ভোট কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ

রংপুরের পীরগাছায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ পেয়েছেন চতুর্থ শ্রেণীর কর্মচারী, নকলনবিশ কারক, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক ও নন-এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক। পক্ষান্তরে, অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের নিয়োগ দেয়া হয়নি। অনেক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষককে নিয়োগ না দিয়ে নন-এমপিও শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। জামায়াত শিবিরের কথা বলে মাদ্রাসা শিক্ষককে নিয়োগ দেয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করলেও ১৪ সালের ৫ই জানুয়ারি জাতীয় নির্বাচনের নির্বাচনী সহিংসতা মামলার আসামিদের কেউ নিয়োগ দেয়া হয়েছে। যেমন- সৈয়দপুর বালিকা দাখিল মাদ্রাসার এবতেদায়ি প্রধান শিক্ষক ছাড়া সকল শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। উপজেলার পঞ্চানন মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষককেও নিয়োগ দেয়া হয়নি। এভাবে অসংখ্য ও অসংলগ্ন অভিযোগ পাওয়া যাচ্ছে।

জানা যায়, আগামী ১১ নভেম্বর উপজেলার ৮টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তাম্বুলপুর দাখিল মাদরাসার সিনিয়ন শিক্ষক আদোল বলেন, বর্তমান নির্বাচন অফিসার শোয়েব সিদ্দিকীর পীরগাছায় অনেক আত্মীয়-স্বজন থাকায় তাদের সুবিধামতো কর্মকর্তা নিয়োগ দেয়ায় আমরা বঞ্চিত হয়েছি।

অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মোসা. জাকিয়া সুলতানা বলেন, সরকারি এমপিওভুক্ত শিক্ষকদেরকে অগ্রাধিকার দিতে হবে। সেই সঙ্গে কোন অবস্থাতেই চতুর্থ শ্রেণীর কর্মচারীকে নিয়োগ দেয়া যাবে না। এ ব্যাপারে মো. শোয়েব সিদ্দিকী বলেন, নন-এমপিওভুক্ত শিক্ষক ও চতুর্থ শ্রেণীর কর্মচারীকে নিয়োগ দেয়া যাবে।

রবিবার, ০৭ নভেম্বর ২০২১ , ২২ কার্তিক ১৪২৮ ৩০ রবিউল আউয়াল ১৪৪৩

ভোট কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ

প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

রংপুরের পীরগাছায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়োগ পেয়েছেন চতুর্থ শ্রেণীর কর্মচারী, নকলনবিশ কারক, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কিন্ডারগার্টেন স্কুল শিক্ষক ও নন-এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক। পক্ষান্তরে, অনেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকদের নিয়োগ দেয়া হয়নি। অনেক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষককে নিয়োগ না দিয়ে নন-এমপিও শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। জামায়াত শিবিরের কথা বলে মাদ্রাসা শিক্ষককে নিয়োগ দেয়ার ক্ষেত্রে অনীহা প্রকাশ করলেও ১৪ সালের ৫ই জানুয়ারি জাতীয় নির্বাচনের নির্বাচনী সহিংসতা মামলার আসামিদের কেউ নিয়োগ দেয়া হয়েছে। যেমন- সৈয়দপুর বালিকা দাখিল মাদ্রাসার এবতেদায়ি প্রধান শিক্ষক ছাড়া সকল শিক্ষককে নিয়োগ দেয়া হয়েছে। উপজেলার পঞ্চানন মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষককেও নিয়োগ দেয়া হয়নি। এভাবে অসংখ্য ও অসংলগ্ন অভিযোগ পাওয়া যাচ্ছে।

জানা যায়, আগামী ১১ নভেম্বর উপজেলার ৮টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তাম্বুলপুর দাখিল মাদরাসার সিনিয়ন শিক্ষক আদোল বলেন, বর্তমান নির্বাচন অফিসার শোয়েব সিদ্দিকীর পীরগাছায় অনেক আত্মীয়-স্বজন থাকায় তাদের সুবিধামতো কর্মকর্তা নিয়োগ দেয়ায় আমরা বঞ্চিত হয়েছি।

অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মোসা. জাকিয়া সুলতানা বলেন, সরকারি এমপিওভুক্ত শিক্ষকদেরকে অগ্রাধিকার দিতে হবে। সেই সঙ্গে কোন অবস্থাতেই চতুর্থ শ্রেণীর কর্মচারীকে নিয়োগ দেয়া যাবে না। এ ব্যাপারে মো. শোয়েব সিদ্দিকী বলেন, নন-এমপিওভুক্ত শিক্ষক ও চতুর্থ শ্রেণীর কর্মচারীকে নিয়োগ দেয়া যাবে।