এবার নন্দিনী হয়ে আসছেন অর্ষা

নাজিয়া হক অর্ষা, বাংলাদেশের টিভি নাটকের এমনই একজন অভিনেত্রী যার অভিনয় দক্ষতাকে সময়মতো ঠিকঠাকভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশের নাট্যাঙ্গন অনেক ভালো ভালো গল্পের নাটক যেমন পেতো ঠিক তেমনি অর্ষার বর্তমান যে অবস্থান তার থেকে আরো অনেক উপরে থাকতো তার অবস্থান। তবুও যে অবস্থানে আাছেন তিনি তা নিয়েই তিনি সন্তুষ্ট। অবশ্য সন্তুষ্টির আরো একটি বিশেষ কারণও আছে। তা হলো, যে সময়টাতে অর্ষা মিডিয়াতে অভিনয় শুরু করেছিলেন, সেই সময়টাতে ভালো ভালো গল্প নিয়ে যেমন নাটক নির্মিত হতো ঠিক তেমনি তিনিও ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেতেন। কিন্তু সময়ের ধারাবাহিকতায় বাজেট কমে যাওয়ায় গল্পের প্রতি মনোযোগ কমে যাওয়ায় ভালো নাটক নির্মাণ কমেগেছে অনেকাংশে। ঠিক সেই সময়ে এসে ওটিটি প্লাটফরম এসে অর্ষা’কে নিয়ে ঘুরে দাঁড়াল। অর্ষা এখন মনোযোগ বাড়িয়ে দিয়েছেন ওটিটি প্লাটফরমের কাজে। মিজানুর রহমান আরিয়ানের প্রথম ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’তে অভিনয় করেন তিনি। এরই মধ্যে অর্ষা রাঙ্গামাটি, কাপ্তাইতে শুটিং শেষ করে এসেছেন সামিউর সামি পরিচালিত ‘কুহেলিকা’ ওয়েব ফিল্মের কাজ। এই ওয়েব ফিল্ম নিয়ে ভীষণ আশাবাদী অর্ষা।

তিনি বলেন, বিগত বেশ কয়েকবছর ধরে যেভাবে টিভি নাটকের কাজ হচ্ছিলো তাতে আমি হতাশই হয়ে গিয়েছিলাম। কিন্তু ওটিটি প্লাটফরম এসে আমার সেই হতাশা দূর করে দিয়েছে। বলা যায় আমি অনেকটাই টিভি নাটকে কাজ করা কমিয়ে দিয়ে ওটিটি প্লাটফরমের কাজে নিজেকে ব্যস্ত রাখছি। কুহেলিকাতে আমাকে নন্দিনী’রূপে দেখা যাবে। সামিউর সামি আমার মুড বুঝে আমার মতো করেই ক্যামেরার ফ্রেমে গল্পানুযায়ী আমার চরিত্রটিকে ধারণ করেছেন। আমি তৃপ্ত।

আরও খবর
রাজৈর পৌরশহরে ৫ কোটি টাকার সড়কবাতি কাজে আসছে না, ভোগান্তিতে পৌরবাসী
কোন টাকা দেশে থাকছে না, বিদেশে চলে যাচ্ছে আমীর খসরু
পুলিশ সুপারের সহায়তায় চোখের আলো ফিরে পেয়েছেন মুক্তিযোদ্ধা ইউসুফ
প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ
ভোলায় কালীপূজায় মুখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান
মেকিং কম্পিটিশনের চূড়ান্ত অনুষ্ঠান
চাঁদপুরে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে নিখোঁজ-১, লঞ্চ আটক!
ব্লাক রাইস ও রেড রাইস চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা গিয়াস
লঞ্চভাড়া সবজির দামও বেড়েছে
৩০ নভেম্বরের মধ্যে হোটেল সোনারগাঁওয়ের কর্মচারী ইউনিয়নের নির্বাচনের নির্দেশ
গোবিন্দগঞ্জে সাঁওতাল-হত্যা অগ্নিসংযোগ লুটপাট নির্যাতনের বিচার ও ইপিজেড নির্মাণ বন্ধের দাবি

শনিবার, ০৬ নভেম্বর ২০২১ , ২১ কার্তিক ১৪২৮ ২৯ রবিউল আউয়াল ১৪৪৩

এবার নন্দিনী হয়ে আসছেন অর্ষা

বিনোদন প্রতিবেদক

নাজিয়া হক অর্ষা, বাংলাদেশের টিভি নাটকের এমনই একজন অভিনেত্রী যার অভিনয় দক্ষতাকে সময়মতো ঠিকঠাকভাবে কাজে লাগানো গেলে বাংলাদেশের নাট্যাঙ্গন অনেক ভালো ভালো গল্পের নাটক যেমন পেতো ঠিক তেমনি অর্ষার বর্তমান যে অবস্থান তার থেকে আরো অনেক উপরে থাকতো তার অবস্থান। তবুও যে অবস্থানে আাছেন তিনি তা নিয়েই তিনি সন্তুষ্ট। অবশ্য সন্তুষ্টির আরো একটি বিশেষ কারণও আছে। তা হলো, যে সময়টাতে অর্ষা মিডিয়াতে অভিনয় শুরু করেছিলেন, সেই সময়টাতে ভালো ভালো গল্প নিয়ে যেমন নাটক নির্মিত হতো ঠিক তেমনি তিনিও ভালো চরিত্রে কাজ করার সুযোগ পেতেন। কিন্তু সময়ের ধারাবাহিকতায় বাজেট কমে যাওয়ায় গল্পের প্রতি মনোযোগ কমে যাওয়ায় ভালো নাটক নির্মাণ কমেগেছে অনেকাংশে। ঠিক সেই সময়ে এসে ওটিটি প্লাটফরম এসে অর্ষা’কে নিয়ে ঘুরে দাঁড়াল। অর্ষা এখন মনোযোগ বাড়িয়ে দিয়েছেন ওটিটি প্লাটফরমের কাজে। মিজানুর রহমান আরিয়ানের প্রথম ওয়েব ফিল্ম ‘নেটওয়ার্কের বাইরে’তে অভিনয় করেন তিনি। এরই মধ্যে অর্ষা রাঙ্গামাটি, কাপ্তাইতে শুটিং শেষ করে এসেছেন সামিউর সামি পরিচালিত ‘কুহেলিকা’ ওয়েব ফিল্মের কাজ। এই ওয়েব ফিল্ম নিয়ে ভীষণ আশাবাদী অর্ষা।

তিনি বলেন, বিগত বেশ কয়েকবছর ধরে যেভাবে টিভি নাটকের কাজ হচ্ছিলো তাতে আমি হতাশই হয়ে গিয়েছিলাম। কিন্তু ওটিটি প্লাটফরম এসে আমার সেই হতাশা দূর করে দিয়েছে। বলা যায় আমি অনেকটাই টিভি নাটকে কাজ করা কমিয়ে দিয়ে ওটিটি প্লাটফরমের কাজে নিজেকে ব্যস্ত রাখছি। কুহেলিকাতে আমাকে নন্দিনী’রূপে দেখা যাবে। সামিউর সামি আমার মুড বুঝে আমার মতো করেই ক্যামেরার ফ্রেমে গল্পানুযায়ী আমার চরিত্রটিকে ধারণ করেছেন। আমি তৃপ্ত।