দেশে ফিরল টাইগারদের এক অংশ

ভুলে যাওয়ার মতো বিশ্বকাপ কাটানোর পর শুক্রবার বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর। বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় ফিরেছেন প্রথম বহরের ৮ ক্রিকেটার এবং ৪ জন কর্মকর্তা। নিজেদের বিশ্বকাপ অভিযান শেষে মোট তিন ভাগে ভাগ হয়ে দেশে ফিরছে টাইগাররা। দুই বহর চলে আসছে গতকালই। বাকি এক ভাগের চার ক্রিকেটার পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ফিরবেন পরে। সেই চার জন হলেন, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ।

গতকাল বিকেল ৪টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা ছিল জাতীয় দলের একাংশ বহনকারী এমিরেটসের দুবাই-ঢাকা ফ্লাইট। সেই বিমান পৌঁছে ৫টা ২০ মিনিটে। আর গতকাল রাত ১১টায় পৌঁছায় টাইগারদের দ্বিতীয় বহর। চলমান টি-২০ বিশ্বকাপে বাছাইপর্বের তিন ম্যাচের মধ্যে দুটিতে (ওমান ও পাপুয়া নিউগিনি) জিতে সুপার টুয়েলভে জায়গা করে নেয় বাংলাদেশ। কিন্তু চূড়ান্ত লড়াইয়ের পাঁচ ম্যাচের মধ্যে একটিতেও জেতেনি মাহমুদুল্লাহর দল। তার মধ্যে শেষ দুই ম্যাচে টাইগাররা অলআউট হয় শতরানের নিচে। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর এই সীমিত ওভারের বিশ্বকাপের মূলপর্বে আর কোন জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

জাতীয় দলের সঙ্গে থাকা বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, অধিনায়ক রিয়াদসহ চারজন পরে দেশে ফিরবেন। তবে ঠিক কবে আসবেন তারা, তা নিশ্চিত করে জানাতে পারেনি তিনি। ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুর আগেই দেশে ফিরবেন বাকি চার ক্রিকেটার। সিরিজের প্রথম টি-২০, ১৯ নভেম্বর, ঢাকায়।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১ , ২১ কার্তিক ১৪২৮ ২৯ রবিউল আউয়াল ১৪৪৩

দেশে ফিরল টাইগারদের এক অংশ

ক্রীড়া বার্তা পরিবেশক

image

ভুলে যাওয়ার মতো বিশ্বকাপ কাটানোর পর শুক্রবার বিকেলে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর। বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকায় ফিরেছেন প্রথম বহরের ৮ ক্রিকেটার এবং ৪ জন কর্মকর্তা। নিজেদের বিশ্বকাপ অভিযান শেষে মোট তিন ভাগে ভাগ হয়ে দেশে ফিরছে টাইগাররা। দুই বহর চলে আসছে গতকালই। বাকি এক ভাগের চার ক্রিকেটার পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে ফিরবেন পরে। সেই চার জন হলেন, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ।

গতকাল বিকেল ৪টা ৫৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা ছিল জাতীয় দলের একাংশ বহনকারী এমিরেটসের দুবাই-ঢাকা ফ্লাইট। সেই বিমান পৌঁছে ৫টা ২০ মিনিটে। আর গতকাল রাত ১১টায় পৌঁছায় টাইগারদের দ্বিতীয় বহর। চলমান টি-২০ বিশ্বকাপে বাছাইপর্বের তিন ম্যাচের মধ্যে দুটিতে (ওমান ও পাপুয়া নিউগিনি) জিতে সুপার টুয়েলভে জায়গা করে নেয় বাংলাদেশ। কিন্তু চূড়ান্ত লড়াইয়ের পাঁচ ম্যাচের মধ্যে একটিতেও জেতেনি মাহমুদুল্লাহর দল। তার মধ্যে শেষ দুই ম্যাচে টাইগাররা অলআউট হয় শতরানের নিচে। ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর এই সীমিত ওভারের বিশ্বকাপের মূলপর্বে আর কোন জয়ের দেখা পায়নি বাংলাদেশ।

জাতীয় দলের সঙ্গে থাকা বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানিয়েছেন, অধিনায়ক রিয়াদসহ চারজন পরে দেশে ফিরবেন। তবে ঠিক কবে আসবেন তারা, তা নিশ্চিত করে জানাতে পারেনি তিনি। ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুর আগেই দেশে ফিরবেন বাকি চার ক্রিকেটার। সিরিজের প্রথম টি-২০, ১৯ নভেম্বর, ঢাকায়।