পুলিশ সুপারের সহায়তায় চোখের আলো ফিরে পেয়েছেন মুক্তিযোদ্ধা ইউসুফ

বরিশাল জেলা পুলিশ সুপারের মানবিক সহায়তা নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে চোখের আলো ফিরে পেয়েছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এ কে এম ইউসুফ আলী। ফলে বাকি জীবন তিনি পৃথিবীর আলো দেখতে পাবেন। চিকিৎসার মাধ্যমে দৃষ্টি ফিরে পেয়ে কৃতজ্ঞতার চোখসহ পরিবারের সদস্যদের নিয়ে তিনি বরিশালের জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন পিপিএম’র সঙ্গে দেখা করেছেন। নিজের চোখে তাকে দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে যান মুক্তিযোদ্ধা ইউসুফ। গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশ সুপারের মানবিকতার জন্য। এ সময় রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত সরকার উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার। প্রায় দুই বছর ধরে তিনি চোখের সমস্যায় ভুগছিলেন। একপর্যায়ে তার চোখের আলো নিভে যায়। আর্থিক দৈন্যতায় তার উন্নত চিকিৎসা করানোর অবস্থা ছিল না। বরিশালের বর্তমান পুলিশ সুপার মো. মারুফ হোসেন বরগুনার পুলিশ সুপার থাকাকালীন সময়ে তার সহযোগিতা চান চোখের আলো নিভে যাওয়া মুক্তিযোদ্ধা ইফসুফ আলী। পুলিশ সুপার দেশের এ বীর সেনানীর উন্নত চিকিৎসার সকল দায়িত্ব গ্রহণ করেন। এরইমধ্যে মারুফ হোসেন বরিশাল জেলা পুলিশ সুপার হিসেবে বদলি হয়ে আসলেও মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর অপারেশনের দায়িত্ব নেয়ার কথা তিনি ভুলেননি। তার দেয়া ফলশ্রুতিতে অতি সস্প্রতি তার (মুক্তিযোদ্ধার) চোখের অস্ত্রোপাচার সম্পন্ন করা হয়। এর যাবতীয় ব্যয় বহন করেছেন পুলিশ সুপার মারুফ হোসেন। এতে আবারও চোখের আলোয় পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা ইউসুফ আলী।

image
আরও খবর
রাজৈর পৌরশহরে ৫ কোটি টাকার সড়কবাতি কাজে আসছে না, ভোগান্তিতে পৌরবাসী
কোন টাকা দেশে থাকছে না, বিদেশে চলে যাচ্ছে আমীর খসরু
প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ
এবার নন্দিনী হয়ে আসছেন অর্ষা
ভোলায় কালীপূজায় মুখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান
মেকিং কম্পিটিশনের চূড়ান্ত অনুষ্ঠান
চাঁদপুরে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে নিখোঁজ-১, লঞ্চ আটক!
ব্লাক রাইস ও রেড রাইস চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা গিয়াস
লঞ্চভাড়া সবজির দামও বেড়েছে
৩০ নভেম্বরের মধ্যে হোটেল সোনারগাঁওয়ের কর্মচারী ইউনিয়নের নির্বাচনের নির্দেশ
গোবিন্দগঞ্জে সাঁওতাল-হত্যা অগ্নিসংযোগ লুটপাট নির্যাতনের বিচার ও ইপিজেড নির্মাণ বন্ধের দাবি

শনিবার, ০৬ নভেম্বর ২০২১ , ২১ কার্তিক ১৪২৮ ২৯ রবিউল আউয়াল ১৪৪৩

পুলিশ সুপারের সহায়তায় চোখের আলো ফিরে পেয়েছেন মুক্তিযোদ্ধা ইউসুফ

নিজস্ব বার্তা পরিবেশক, বরিশাল

image

বরিশাল জেলা পুলিশ সুপারের মানবিক সহায়তা নিয়ে উন্নত চিকিৎসার মাধ্যমে চোখের আলো ফিরে পেয়েছেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এ কে এম ইউসুফ আলী। ফলে বাকি জীবন তিনি পৃথিবীর আলো দেখতে পাবেন। চিকিৎসার মাধ্যমে দৃষ্টি ফিরে পেয়ে কৃতজ্ঞতার চোখসহ পরিবারের সদস্যদের নিয়ে তিনি বরিশালের জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন পিপিএম’র সঙ্গে দেখা করেছেন। নিজের চোখে তাকে দেখতে পেয়ে আবেগাপ্লুত হয়ে যান মুক্তিযোদ্ধা ইউসুফ। গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন পুলিশ সুপারের মানবিকতার জন্য। এ সময় রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সুদিপ্ত সরকার উপস্থিত ছিলেন।

১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী বরগুনার বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার। প্রায় দুই বছর ধরে তিনি চোখের সমস্যায় ভুগছিলেন। একপর্যায়ে তার চোখের আলো নিভে যায়। আর্থিক দৈন্যতায় তার উন্নত চিকিৎসা করানোর অবস্থা ছিল না। বরিশালের বর্তমান পুলিশ সুপার মো. মারুফ হোসেন বরগুনার পুলিশ সুপার থাকাকালীন সময়ে তার সহযোগিতা চান চোখের আলো নিভে যাওয়া মুক্তিযোদ্ধা ইফসুফ আলী। পুলিশ সুপার দেশের এ বীর সেনানীর উন্নত চিকিৎসার সকল দায়িত্ব গ্রহণ করেন। এরইমধ্যে মারুফ হোসেন বরিশাল জেলা পুলিশ সুপার হিসেবে বদলি হয়ে আসলেও মুক্তিযোদ্ধা ইউসুফ আলীর অপারেশনের দায়িত্ব নেয়ার কথা তিনি ভুলেননি। তার দেয়া ফলশ্রুতিতে অতি সস্প্রতি তার (মুক্তিযোদ্ধার) চোখের অস্ত্রোপাচার সম্পন্ন করা হয়। এর যাবতীয় ব্যয় বহন করেছেন পুলিশ সুপার মারুফ হোসেন। এতে আবারও চোখের আলোয় পৃথিবীর সৌন্দর্য দেখতে পাচ্ছেন মুক্তিযোদ্ধা ইউসুফ আলী।