ঢাবি অধিভুক্ত সাত কলেজের ‘বাণিজ্য ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘বাণিজ্য’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে’ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় অন্যানের মধ্যে সরকারি সাত কলেজের বাণিজ্য ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার উপস্থিত ছিলেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষায় সার্বিক সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। উল্লেখ্য, এ বছর সরকারি সাত কলেজের ‘বাণিজ্য’ ইউনিটে ৫ হাজার ৩১০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৪ হাজার ৭১ জন।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১ , ২১ কার্তিক ১৪২৮ ২৯ রবিউল আউয়াল ১৪৪৩

ঢাবি অধিভুক্ত সাত কলেজের ‘বাণিজ্য ইউনিটের’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব বার্তা পরিবেশক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ‘বাণিজ্য’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে’ অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এসময় অন্যানের মধ্যে সরকারি সাত কলেজের বাণিজ্য ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও ঢাবি বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার উপস্থিত ছিলেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজন ও অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষায় সার্বিক সহযোগিতার জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। উল্লেখ্য, এ বছর সরকারি সাত কলেজের ‘বাণিজ্য’ ইউনিটে ৫ হাজার ৩১০টি আসনের জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২৪ হাজার ৭১ জন।