প্রধানমন্ত্রী চান সম্প্রসারণ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা চান সংকোচন আইডিইবি নেতাদের অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ চাইলেও শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা এই শিক্ষাকে সংকুচিত করছেন বলে অভিযোগ করেছেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) নেতারা।

গতকাল রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনাতনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির নেতারা এ অভিযোগ করেন। আইডিইবির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘গণপ্রকৌশল দিবস ২০২১’ এর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আইডিইবি’র সভাপতি একেএমএ হামিদ বলেন, ‘প্রধানমন্ত্রী চাচ্ছেন কারিগরি শিক্ষার সম্প্রসারণ, আর শিক্ষা মন্ত্রণালয় করছে এর উল্টোটা। এই মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা কারিগরি শিক্ষাকে সংকুচিত করছেন। এই ধরনের অদূরদর্শী ব্যক্তির কারণেই শিক্ষার অগ্রগতি হচ্ছে না। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা সরকারবিরোধী একটি গ্রুপ প্রধানমন্ত্রীর অগ্রগতিকে ব্যাহত করছেন। তারাই ডিপ্লোমা প্রকৌশলীদের রাজপথে নামানোর ষড়যন্ত্র করছেন।’

তিনি আরও বলেন, ‘ডিগ্রি পাস কোর্সের মেয়াদ দুই থেকে তিনবছর, অনার্স কোর্সের মেয়াদ তিনবছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে। অথচ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ কমিয়ে তিন বছর করা হচ্ছে। আমাদের আপত্তি উপেক্ষা করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে রাজপথে আন্দোলনের মাধ্যমেই তা প্রতিহত করা হবে।’

আইডিইবি নেতারা বলেন, দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ করার উদ্যোগ বাস্তবায়নে একটি কুচক্রীমহল গভীর ষড়যন্ত্র করছে। সরকারবিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এই গ্রুপটি দেশে চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ কমাতে মরিয়া হয়ে উঠেছে। এ গ্রুপটি সরকার ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে একটা বিবাদ তৈরি করে দিতে চাইছে। শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবসহ সংশ্লিষ্টরা এই গ্রুপটিকে প্রশ্রয় দিচ্ছে।

আগামী ৮ নভেম্বর আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী। এবারের প্রতিষ্ঠা দিবসে ‘সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা একযোগে কেন্দ্রীয়, জেলা ও উপজেলায় উদযাপিত হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক ও পেশাজীবীদের ৪ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়। দাবিগুলো হলো- বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাসে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ বন্ধ, পলিটেকনিক শিক্ষাব্যবস্থায় শিক্ষক সংকট, ক্লাসরুম ও ওয়ার্কসপ প্রতুলতা নিরসন, শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভাতা বৃদ্ধি।

আরও খবর
শিক্ষক সংকট, মুখ থুবড়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা
ডিজেলের দাম বৃদ্ধির অজুহাতে পণ্যের দাম বাড়ছে : তথ্যমন্ত্রী
সচেতন হলে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কমানো সম্ভব
জলবায়ুর ঝুঁকিপূর্ণ দেশগুলোর নৈতিক কন্ঠস্বর শেখ হাসিনা মোমেন
তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী ওবায়দুল কাদের
সাধারণ মানুষ না খেয়ে মরার পর্যায়ে চলে গেছে : ফখরুল
আমরা ধর্মঘট করিনি, আহ্বানও করিনি : রাঙ্গা
অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন চলছে, চলবে
ডিজেলের দাম বৃদ্ধির নিন্দা-প্রতিবাদ বিভিন্ন সংগঠন ও দলের প্রত্যাহার দাবি
সবার সমন্বিত উদ্যোগে সারাদেশে পুষ্টিসেবা কার্যক্রম বাস্তবায়ন সম্ভব সেব্রিনা ফ্লোরা
বদলে গেছে কৃষকের ভাগ্য

রবিবার, ০৭ নভেম্বর ২০২১ , ২২ কার্তিক ১৪২৮ ৩০ রবিউল আউয়াল ১৪৪৩

কারিগরি শিক্ষা

প্রধানমন্ত্রী চান সম্প্রসারণ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা চান সংকোচন আইডিইবি নেতাদের অভিযোগ

নিজস্ব বার্তা পরিবেশক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ চাইলেও শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা এই শিক্ষাকে সংকুচিত করছেন বলে অভিযোগ করেছেন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) নেতারা।

গতকাল রাজধানীর কাকরাইলে আইডিইবি মিলনাতনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির নেতারা এ অভিযোগ করেন। আইডিইবির ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ‘গণপ্রকৌশল দিবস ২০২১’ এর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আইডিইবি’র সভাপতি একেএমএ হামিদ বলেন, ‘প্রধানমন্ত্রী চাচ্ছেন কারিগরি শিক্ষার সম্প্রসারণ, আর শিক্ষা মন্ত্রণালয় করছে এর উল্টোটা। এই মন্ত্রণালয়ের কিছু কর্মকর্তা কারিগরি শিক্ষাকে সংকুচিত করছেন। এই ধরনের অদূরদর্শী ব্যক্তির কারণেই শিক্ষার অগ্রগতি হচ্ছে না। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা সরকারবিরোধী একটি গ্রুপ প্রধানমন্ত্রীর অগ্রগতিকে ব্যাহত করছেন। তারাই ডিপ্লোমা প্রকৌশলীদের রাজপথে নামানোর ষড়যন্ত্র করছেন।’

তিনি আরও বলেন, ‘ডিগ্রি পাস কোর্সের মেয়াদ দুই থেকে তিনবছর, অনার্স কোর্সের মেয়াদ তিনবছর থেকে বাড়িয়ে চার বছর করা হয়েছে। অথচ চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের মেয়াদ কমিয়ে তিন বছর করা হচ্ছে। আমাদের আপত্তি উপেক্ষা করে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে রাজপথে আন্দোলনের মাধ্যমেই তা প্রতিহত করা হবে।’

আইডিইবি নেতারা বলেন, দেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সম্প্রসারণ করার উদ্যোগ বাস্তবায়নে একটি কুচক্রীমহল গভীর ষড়যন্ত্র করছে। সরকারবিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এই গ্রুপটি দেশে চার বছরের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ কমাতে মরিয়া হয়ে উঠেছে। এ গ্রুপটি সরকার ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে একটা বিবাদ তৈরি করে দিতে চাইছে। শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী, কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিবসহ সংশ্লিষ্টরা এই গ্রুপটিকে প্রশ্রয় দিচ্ছে।

আগামী ৮ নভেম্বর আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী। এবারের প্রতিষ্ঠা দিবসে ‘সম্প্রীতির সমৃদ্ধ জাতি গঠনে আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলীয়ান শিক্ষা’ প্রতিপাদ্যে সপ্তাহব্যাপী কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। যা একযোগে কেন্দ্রীয়, জেলা ও উপজেলায় উদযাপিত হবে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক ও পেশাজীবীদের ৪ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানানো হয়। দাবিগুলো হলো- বঙ্গবন্ধুর শিক্ষাদর্শন বাস্তবায়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ হ্রাসে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগ বন্ধ, পলিটেকনিক শিক্ষাব্যবস্থায় শিক্ষক সংকট, ক্লাসরুম ও ওয়ার্কসপ প্রতুলতা নিরসন, শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভাতা বৃদ্ধি।