বাইক বাঁচাতে গিয়ে ৫ চীনা প্রকৌশলী আহত

বরগুনার আমতলী পাওয়ার প্লান্টে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন চীনা নাগরিক। একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে মাইক্রোবাস খাদে পড়ে আহত হন তারা। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ঢাকা থেকে পাঁচজন চায়না প্রকৌশলীকে নিয়ে বরগুনার আমতলী পাওয়ার প্লান্টে যাচ্ছিলো মাইক্রোবাসটি। পথিমধ্যে ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ও সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১ , ২১ কার্তিক ১৪২৮ ২৯ রবিউল আউয়াল ১৪৪৩

বাইক বাঁচাতে গিয়ে ৫ চীনা প্রকৌশলী আহত

প্রতিনিধি, গৌরনদী (বরিশাল)

image

বরগুনার আমতলী পাওয়ার প্লান্টে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন চীনা নাগরিক। একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে মাইক্রোবাস খাদে পড়ে আহত হন তারা। আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী ফায়ার সার্ভিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ঢাকা থেকে পাঁচজন চায়না প্রকৌশলীকে নিয়ে বরগুনার আমতলী পাওয়ার প্লান্টে যাচ্ছিলো মাইক্রোবাসটি। পথিমধ্যে ফায়ার সার্ভিসের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস ও সহকারী কমিশনার ভূমি আরিফুল ইসলাম প্রিন্স।