করিমগঞ্জে মেয়েকে হত্যা : মায়ের স্বীকারোক্তি

করিমগঞ্জে মায়ের পরকীয়ার জেরে ১৫ বছরের মেয়ে মাইশাকে শ্বাসরোধে খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত মা স্বপ্না (৪০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান তার খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করেছেন। স্বপ্না তার প্রেমিক খালাত ভাই ফাইজুলকে (৩৫) নিয়ে শ্বাসরোধে মেয়েকে হত্যার কথা জবানবন্দীতে স্বীকার করে বলেছেন, ৮ বছর ধরে ফাইজুলের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে। স্বীকারোক্তির পর স্বপ্নাকে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, করিমগঞ্জের চরদেহুন্দা গ্রামের বাবুল মিয়া ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে প্রহরীর চাকরি করেন। তার মেয়ে মাইশা এলাকার একটি মাদ্রাসায় পড়তো। মাইশার মা স্বপ্নার সঙ্গে স্বপ্নার খালাত ভাই পার্শ্ববর্তী উত্তর গণেশপুর গ্রামের ফাইজুলের পরকীয়া সম্পর্ক মাইশা জেনে ফেলায় ৩ নভেম্বর বুধবার রাতে তাকে মা ও ফাইজুল শ্বাসরোধে হত্যা করেন।

রবিবার, ০৭ নভেম্বর ২০২১ , ২২ কার্তিক ১৪২৮ ৩০ রবিউল আউয়াল ১৪৪৩

করিমগঞ্জে মেয়েকে হত্যা : মায়ের স্বীকারোক্তি

জেলা বার্তা পরিবেশক, কিশোরগঞ্জ

করিমগঞ্জে মায়ের পরকীয়ার জেরে ১৫ বছরের মেয়ে মাইশাকে শ্বাসরোধে খুনের ঘটনায় গ্রেপ্তারকৃত মা স্বপ্না (৪০) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। মামলার তদন্ত কর্মকর্তা করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যায় কিশোরগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান তার খাস কামরায় ১৬৪ ধারায় জবানবন্দী রেকর্ড করেছেন। স্বপ্না তার প্রেমিক খালাত ভাই ফাইজুলকে (৩৫) নিয়ে শ্বাসরোধে মেয়েকে হত্যার কথা জবানবন্দীতে স্বীকার করে বলেছেন, ৮ বছর ধরে ফাইজুলের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে। স্বীকারোক্তির পর স্বপ্নাকে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, করিমগঞ্জের চরদেহুন্দা গ্রামের বাবুল মিয়া ঢাকায় একটি বেসরকারী প্রতিষ্ঠানে প্রহরীর চাকরি করেন। তার মেয়ে মাইশা এলাকার একটি মাদ্রাসায় পড়তো। মাইশার মা স্বপ্নার সঙ্গে স্বপ্নার খালাত ভাই পার্শ্ববর্তী উত্তর গণেশপুর গ্রামের ফাইজুলের পরকীয়া সম্পর্ক মাইশা জেনে ফেলায় ৩ নভেম্বর বুধবার রাতে তাকে মা ও ফাইজুল শ্বাসরোধে হত্যা করেন।