শীতের আমেজ : লেপ তোশক তৈরির ধুম

পঞ্চগড় জেলা তীব্র শীত প্রবণ হওয়ায় জেলায় প্রতিটি পরিবারে শীত মোকাবেলায় লেপ-তোশকের চাহিদা বেড়ে যায়। শীত মৌসুমে এ অঞ্চলে তুলনামূলকভাবে শীতের প্রকোপ বেশী থাকে। সেপ্টেম্বর মাস থেকে শীতের আগমনী বার্তা জানান দেয়ার পর থেকে পঞ্চগড়ে দিন দিন কমতে শুরু করেছে তাপমাত্রা। সেই সঙ্গে গভীর রাতে বাড়ছে শীত। শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে লেপ-তোশক বানানোর কাজ শুরু হয় সেপ্টেম্বর-অক্টোবর থেকেই। এজন্য জেলায় লেপ-তোশক বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা।

জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, লেপ-তোশক বানানোর পল্লীতে ও দোকানে ত্রেুতাদের ভিড়। কারিগরেরা লেপ-তোশক তৈরিতে ব্যস্ত। ত্রেুতাদের চাহিদা মোতাবেক লেপ-তোশক তৈরি করে থাকেন কারিগর। কারিগরদের মধ্যে কেউ কেউ ত্রেুতাদের বাড়িতে গিয়েই লেপ-তোশক তৈরি করে দিয়ে আসছেন।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১ , ২১ কার্তিক ১৪২৮ ২৯ রবিউল আউয়াল ১৪৪৩

শীতের আমেজ : লেপ তোশক তৈরির ধুম

প্রতিনিধি (পঞ্চগড়)

image

পঞ্চগড় : লেপ-তোশক তৈরিতে ব্যস্ত কারিগররা -সংবাদ

পঞ্চগড় জেলা তীব্র শীত প্রবণ হওয়ায় জেলায় প্রতিটি পরিবারে শীত মোকাবেলায় লেপ-তোশকের চাহিদা বেড়ে যায়। শীত মৌসুমে এ অঞ্চলে তুলনামূলকভাবে শীতের প্রকোপ বেশী থাকে। সেপ্টেম্বর মাস থেকে শীতের আগমনী বার্তা জানান দেয়ার পর থেকে পঞ্চগড়ে দিন দিন কমতে শুরু করেছে তাপমাত্রা। সেই সঙ্গে গভীর রাতে বাড়ছে শীত। শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে লেপ-তোশক বানানোর কাজ শুরু হয় সেপ্টেম্বর-অক্টোবর থেকেই। এজন্য জেলায় লেপ-তোশক বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা।

জেলার বিভিন্ন উপজেলা ঘুরে দেখা যায়, লেপ-তোশক বানানোর পল্লীতে ও দোকানে ত্রেুতাদের ভিড়। কারিগরেরা লেপ-তোশক তৈরিতে ব্যস্ত। ত্রেুতাদের চাহিদা মোতাবেক লেপ-তোশক তৈরি করে থাকেন কারিগর। কারিগরদের মধ্যে কেউ কেউ ত্রেুতাদের বাড়িতে গিয়েই লেপ-তোশক তৈরি করে দিয়ে আসছেন।