তিন জেলায় মনোনয়ন বাছাই

বরুড়া

প্রতিনিধি, বরুড়া (কুমিল্লা)

বরুড়ায় ঋণ খেলাপির দায়ে চার জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে গেছে, গত বৃহস্পতিবার যাচাই-বাছায়ের দিনে ঋণখেলাপির দায়ে চিতড্ডা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান এবং চিতড্ডা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিএনপির সমর্থক বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক, আদ্রা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রকিবুল হাসান লিমন, খোশবাস উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটানিং অফিসারেরা।

দাউদকান্দি

প্রতিনিধি, দাউদকান্দি (কুমিল্লা)

দাউদকান্দিতে ইউপি নির্বাচনে তিন পদে ৯ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছায়েই দিনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনে ৩ এবং সাধারণ সদস্য পদে ২ জনের প্রার্থিতা বাতিল করা হয়।

চেয়ারম্যান পদে পদুয়া ইউনিয়ন থেকে জাতীয় পার্টির জুয়েজুল, পাঁচপাঁগাছিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সেলিম প্রধান, মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুকিত ও বিটেশ্বর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম খলিলের প্রার্থিতা বাতিল বলে ঘোষণা করেন রির্টানিং অফিসার। তিনটি পদে মোট বৈধ প্রার্থী ৬৪৮ জন। চেয়ারম্যান পদে ৭৬ জন, সংরক্ষিত আসনে ১২০ জন এবং সাধারণ সদস্য পদে ৪৫২ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে ১২ জন, স্বতন্ত্র ৫৩ এবং ইসলামী আন্দোলন ১১ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

পূর্বধলা

প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

পূর্বধলায় ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১২৭ জন, সাধারন সদস্য পদে ৪০১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। দুইজন বাদ পড়ায় এখন আছে ৩৯৯ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে ১০ জন, স্বতন্ত্র প্রার্থী ৩৫ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ০৮, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি’র) ১ জন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ১ জন।

ঋণখেলাপির জন্য সাধারণ সদস্য পদে জারিয়া ইউনিয়নে ১ জন ও বিশকাকুনি ইউনিয়নের ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে বলে রিটার্নিং অফিসার নিশ্চিত করেছেন।

বালিয়াকান্দি

প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

আসন্ন ২৮ নভেম্বর রাজবাড়ীর বালিয়কান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের সময় ঋণখেলাপির অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থী ও এক সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ঋণখেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী হলেন, উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আয়নাল হক দেওয়ান ও শফিকুল ইসলাম এবং জঙ্গল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী শিবনাথ ম-ল।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১ , ২১ কার্তিক ১৪২৮ ২৯ রবিউল আউয়াল ১৪৪৩

তিন জেলায় মনোনয়ন বাছাই

বরুড়া

প্রতিনিধি, বরুড়া (কুমিল্লা)

বরুড়ায় ঋণ খেলাপির দায়ে চার জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে গেছে, গত বৃহস্পতিবার যাচাই-বাছায়ের দিনে ঋণখেলাপির দায়ে চিতড্ডা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান এবং চিতড্ডা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিএনপির সমর্থক বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ওমর ফারুক, আদ্রা ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রকিবুল হাসান লিমন, খোশবাস উত্তর ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ফরহাদ হোসেনের মনোনয়নপত্র বাতিল করেছেন সংশ্লিষ্ট রিটানিং অফিসারেরা।

দাউদকান্দি

প্রতিনিধি, দাউদকান্দি (কুমিল্লা)

দাউদকান্দিতে ইউপি নির্বাচনে তিন পদে ৯ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছায়েই দিনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত আসনে ৩ এবং সাধারণ সদস্য পদে ২ জনের প্রার্থিতা বাতিল করা হয়।

চেয়ারম্যান পদে পদুয়া ইউনিয়ন থেকে জাতীয় পার্টির জুয়েজুল, পাঁচপাঁগাছিয়া ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সেলিম প্রধান, মোহাম্মদপুর পশ্চিম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুকিত ও বিটেশ্বর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ইব্রাহিম খলিলের প্রার্থিতা বাতিল বলে ঘোষণা করেন রির্টানিং অফিসার। তিনটি পদে মোট বৈধ প্রার্থী ৬৪৮ জন। চেয়ারম্যান পদে ৭৬ জন, সংরক্ষিত আসনে ১২০ জন এবং সাধারণ সদস্য পদে ৪৫২ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে আওয়ামী লীগ থেকে ১২ জন, স্বতন্ত্র ৫৩ এবং ইসলামী আন্দোলন ১১ জন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন।

পূর্বধলা

প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

পূর্বধলায় ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৫ জন, সংরক্ষিত মহিলা পদে ১২৭ জন, সাধারন সদস্য পদে ৪০১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছিলেন। দুইজন বাদ পড়ায় এখন আছে ৩৯৯ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে ১০ জন, স্বতন্ত্র প্রার্থী ৩৫ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ০৮, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি’র) ১ জন ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) ১ জন।

ঋণখেলাপির জন্য সাধারণ সদস্য পদে জারিয়া ইউনিয়নে ১ জন ও বিশকাকুনি ইউনিয়নের ১ জনের মনোনয়ন বাতিল হয়েছে বলে রিটার্নিং অফিসার নিশ্চিত করেছেন।

বালিয়াকান্দি

প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

আসন্ন ২৮ নভেম্বর রাজবাড়ীর বালিয়কান্দি উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাইয়ের সময় ঋণখেলাপির অভিযোগে দুই চেয়ারম্যান প্রার্থী ও এক সাধারণ সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

ঋণখেলাপির দায়ে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী হলেন, উপজেলার জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আয়নাল হক দেওয়ান ও শফিকুল ইসলাম এবং জঙ্গল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী শিবনাথ ম-ল।