ফরিদপুরে স্বল্পমেয়াদি আমন ধান কর্তন শুরু

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কেরশাইল গ্রামে এ স্বল্পমেয়াদি আমন ধান কাটা শুরু করেছেন চাষিরা। আশপাশের জমিতে ধান কাঁচা থাকলেও এরই মধ্যে ব্রি ধান-৭৫ ও বিনা ধান-১৭ কাটতে শুরু করেছেন কৃষকরা।

এ ধান আবাদে কৃষকদের আগ্রহী করে তুলতে আর্ন্তজার্তিক ধান গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে ও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি বাস্তবায়নে কাদিরদি ব্লকে মানিক মিয়ার জমিতে পরীক্ষামূলকভাবে ব্রিধান-৭১, ব্রিধান-৭৫, ব্রিধান-৩৩, বিনা ধান-১৭ ও বিনা ধান-২২ চাষ করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে ব্রিধান-৭৫ ও বিনা ধান- ১৭ ধান কর্তন শুরু হয়। উক্ত ধান কর্তন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি প্রীতম কুমাড় হোড়, উপজেলা কৃষি কর্মকর্তা, বোয়ালমারী বলেন এ সকল জাতের ধান ১১২-১১৫ দিনের মধ্যে কাটা হয়।

ব্রিধান- ৭৫ হেক্টর প্রতি ফলন ৫.৪৭ মে.টন এবং বিনা ধান-১৭ প্রতি হেক্টরে ৫.৮ মে. টন ফলন হয়। চাষী মোঃ মানিক মিয়া বলেন নতুন জাতের স্বল্প মেয়াদী জাতের আমন ধানের ভাল ফলন পাওয়ায় আর্থিকভাবে লাভবান হবো মনেকরছি।

কাদিরদি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর জানান, এলাকার দুইজন বাছাইকৃত কৃষককে ৫টি জাতের ধানের ট্রায়াল প্লট এ বিনামূলে বীজ, সার ও কীটনাশকসহ প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অল্প দিনের মধ্যে আগাম ধান কেটে কৃষকেরা সরিষা, মশুরি. ধনিয়া, কালিজিরা, গম সহ অন্যান্য শীতকালীন রবি শস্য আবাদ করতে পারবেন।

ফলে শস্য নিবিড়তা বাড়ানো সম্ভব হবে। ব্রি উদ্ভাবিত অন্যান্য জাতের তুলনায় এই ধানের চাল অপেক্ষাকৃত চিকন হওয়ায় এটি লাভজনক।

উক্ত ধান কর্তন অনুষ্ঠানে ড. ছাইদুল ইসলাম, সিনিয়র স্পেলালিস্ট, আর্ন্তজার্তিক ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ও কৃষিবিদ মো. লিয়াকত আলী, প্রোগ্রাম ম্যানেজার, এসডিসি, ফরিদপুর সহ এলাকার ধান চাষীরা উপস্থিত ছিলেন।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১ , ২১ কার্তিক ১৪২৮ ২৯ রবিউল আউয়াল ১৪৪৩

ফরিদপুরে স্বল্পমেয়াদি আমন ধান কর্তন শুরু

প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার কেরশাইল গ্রামে এ স্বল্পমেয়াদি আমন ধান কাটা শুরু করেছেন চাষিরা। আশপাশের জমিতে ধান কাঁচা থাকলেও এরই মধ্যে ব্রি ধান-৭৫ ও বিনা ধান-১৭ কাটতে শুরু করেছেন কৃষকরা।

এ ধান আবাদে কৃষকদের আগ্রহী করে তুলতে আর্ন্তজার্তিক ধান গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে ও সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি বাস্তবায়নে কাদিরদি ব্লকে মানিক মিয়ার জমিতে পরীক্ষামূলকভাবে ব্রিধান-৭১, ব্রিধান-৭৫, ব্রিধান-৩৩, বিনা ধান-১৭ ও বিনা ধান-২২ চাষ করা হয়েছে।

গত বৃহস্পতিবার সকালে ব্রিধান-৭৫ ও বিনা ধান- ১৭ ধান কর্তন শুরু হয়। উক্ত ধান কর্তন অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি প্রীতম কুমাড় হোড়, উপজেলা কৃষি কর্মকর্তা, বোয়ালমারী বলেন এ সকল জাতের ধান ১১২-১১৫ দিনের মধ্যে কাটা হয়।

ব্রিধান- ৭৫ হেক্টর প্রতি ফলন ৫.৪৭ মে.টন এবং বিনা ধান-১৭ প্রতি হেক্টরে ৫.৮ মে. টন ফলন হয়। চাষী মোঃ মানিক মিয়া বলেন নতুন জাতের স্বল্প মেয়াদী জাতের আমন ধানের ভাল ফলন পাওয়ায় আর্থিকভাবে লাভবান হবো মনেকরছি।

কাদিরদি ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আবু বক্কর জানান, এলাকার দুইজন বাছাইকৃত কৃষককে ৫টি জাতের ধানের ট্রায়াল প্লট এ বিনামূলে বীজ, সার ও কীটনাশকসহ প্রয়োজনীয় কারিগরি পরামর্শ প্রদান করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, অল্প দিনের মধ্যে আগাম ধান কেটে কৃষকেরা সরিষা, মশুরি. ধনিয়া, কালিজিরা, গম সহ অন্যান্য শীতকালীন রবি শস্য আবাদ করতে পারবেন।

ফলে শস্য নিবিড়তা বাড়ানো সম্ভব হবে। ব্রি উদ্ভাবিত অন্যান্য জাতের তুলনায় এই ধানের চাল অপেক্ষাকৃত চিকন হওয়ায় এটি লাভজনক।

উক্ত ধান কর্তন অনুষ্ঠানে ড. ছাইদুল ইসলাম, সিনিয়র স্পেলালিস্ট, আর্ন্তজার্তিক ধান গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ ও কৃষিবিদ মো. লিয়াকত আলী, প্রোগ্রাম ম্যানেজার, এসডিসি, ফরিদপুর সহ এলাকার ধান চাষীরা উপস্থিত ছিলেন।