‘ব্যাংকিং অন ভ্যালুস দিবস’ পালন ব্র্যাক ব্যাংকের

বিশ্বব্যাপী উদযাপিত গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুস (জিএবিভি) এর ‘ব্যাংকিং অন ভ্যালুস দিবস’ উপলক্ষে মূল্যবোধভিত্তিক ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং খাতের ইতিবাচক পরিবর্তনে ব্র্যাক ব্যাংক দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

৪০টি দেশের ৬৭টি সদস্য নিয়ে গড়া জিএবিভি’র উদ্যোগে প্রতি বছর বিশ্বব্যাপী ‘ব্যাংকিং অন ভ্যালুস দিবস’ পালিত হয়। বাংলাদেশে ‘ব্যাংকিং অন ভ্যালুস দিবস’ উদযাপনের অংশ হিসেবে গতকাল পাঁচশতাধিক কর্মকর্তার অংশগ্রহণে একটি ভার্চুয়াল আলোচনার আয়োজন করে ব্র্যাক ব্যাংক।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন আলোচনায় অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ০৭ নভেম্বর ২০২১ , ২২ কার্তিক ১৪২৮ ৩০ রবিউল আউয়াল ১৪৪৩

‘ব্যাংকিং অন ভ্যালুস দিবস’ পালন ব্র্যাক ব্যাংকের

image

বিশ্বব্যাপী উদযাপিত গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুস (জিএবিভি) এর ‘ব্যাংকিং অন ভ্যালুস দিবস’ উপলক্ষে মূল্যবোধভিত্তিক ব্যাংকিংয়ের মাধ্যমে ব্যাংকিং খাতের ইতিবাচক পরিবর্তনে ব্র্যাক ব্যাংক দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

৪০টি দেশের ৬৭টি সদস্য নিয়ে গড়া জিএবিভি’র উদ্যোগে প্রতি বছর বিশ্বব্যাপী ‘ব্যাংকিং অন ভ্যালুস দিবস’ পালিত হয়। বাংলাদেশে ‘ব্যাংকিং অন ভ্যালুস দিবস’ উদযাপনের অংশ হিসেবে গতকাল পাঁচশতাধিক কর্মকর্তার অংশগ্রহণে একটি ভার্চুয়াল আলোচনার আয়োজন করে ব্র্যাক ব্যাংক।

ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিওও মো. সাব্বির হোসেন, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব কর্পোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব এসএমই ব্যাংকিং সৈয়দ আবদুল মোমেন আলোচনায় অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি।