জাভি বার্সায় ফিরলেন কোচ হয়ে

বার্সেলোনার কোচ হচ্ছেন ক্লাবেরই কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ সপ্তাহখানেক আগেই এই খবর ছড়িয়ে পড়েছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা।

কেননা জাভি কাতারের ক্লাব আল সাদের কোচ হিসেবে দায়িত্বরত ছিলেন। তাকে সেখান থেকে ছাড়িয়ে আনতে রিলিজ ক্লজ খরচ করতে হতো বার্সার।

অবশেষে সেই রিলিজ ক্লজ দিয়েই জাভিকে দলে টানছে বার্সা, নিশ্চিত করেছে আল-সাদ। এজন্য লা লিগার ক্লাবকে গুনতে হয়েছে ৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা।

গত ২৮ অক্টোবর ডাচ কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার পর সাময়িক দায়িত্ব দেয়া হয় বার্সা ‘বি’ টিমের কোচ সার্জি বার্জুয়ানকে। এর সঙ্গে চলতে থাকে জাভিকে আনার চেষ্টা।

আল-সাদের সঙ্গে কয়েক দফা আলোচনার পর জাভিকে ৫ মিলিয়ন ইউরো রিলিজ ক্লোজ দিয়ে আনতে অবশেষে রাজি হয়েছে বার্সা।

কাতালান এ ক্লাবের সঙ্গে জাভির গভীর অতীত জড়িয়ে আছে। তিনি বার্সায় মিডফিল্ডার হিসেবে ৭৬৭ ম্যাচ খেলেছেন। ২০১৫ সালে বার্সালোনা ছাড়ার প্রায় ৬ বছর পর কোচ হয়ে ফিরছেন জাভি।

কোচিং ক্যারিয়ারে আল-সাদের হয়ে বেশ সফলই বলা যায় জাভিকে। তার অধীনে আল-সাদ ম্যাচ খেলেছে ৯১টি। তার মধ্যে জয় ৬২টি, ড্র ১৩টি এবং হার ১৬টি ম্যাচে।

জাভিকে ছাড়তে রাজি আল সাদ ক্লাব

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জাভি হার্নান্দেজ বার্সেলোনা ক্লাবের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন। শুক্রবার কাতারের আল সাদ ক্লাবের সঙ্গে আলোচনার পর জাভির বার্সেলোনার কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। তবে এজন্য বার্সেলোনাকে ক্ষতিপূরণ দিতে হবে। জাভি হার্নান্দেজের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী রিলিজ ক্লজের সমপরিমাণ অর্থ দিতে হবে বার্সেলোনাকে। টুইটারে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কাতারি ক্লাবের কর্মকর্তা। তিনি টুইটারে উল্লেখ করেন, রিলিজ ক্লজের অর্থপ্রদানের পর জাভির বার্সেলোনায় চলে যাওয়ার বিষয়ে আল সাদ প্রশাসন সম্মত হয়েছে। আমরা ভবিষ্যতে বার্সেলোনার সঙ্গে সহযোগিতার বিষয়ে একমত হয়েছি। জাভি আল-সাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আমরা তার সাফল্য কামনা করি।

স্পেনে প্রকাশিত তথ্য অনুযায়ী জাভি হার্নান্দেজ খুব দ্রুতই বার্সেলোনার দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ইতোমধ্যেই তার সহকারী হিসেবে কারা দায়িত্ব পালন করবেন তাও ঠিক করে ফেলেছেন।

শনিবার, ০৬ নভেম্বর ২০২১ , ২১ কার্তিক ১৪২৮ ২৯ রবিউল আউয়াল ১৪৪৩

জাভি বার্সায় ফিরলেন কোচ হয়ে

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

বার্সেলোনার কোচ হচ্ছেন ক্লাবেরই কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ সপ্তাহখানেক আগেই এই খবর ছড়িয়ে পড়েছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিকতা।

কেননা জাভি কাতারের ক্লাব আল সাদের কোচ হিসেবে দায়িত্বরত ছিলেন। তাকে সেখান থেকে ছাড়িয়ে আনতে রিলিজ ক্লজ খরচ করতে হতো বার্সার।

অবশেষে সেই রিলিজ ক্লজ দিয়েই জাভিকে দলে টানছে বার্সা, নিশ্চিত করেছে আল-সাদ। এজন্য লা লিগার ক্লাবকে গুনতে হয়েছে ৫ মিলিয়ন ইউরো, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫০ কোটি টাকা।

গত ২৮ অক্টোবর ডাচ কোচ রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার পর সাময়িক দায়িত্ব দেয়া হয় বার্সা ‘বি’ টিমের কোচ সার্জি বার্জুয়ানকে। এর সঙ্গে চলতে থাকে জাভিকে আনার চেষ্টা।

আল-সাদের সঙ্গে কয়েক দফা আলোচনার পর জাভিকে ৫ মিলিয়ন ইউরো রিলিজ ক্লোজ দিয়ে আনতে অবশেষে রাজি হয়েছে বার্সা।

কাতালান এ ক্লাবের সঙ্গে জাভির গভীর অতীত জড়িয়ে আছে। তিনি বার্সায় মিডফিল্ডার হিসেবে ৭৬৭ ম্যাচ খেলেছেন। ২০১৫ সালে বার্সালোনা ছাড়ার প্রায় ৬ বছর পর কোচ হয়ে ফিরছেন জাভি।

কোচিং ক্যারিয়ারে আল-সাদের হয়ে বেশ সফলই বলা যায় জাভিকে। তার অধীনে আল-সাদ ম্যাচ খেলেছে ৯১টি। তার মধ্যে জয় ৬২টি, ড্র ১৩টি এবং হার ১৬টি ম্যাচে।

জাভিকে ছাড়তে রাজি আল সাদ ক্লাব

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে জাভি হার্নান্দেজ বার্সেলোনা ক্লাবের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন। শুক্রবার কাতারের আল সাদ ক্লাবের সঙ্গে আলোচনার পর জাভির বার্সেলোনার কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। তবে এজন্য বার্সেলোনাকে ক্ষতিপূরণ দিতে হবে। জাভি হার্নান্দেজের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী রিলিজ ক্লজের সমপরিমাণ অর্থ দিতে হবে বার্সেলোনাকে। টুইটারে একটি পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন কাতারি ক্লাবের কর্মকর্তা। তিনি টুইটারে উল্লেখ করেন, রিলিজ ক্লজের অর্থপ্রদানের পর জাভির বার্সেলোনায় চলে যাওয়ার বিষয়ে আল সাদ প্রশাসন সম্মত হয়েছে। আমরা ভবিষ্যতে বার্সেলোনার সঙ্গে সহযোগিতার বিষয়ে একমত হয়েছি। জাভি আল-সাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং আমরা তার সাফল্য কামনা করি।

স্পেনে প্রকাশিত তথ্য অনুযায়ী জাভি হার্নান্দেজ খুব দ্রুতই বার্সেলোনার দায়িত্ব গ্রহণ করবেন। তিনি ইতোমধ্যেই তার সহকারী হিসেবে কারা দায়িত্ব পালন করবেন তাও ঠিক করে ফেলেছেন।