ইউপি নির্বাচনে বিশৃঙ্খলা করলে ছাড় নেই : ইসি

ইউপি নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা করলে তাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। আইশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে কেউ আসলে তাকে প্রতিহত করতেই আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

গতকাল সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলায়তনে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সদর বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এর আগে কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধা, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা উল্লেখ করে বিভিন্ন অভিযোগ করেন নির্বাচন কমিশনারের কাছে।

প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনী সহিংসতা আমরা চাই না। কারও সন্তান হারানোর দীর্ঘশ্বাস আপনারা কিংবা আমরা বহন করতে চাই না। সবাই শান্তি বজায় রেখে প্রচারণা চালাবেন। প্রত্যেক প্রার্থীই আপনাদের সামাজিক আত্মীয়। নিজেদের মধ্যে বিশৃঙ্খলা করবেন না। দোহাই আল্লাহর, আপনাদের কাছে আমার অনুরোধ কারও দীর্ঘশ্বাস আপনারা বহন করবেন না।’

তিনি আরও বলেন, ‘কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলে পর্যাপ্ত বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়। নারায়ণগঞ্জেও বিজিবি মোতায়েন করা হয়েছে। আপনাদের পেটানো ও গুলি চালানোর জন্য নয়। যদি আইশৃঙ্খলা পরিস্থিতি কেউ নষ্ট করতে আসে তাকে প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সহযোগিতা করেন। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তা হলে কিন্তু আমি কাউকে কোন অবস্থাতেই ছাড় দেব না। আমি দীর্ঘশ্বাস নিতে চাই না।’

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা। এই ছয় ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১ , ২১ কার্তিক ১৪২৮ ২৯ রবিউল আউয়াল ১৪৪৩

ইউপি নির্বাচনে বিশৃঙ্খলা করলে ছাড় নেই : ইসি

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

ইউপি নির্বাচনকে ঘিরে বিশৃঙ্খলা করলে তাকে ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী থাকবে। আইশৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে কেউ আসলে তাকে প্রতিহত করতেই আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।

গতকাল সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলায়তনে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সদর বিভিন্ন ইউপির চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন। এর আগে কয়েকজন প্রার্থী প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে প্রচারণায় বাধা, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের কথা উল্লেখ করে বিভিন্ন অভিযোগ করেন নির্বাচন কমিশনারের কাছে।

প্রার্থীদের উদ্দেশ্যে নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনী সহিংসতা আমরা চাই না। কারও সন্তান হারানোর দীর্ঘশ্বাস আপনারা কিংবা আমরা বহন করতে চাই না। সবাই শান্তি বজায় রেখে প্রচারণা চালাবেন। প্রত্যেক প্রার্থীই আপনাদের সামাজিক আত্মীয়। নিজেদের মধ্যে বিশৃঙ্খলা করবেন না। দোহাই আল্লাহর, আপনাদের কাছে আমার অনুরোধ কারও দীর্ঘশ্বাস আপনারা বহন করবেন না।’

তিনি আরও বলেন, ‘কোন কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলে পর্যাপ্ত বিজিবি, র‌্যাব ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়। নারায়ণগঞ্জেও বিজিবি মোতায়েন করা হয়েছে। আপনাদের পেটানো ও গুলি চালানোর জন্য নয়। যদি আইশৃঙ্খলা পরিস্থিতি কেউ নষ্ট করতে আসে তাকে প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আমাকে সহযোগিতা করেন। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তা হলে কিন্তু আমি কাউকে কোন অবস্থাতেই ছাড় দেব না। আমি দীর্ঘশ্বাস নিতে চাই না।’

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, ঢাকা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম বেপারী, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা। এই ছয় ইউপিতে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।