আসছে ‘আকবর দ্য কিং’

মমর রুবেলের রচনা ও সজীব মাহমুদের পরিচালনায় নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘আকবর দ্যা কিং’।

ডেডলাইন স্টুডিওস লি. এবং ক্রাউন ক্রিয়েশনস এর যৌথ প্রযোজনায় নির্মিত এই ধারাবাহিকটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা চাষী আলম, মুকিত জাকারিয়া, মুসাফির বাচ্চু, নুসরাত জান্নাত রুহী, পাভেল, শেলী আহসান, সিনি স্নিগ্ধা, এমএন রাজু, নাঈমা আলম মাহা, পাপ্পু, আনোয়ার, মৌরিতা জুঁই, পাপড়ি পায়েল, রানা মল্লিক, জুয়েল প্রমূখ। পরিচালক সজীব

মাহমুদ বলেন, ‘আসলে এই সময়ে দর্শকদের ভিন্ন একটি গল্পের ধারাবাহিক উপহার দেয়ার চেষ্টা করছি। প্রায় ছয় মাস ধরে পরিকল্পনার পর আমরা ধারাবাহিকটির শুটিংয়ে যাই। ডেডলাইন স্টুডিওস লি. এবং ক্রাউন ক্রিয়েশনস মিলে দারুণ কিছু দর্শকদের সামনে আনছে এটা নিশ্চিত বলা যায়। খুব সিরিয়াস কোনো বার্তা হাস্যরসাত্মকভাবে এর গল্পে তুলে ধরা হয়েছে।’ পরিচালক সূত্রে জানা যায়, চলতি নভেম্বর মাসেই ধারাবাহিকটি একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের পর ডেডলাইন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে পর্ব আকারে প্রচার করা হবে।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১ , ২১ কার্তিক ১৪২৮ ২৯ রবিউল আউয়াল ১৪৪৩

আসছে ‘আকবর দ্য কিং’

বিনোদন প্রতিবেদক

image

মমর রুবেলের রচনা ও সজীব মাহমুদের পরিচালনায় নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘আকবর দ্যা কিং’।

ডেডলাইন স্টুডিওস লি. এবং ক্রাউন ক্রিয়েশনস এর যৌথ প্রযোজনায় নির্মিত এই ধারাবাহিকটির প্রথম লটের শুটিংয়ে অংশ নিয়েছেন অভিনেতা চাষী আলম, মুকিত জাকারিয়া, মুসাফির বাচ্চু, নুসরাত জান্নাত রুহী, পাভেল, শেলী আহসান, সিনি স্নিগ্ধা, এমএন রাজু, নাঈমা আলম মাহা, পাপ্পু, আনোয়ার, মৌরিতা জুঁই, পাপড়ি পায়েল, রানা মল্লিক, জুয়েল প্রমূখ। পরিচালক সজীব

মাহমুদ বলেন, ‘আসলে এই সময়ে দর্শকদের ভিন্ন একটি গল্পের ধারাবাহিক উপহার দেয়ার চেষ্টা করছি। প্রায় ছয় মাস ধরে পরিকল্পনার পর আমরা ধারাবাহিকটির শুটিংয়ে যাই। ডেডলাইন স্টুডিওস লি. এবং ক্রাউন ক্রিয়েশনস মিলে দারুণ কিছু দর্শকদের সামনে আনছে এটা নিশ্চিত বলা যায়। খুব সিরিয়াস কোনো বার্তা হাস্যরসাত্মকভাবে এর গল্পে তুলে ধরা হয়েছে।’ পরিচালক সূত্রে জানা যায়, চলতি নভেম্বর মাসেই ধারাবাহিকটি একটি বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের পর ডেডলাইন এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে পর্ব আকারে প্রচার করা হবে।