সাপ্তাহিক আগ্রহের শীর্ষে জেমিনি, অনাগ্রহে আরামিট

গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯০টির বা ২৩.৮১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে জেমিনি সী ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে জেমিনি সী ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭৯.৭০ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৩০.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫০.৫০ টাকা বা ২৮.১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেমিনি সী ফুড ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিকের ১৯.৬৫ শতাংশ, ফার্মা এইডসের ১৮.৮৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১৮.৫৮ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১৮.৩০ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ১৭.৬৭ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১৬.৫২ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৩.৩৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ১২.৩২ শতাংশ এবং ঢাকা ডাইংয়ের শেয়ার দর ১১.৯১ শতাংশ বেড়েছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭০টির বা ৭১.৪৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে আরামিট সিমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আরামিট সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৯.১০ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৫.৮০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৩.৩০ টাকা বা ২২.৫০ শতাংশ কমেছে। এর মাধ্যমে আরামিট সিমেন্ট ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কনফিডেন্স সিমেন্টের ১৪.৭৪ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪.১৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ১৪.০১ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১৩.৬৯ শতাংশ, খুলনা পাওয়ারের ১১.২২ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১১.১২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১১.০২ শতাংশ, মিথুন নিটিংয়ের ১০.৯১ শতাংশ এবং ওরিয়ন ফার্মার শেয়ার দর ১০.৭১ শতাংশ কমেছে।

রবিবার, ০৭ নভেম্বর ২০২১ , ২২ কার্তিক ১৪২৮ ৩০ রবিউল আউয়াল ১৪৪৩

সাপ্তাহিক আগ্রহের শীর্ষে জেমিনি, অনাগ্রহে আরামিট

অর্থনৈতিক বার্তা পরিবেশক

image

গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৯০টির বা ২৩.৮১ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। সপ্তাহটিতে জেমিনি সী ফুডের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে জেমিনি সী ফুডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৭৯.৭০ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ২৩০.২০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৫০.৫০ টাকা বা ২৮.১০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেমিনি সী ফুড ডিএসইর সাপ্তাহিক টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে স্ট্যান্ডার্ড সিরামিকের ১৯.৬৫ শতাংশ, ফার্মা এইডসের ১৮.৮৫ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১৮.৫৮ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১৮.৩০ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ১৭.৬৭ শতাংশ, প্রাইম টেক্সটাইলের ১৬.৫২ শতাংশ, কাট্টালি টেক্সটাইলের ১৩.৩৭ শতাংশ, দেশ গার্মেন্টসের ১২.৩২ শতাংশ এবং ঢাকা ডাইংয়ের শেয়ার দর ১১.৯১ শতাংশ বেড়েছে।

গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৭০টির বা ৭১.৪৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। সপ্তাহটিতে আরামিট সিমেন্টের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

আগের সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে আরামিট সিমেন্টের শেয়ারের ক্লোজিং দর ছিল ৫৯.১০ টাকায়। আর গত সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৪৫.৮০ টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ১৩.৩০ টাকা বা ২২.৫০ শতাংশ কমেছে। এর মাধ্যমে আরামিট সিমেন্ট ডিএসইর সাপ্তাহিক টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে সাপ্তাহিক টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কনফিডেন্স সিমেন্টের ১৪.৭৪ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ১৪.১৭ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ১৪.০১ শতাংশ, প্যাসিফিক ডেনিমসের ১৩.৬৯ শতাংশ, খুলনা পাওয়ারের ১১.২২ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১১.১২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ১১.০২ শতাংশ, মিথুন নিটিংয়ের ১০.৯১ শতাংশ এবং ওরিয়ন ফার্মার শেয়ার দর ১০.৭১ শতাংশ কমেছে।