রাজশাহীতে আদিবাসীদের মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্মে তিন সাঁওতাল হত্যাকা-ের ৫ বছর পূর্তিতে ‘সাঁওতাল হত্যা দিবস’ জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে গতকাল বেলা ১২টায় রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, সাহেবগঞ্জ-বাগদাফার্মে গুলিতে তিন সাঁওতাল হত্যার বিচার, রিক্যুইজিশন করা আদিবাসী-বাঙালির বাপদাদার পৈত্রিক ১৮৪২.৩০ একর জমি ফেরত, তিন ফসলি জমিতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণ বন্ধ, গুলিতে নিহত তিন সাঁওতাল পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, রংপুর চিনিকল লি. (মহিমাগঞ্জ) কতৃক উচ্ছেদকৃত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ ও ওই জমিতেই পুর্নবাসন করা, আদিবাসী-বাঙালিদের প্রতি মিথ্যা মামলা প্রত্যাহার, এবং আগুনে পুড়িয়ে ফেলা আদিবাসী শিশুদের স্কুলটি পুনঃপ্রতিষ্ঠা ও সরকারিকরণের দাবি জানান বক্তারা।

এছাড়াও বক্তারা আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও জমির সমস্যা নিরসনে সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান।

রবিবার, ০৭ নভেম্বর ২০২১ , ২২ কার্তিক ১৪২৮ ৩০ রবিউল আউয়াল ১৪৪৩

রাজশাহীতে আদিবাসীদের মানববন্ধন

জেলা বার্তা পরিবেশক, রাজশাহী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ-বাগদাফার্মে তিন সাঁওতাল হত্যাকা-ের ৫ বছর পূর্তিতে ‘সাঁওতাল হত্যা দিবস’ জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগর কমিটির উদ্যোগে গতকাল বেলা ১২টায় রাজশাহীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তারা বলেন, সাহেবগঞ্জ-বাগদাফার্মে গুলিতে তিন সাঁওতাল হত্যার বিচার, রিক্যুইজিশন করা আদিবাসী-বাঙালির বাপদাদার পৈত্রিক ১৮৪২.৩০ একর জমি ফেরত, তিন ফসলি জমিতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণ বন্ধ, গুলিতে নিহত তিন সাঁওতাল পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ, রংপুর চিনিকল লি. (মহিমাগঞ্জ) কতৃক উচ্ছেদকৃত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ ও ওই জমিতেই পুর্নবাসন করা, আদিবাসী-বাঙালিদের প্রতি মিথ্যা মামলা প্রত্যাহার, এবং আগুনে পুড়িয়ে ফেলা আদিবাসী শিশুদের স্কুলটি পুনঃপ্রতিষ্ঠা ও সরকারিকরণের দাবি জানান বক্তারা।

এছাড়াও বক্তারা আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও জমির সমস্যা নিরসনে সমতল আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান।