আলী যাকেরকে নিয়ে ‘স্মৃতিতে স্মরণে’

আজ প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের ৭৭তম জন্মদিন উপলক্ষে ‘স্মৃতিতে স্মরণে’ শিরোনামের অনুষ্ঠানের আয়োজন করেছে নাগরিক নাট্য সম্প্রদায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতয়ি নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলী যাকের ২০২০সালের ২৭ নভেস্বর প্রয়াত হন। তার জন্ম হয়েছিল ১৯৪৪ সালের ৬ নভেস্বর।

মঞ্চে তার অভিনীত ও নির্দেশিত উল্লেখয়োগ্য নাটকগুলোর মধ্যে আছেÑ নূরুলদীনের সারাজীবন, দেওয়ান গাজীর কিসসা, কপোনিকের ক্যাপ্টেনসহ, ’দেওয়ান গাজীর কিসসা’, ‘গ্যালিলিও’, ’কবর’ ইত্যাদি। টিভিপর্দায় ‘আজ রবিবার’, ‘বহুব্রীহি’সহ বেশ কিছু নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

অভিনয় খ্যাতির পাশাপাশি কলামিস্ট হিসেবেও তিনি পরিচিতি লাভ করেন। তিনি বাংলাদেশের বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের স্বত্বাধিকারী ছিলেন। নাট্যব্যক্তিত্ব সারা যাকের তার সহধর্মিণী। আলী যাকের ও সারা যাকের দম্পতির ছেলে ইরেশ যাকের ও মেয়ে শ্রিয়া সর্বজয়া অভিনয়ের সঙ্গে যুক্ত। একই দিনে আজ ইরেশ যাকেররও জন্মদিন।

আলী যাকের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছ, ১৯৮৬ সালের ‘আগামী’ ১৯৯৬ সালের নদীর নাম মধুমতী’, ২০০১ সালের ‘লালসালু’, ২০০৮ সালের ‘রাবেয়া’। উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছ ‘বহুব্রীহি’, ’আজ রবিবার’, ’একদিন হঠাৎ’ ও ’পাথর সময়’। আর উল্লেখযোগ্য মঞ্চ নাটকের তালিকায় আছে।

এই দিকে আলী যাকের এর জীবনদর্শন ও সৃষ্টিশীল কর্মযজ্ঞ নিয়ে মঙ্গলদীপ ফাউন্ডেশন এর উদ্যোগে যাত্রা শুরু করতে যাচ্ছে সংগ্রহালয় ‘বাতিঘর’। উন্মোচন করা হবে ‘আলী যাকের ওয়েবসাইট’। সেইসাথে ঘোষণা করা হবে ‘আলী যাকের অনুদান প্রদান’ কার্যক্রম।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১ , ২১ কার্তিক ১৪২৮ ২৯ রবিউল আউয়াল ১৪৪৩

আলী যাকেরকে নিয়ে ‘স্মৃতিতে স্মরণে’

বিনোদন প্রতিবেদক

image

আজ প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকেরের ৭৭তম জন্মদিন উপলক্ষে ‘স্মৃতিতে স্মরণে’ শিরোনামের অনুষ্ঠানের আয়োজন করেছে নাগরিক নাট্য সম্প্রদায়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতয়ি নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আলী যাকের ২০২০সালের ২৭ নভেস্বর প্রয়াত হন। তার জন্ম হয়েছিল ১৯৪৪ সালের ৬ নভেস্বর।

মঞ্চে তার অভিনীত ও নির্দেশিত উল্লেখয়োগ্য নাটকগুলোর মধ্যে আছেÑ নূরুলদীনের সারাজীবন, দেওয়ান গাজীর কিসসা, কপোনিকের ক্যাপ্টেনসহ, ’দেওয়ান গাজীর কিসসা’, ‘গ্যালিলিও’, ’কবর’ ইত্যাদি। টিভিপর্দায় ‘আজ রবিবার’, ‘বহুব্রীহি’সহ বেশ কিছু নাটকে তার অভিনয় প্রশংসিত হয়েছে।

অভিনয় খ্যাতির পাশাপাশি কলামিস্ট হিসেবেও তিনি পরিচিতি লাভ করেন। তিনি বাংলাদেশের বৃহৎ বিজ্ঞাপনী সংস্থা এশিয়াটিকের স্বত্বাধিকারী ছিলেন। নাট্যব্যক্তিত্ব সারা যাকের তার সহধর্মিণী। আলী যাকের ও সারা যাকের দম্পতির ছেলে ইরেশ যাকের ও মেয়ে শ্রিয়া সর্বজয়া অভিনয়ের সঙ্গে যুক্ত। একই দিনে আজ ইরেশ যাকেররও জন্মদিন।

আলী যাকের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে আছ, ১৯৮৬ সালের ‘আগামী’ ১৯৯৬ সালের নদীর নাম মধুমতী’, ২০০১ সালের ‘লালসালু’, ২০০৮ সালের ‘রাবেয়া’। উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে আছ ‘বহুব্রীহি’, ’আজ রবিবার’, ’একদিন হঠাৎ’ ও ’পাথর সময়’। আর উল্লেখযোগ্য মঞ্চ নাটকের তালিকায় আছে।

এই দিকে আলী যাকের এর জীবনদর্শন ও সৃষ্টিশীল কর্মযজ্ঞ নিয়ে মঙ্গলদীপ ফাউন্ডেশন এর উদ্যোগে যাত্রা শুরু করতে যাচ্ছে সংগ্রহালয় ‘বাতিঘর’। উন্মোচন করা হবে ‘আলী যাকের ওয়েবসাইট’। সেইসাথে ঘোষণা করা হবে ‘আলী যাকের অনুদান প্রদান’ কার্যক্রম।