কোন টাকা দেশে থাকছে না, বিদেশে চলে যাচ্ছে আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দ্রব্যের দাম দিন দিন বাড়তে থাকবে, আর আপনাদের পকেট থেকে পয়সা যেতে থাকবে। আজকে আসার পথে দেখলাম, রাস্তায় বাস নেই। বহু মানুষ দাঁড়িয়ে আছে। তাদের কষ্টের কথা আপনি চিন্তা করতে পেরেছেন? ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশের মানুষ এই টাকা নিজেদের পকেট থেকে রাষ্ট্রীয় কোষাগারের দেবে এবং সেখান থেকে তারা লুটপাট করবে। কোন টাকাই দেশে থাকছে না, বিদেশে চলে যাচ্ছে।’

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটব) আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ আজকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ। এই দেশের মানুষের এখনও দুই বেলা খেতে কষ্ট হয়। বিশ্বের ব্যয়বহুল দেশের যে ইন্ডেক্স রয়েছে, সেখানে শীর্ষে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে দুর্নীতি ও পরিবেশ দূষণেও শীর্ষে রয়েছে’।

সরকারকে উদ্দেশ্য করে আমীর খসরু বলেন, ‘আর চুরি করা সম্ভব হবে না। বিএনপি যে আন্দোলনের ডাক দিয়েছে, সেই আন্দোলনে পরিষ্কারভাবে আমরা বলেছি, এই স্বৈরাচার সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। এমনকি আলোচনায়ও যাবে না। শুধু নিরপেক্ষ সরকারের আলোচনা হতে পারে। আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের রূপরেখা তৈরি করা হবে।’

সাংবাদিকদের বিদেশে পালিয়ে না গিয়ে ঘুরে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আপনারা বিশ্বের যেখানেই যান না কেন, সেখানে আমাদের সাংবাদিক ভাই-বোনেরা পালিয়ে আছে। তারা বাধ্য হয়েছে এই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য। আপনারা আর কতো পালাবেন? আর পালাবেন না, এখন ঘুরে দাঁড়ান।’

মানববন্ধনে দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও খবর
রাজৈর পৌরশহরে ৫ কোটি টাকার সড়কবাতি কাজে আসছে না, ভোগান্তিতে পৌরবাসী
পুলিশ সুপারের সহায়তায় চোখের আলো ফিরে পেয়েছেন মুক্তিযোদ্ধা ইউসুফ
প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ
এবার নন্দিনী হয়ে আসছেন অর্ষা
ভোলায় কালীপূজায় মুখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান
মেকিং কম্পিটিশনের চূড়ান্ত অনুষ্ঠান
চাঁদপুরে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে নিখোঁজ-১, লঞ্চ আটক!
ব্লাক রাইস ও রেড রাইস চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা গিয়াস
লঞ্চভাড়া সবজির দামও বেড়েছে
৩০ নভেম্বরের মধ্যে হোটেল সোনারগাঁওয়ের কর্মচারী ইউনিয়নের নির্বাচনের নির্দেশ
গোবিন্দগঞ্জে সাঁওতাল-হত্যা অগ্নিসংযোগ লুটপাট নির্যাতনের বিচার ও ইপিজেড নির্মাণ বন্ধের দাবি

শনিবার, ০৬ নভেম্বর ২০২১ , ২১ কার্তিক ১৪২৮ ২৯ রবিউল আউয়াল ১৪৪৩

কোন টাকা দেশে থাকছে না, বিদেশে চলে যাচ্ছে আমীর খসরু

নিজস্ব বার্তা পরিবেশক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘দ্রব্যের দাম দিন দিন বাড়তে থাকবে, আর আপনাদের পকেট থেকে পয়সা যেতে থাকবে। আজকে আসার পথে দেখলাম, রাস্তায় বাস নেই। বহু মানুষ দাঁড়িয়ে আছে। তাদের কষ্টের কথা আপনি চিন্তা করতে পেরেছেন? ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হয়েছে। বাংলাদেশের মানুষ এই টাকা নিজেদের পকেট থেকে রাষ্ট্রীয় কোষাগারের দেবে এবং সেখান থেকে তারা লুটপাট করবে। কোন টাকাই দেশে থাকছে না, বিদেশে চলে যাচ্ছে।’

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জেটব) আয়োজিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বাংলাদেশ আজকে বিশ্বের অন্যতম ব্যয়বহুল দেশ। এই দেশের মানুষের এখনও দুই বেলা খেতে কষ্ট হয়। বিশ্বের ব্যয়বহুল দেশের যে ইন্ডেক্স রয়েছে, সেখানে শীর্ষে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে দুর্নীতি ও পরিবেশ দূষণেও শীর্ষে রয়েছে’।

সরকারকে উদ্দেশ্য করে আমীর খসরু বলেন, ‘আর চুরি করা সম্ভব হবে না। বিএনপি যে আন্দোলনের ডাক দিয়েছে, সেই আন্দোলনে পরিষ্কারভাবে আমরা বলেছি, এই স্বৈরাচার সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না। এমনকি আলোচনায়ও যাবে না। শুধু নিরপেক্ষ সরকারের আলোচনা হতে পারে। আলোচনার মাধ্যমে নিরপেক্ষ সরকারের রূপরেখা তৈরি করা হবে।’

সাংবাদিকদের বিদেশে পালিয়ে না গিয়ে ঘুরে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আপনারা বিশ্বের যেখানেই যান না কেন, সেখানে আমাদের সাংবাদিক ভাই-বোনেরা পালিয়ে আছে। তারা বাধ্য হয়েছে এই দেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য। আপনারা আর কতো পালাবেন? আর পালাবেন না, এখন ঘুরে দাঁড়ান।’

মানববন্ধনে দলটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।