৩০ নভেম্বরের মধ্যে হোটেল সোনারগাঁওয়ের কর্মচারী ইউনিয়নের নির্বাচনের নির্দেশ

রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কার্যক্রম চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। এ নিয়ে হোটেলের শ্রমিক-কর্মচারীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তাই হোটেলের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান।

আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠনসহ যাবতীয় প্রস্তুতি সম্পর্র্কে জানাতে গত মঙ্গলবার মেয়াদোত্তীর্ণ এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে এই চিঠি দিয়েছে শ্রম অধিদপ্তরের পরিচালক আবু আশরীফ মাহমুদ।

এতে উল্লেখ করা হয়েছে, সোনারগাঁও হোটেলে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নে নির্বাচন কেন্দ্র করে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। এই অসন্তোষ নিরসনে গত ২৬ অক্টোবর শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এক ত্রি-পক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনারগাঁও হোটেলের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভাশেষে প্রতিষ্ঠানের সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখতে শ্রম আইনের বিধিবিধান যথাযথ অনুসরণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সোনারগাঁও হোটেলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান।

এ বিষয়ে সোনারগাঁওয়ের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শামিম সংবাদকে বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমাদের নির্বাচন একটু পিছিয়ে গেছে। নির্বাচন না হওয়ার কারণ শ্রম অধিদপ্তরে চিঠি দিয়ে জানানো হয়েছে।’

আরও খবর
রাজৈর পৌরশহরে ৫ কোটি টাকার সড়কবাতি কাজে আসছে না, ভোগান্তিতে পৌরবাসী
কোন টাকা দেশে থাকছে না, বিদেশে চলে যাচ্ছে আমীর খসরু
পুলিশ সুপারের সহায়তায় চোখের আলো ফিরে পেয়েছেন মুক্তিযোদ্ধা ইউসুফ
প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন-সমাবেশ
এবার নন্দিনী হয়ে আসছেন অর্ষা
ভোলায় কালীপূজায় মুখে কালো কাপড় বেঁধে মৌন অবস্থান
মেকিং কম্পিটিশনের চূড়ান্ত অনুষ্ঠান
চাঁদপুরে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবে নিখোঁজ-১, লঞ্চ আটক!
ব্লাক রাইস ও রেড রাইস চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন তরুণ উদ্যোক্তা গিয়াস
লঞ্চভাড়া সবজির দামও বেড়েছে
গোবিন্দগঞ্জে সাঁওতাল-হত্যা অগ্নিসংযোগ লুটপাট নির্যাতনের বিচার ও ইপিজেড নির্মাণ বন্ধের দাবি

শনিবার, ০৬ নভেম্বর ২০২১ , ২১ কার্তিক ১৪২৮ ২৯ রবিউল আউয়াল ১৪৪৩

৩০ নভেম্বরের মধ্যে হোটেল সোনারগাঁওয়ের কর্মচারী ইউনিয়নের নির্বাচনের নির্দেশ

নিজস্ব বার্তা পরিবেশক

রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের কার্যক্রম চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। এ নিয়ে হোটেলের শ্রমিক-কর্মচারীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। তাই হোটেলের অপ্রীতিকর ঘটনা এড়াতে ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান।

আগামী তিন দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠনসহ যাবতীয় প্রস্তুতি সম্পর্র্কে জানাতে গত মঙ্গলবার মেয়াদোত্তীর্ণ এই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে এই চিঠি দিয়েছে শ্রম অধিদপ্তরের পরিচালক আবু আশরীফ মাহমুদ।

এতে উল্লেখ করা হয়েছে, সোনারগাঁও হোটেলে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নে নির্বাচন কেন্দ্র করে ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। এই অসন্তোষ নিরসনে গত ২৬ অক্টোবর শ্রম ভবনে শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে এক ত্রি-পক্ষীয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সোনারগাঁও হোটেলের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভাশেষে প্রতিষ্ঠানের সুষ্ঠু কর্মপরিবেশ বজায় রাখতে শ্রম আইনের বিধিবিধান যথাযথ অনুসরণ করে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সোনারগাঁও হোটেলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নজান সুফিয়ান।

এ বিষয়ে সোনারগাঁওয়ের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. শামিম সংবাদকে বলেন, ‘করোনাভাইরাসের কারণে আমাদের নির্বাচন একটু পিছিয়ে গেছে। নির্বাচন না হওয়ার কারণ শ্রম অধিদপ্তরে চিঠি দিয়ে জানানো হয়েছে।’