা নেটওয়ার্কস ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।

এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে এনআরবিসি ব্যাংকের ৭.৩৫ শতাংশ, সালভো কেমিক্যালের ৬.১৪ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ৫.৬২ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৫.২১ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৪.৯৩ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৪.৭৩ শতাংশ, বেক্সিমকোর ৪.৫৩ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৪.৪৮ শতাংশ এবং ঢাকা ডাইংয়ের শেয়ার দর ৪.৩৬ শতাংশ বেড়েছে।