মোশাররফ-জুঁই জুটির ‘নায়ক’

আবারো জুটি বেঁধে নতুন একটি নাটিকে অভিনয় করলেন জনপ্রিয় তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। নাটকের নাম ‘নায়ক’। সারওয়ার রেজা জিমির রচনায় এই নাটক নির্মাণ করেছেন তুহিন হোসেন। চরিত্রের প্রয়োজনে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইয়ের বর-কনে সাজতে হয়েছে নাটকটিতে। সম্প্রতি নগরীর বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। টেলিহোম প্রযোজিত এ নাটক খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এ নাটকে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। গল্পটাও চমৎকার। দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।’ জুঁই বলেন, ‘বরাবরই মোশাররফ করিমের সঙ্গে কাজ করতে গিয়ে ভালো অভিজ্ঞতা হয়। এবারও ব্যতীক্রম হয়নি। সুন্দর একটি কাজ হয়েছে।’

শনিবার, ০৬ নভেম্বর ২০২১ , ২১ কার্তিক ১৪২৮ ২৯ রবিউল আউয়াল ১৪৪৩

মোশাররফ-জুঁই জুটির ‘নায়ক’

বিনোদন প্রতিবেদক

image

আবারো জুটি বেঁধে নতুন একটি নাটিকে অভিনয় করলেন জনপ্রিয় তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। নাটকের নাম ‘নায়ক’। সারওয়ার রেজা জিমির রচনায় এই নাটক নির্মাণ করেছেন তুহিন হোসেন। চরিত্রের প্রয়োজনে মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁইয়ের বর-কনে সাজতে হয়েছে নাটকটিতে। সম্প্রতি নগরীর বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। টেলিহোম প্রযোজিত এ নাটক খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, ‘এ নাটকে কাজের অভিজ্ঞতা বেশ ভালো। গল্পটাও চমৎকার। দর্শকদের ভালো লাগবে বলে আশা করছি।’ জুঁই বলেন, ‘বরাবরই মোশাররফ করিমের সঙ্গে কাজ করতে গিয়ে ভালো অভিজ্ঞতা হয়। এবারও ব্যতীক্রম হয়নি। সুন্দর একটি কাজ হয়েছে।’