বাজারে আসছে ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘নোট ১১ প্রো’

বৈশ্বিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স শিগগিরই তাদের পোর্টফোলিওতে নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস ‘নোট ১১ প্রো’ যুক্ত করতে যাচ্ছে। স্মার্টফোনটির মাধ্যমে বাংলাদেশে এবারই প্রথম ‘হেলিও জি৯৬ প্রসেসর’ আনতে যাচ্ছে ইনফিনিক্স। এর অক্টাকোর প্রসেসরে রয়েছে সর্বোচ্চ ২.০৫ গিগাহার্টজ ক্লক স্পিড সম্বলিত দুটি শক্তিশালী আর্ম কর্টেক্স-এ৭৬ সিপিইউ কোর এবং নির্বিঘœ ও কার্যকরী গ্রাফিক্স পারফরম্যান্সের জন্য আরো আছে আর্ম এমএএলআই-জি৫৭ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ)।

স্মার্টফোনটিতে থাকবে ১২০হার্টজ রিফ্রেশ রেট সম্বলিত ৬.৯৫ এফএইচডি+ আল্ট্রা-ফ্লুয়িড ডিসপ্লে এবং ১৮০হার্টজ টাচ স্যাম্পলিং রেট। থাকছে ৩০ এক্স আল্ট্রা জুমের ৬৪ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা। এটিতে আরো আছে ৩০ এক্স ডিজিটাল জুমের ১৩ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স, যেটি যেকোনো আলোতে ব্যবহাকারীদের আকর্ষণীয় ছবি তুলতে সাহায্য করবে। রয়েছে দ্রুত অটোফোকাস সুবিধার ফ্রন্ট-ফেসিং ১৬ মেগাপিক্সেল নাইট সেলফি ক্যামেরা।

অধিকন্তু, আসন্ন ইনফিনিক্স নোট ১১ প্রো স্মার্টফোনে ৮জিবি র‌্যাম থাকবে, যেটি ১১জিবি পর্যন্ত বর্ধিত করা সম্ভব হবে এবং ডিভাইসটি ‘এক্সওএস ১০’ সিস্টেমে অপারেট করবে। তিনটি বশেষ রঙ ‘মিথরিল গ্রে’, ‘হ্যাজ গ্রিন’ এবং ‘মিস্ট ব্লু’তে ডিভাইসটি পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।

রবিবার, ০৭ নভেম্বর ২০২১ , ২২ কার্তিক ১৪২৮ ৩০ রবিউল আউয়াল ১৪৪৩

বাজারে আসছে ইনফিনিক্সের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘নোট ১১ প্রো’

image

বৈশ্বিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স শিগগিরই তাদের পোর্টফোলিওতে নতুন ফ্ল্যাগশিপ ডিভাইস ‘নোট ১১ প্রো’ যুক্ত করতে যাচ্ছে। স্মার্টফোনটির মাধ্যমে বাংলাদেশে এবারই প্রথম ‘হেলিও জি৯৬ প্রসেসর’ আনতে যাচ্ছে ইনফিনিক্স। এর অক্টাকোর প্রসেসরে রয়েছে সর্বোচ্চ ২.০৫ গিগাহার্টজ ক্লক স্পিড সম্বলিত দুটি শক্তিশালী আর্ম কর্টেক্স-এ৭৬ সিপিইউ কোর এবং নির্বিঘœ ও কার্যকরী গ্রাফিক্স পারফরম্যান্সের জন্য আরো আছে আর্ম এমএএলআই-জি৫৭ গ্রাফিক্স প্রসেসিং ইউনিট (জিপিইউ)।

স্মার্টফোনটিতে থাকবে ১২০হার্টজ রিফ্রেশ রেট সম্বলিত ৬.৯৫ এফএইচডি+ আল্ট্রা-ফ্লুয়িড ডিসপ্লে এবং ১৮০হার্টজ টাচ স্যাম্পলিং রেট। থাকছে ৩০ এক্স আল্ট্রা জুমের ৬৪ মেগাপিক্সেল এআই ট্রিপল ক্যামেরা। এটিতে আরো আছে ৩০ এক্স ডিজিটাল জুমের ১৩ মেগাপিক্সেল টেলিফটো লেন্স এবং ২ মেগাপিক্সেল বোকেহ লেন্স, যেটি যেকোনো আলোতে ব্যবহাকারীদের আকর্ষণীয় ছবি তুলতে সাহায্য করবে। রয়েছে দ্রুত অটোফোকাস সুবিধার ফ্রন্ট-ফেসিং ১৬ মেগাপিক্সেল নাইট সেলফি ক্যামেরা।

অধিকন্তু, আসন্ন ইনফিনিক্স নোট ১১ প্রো স্মার্টফোনে ৮জিবি র‌্যাম থাকবে, যেটি ১১জিবি পর্যন্ত বর্ধিত করা সম্ভব হবে এবং ডিভাইসটি ‘এক্সওএস ১০’ সিস্টেমে অপারেট করবে। তিনটি বশেষ রঙ ‘মিথরিল গ্রে’, ‘হ্যাজ গ্রিন’ এবং ‘মিস্ট ব্লু’তে ডিভাইসটি পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি।