শিশুদের নৃত্য-গান-নারী ক্রিকেট দলের খেলা উপভোগ

গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে অবস্থিত দুস্থ মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র শিশুপল্লী প্লাসে এক ব্যক্তিগত সফরে আসেন

বাংলাদেশে ব্রিটিশ দূতাবাসের হাই কমিশনার এইচ ই রর্বাট চেটারটন ডিকসন। আজ শনিবার সকাল ১০টার দিকে তিনি শিশুপল্লী প্লাসে আসেন। পরে তিনি এখানে থাকা দুস্থ মা শিশুদের সঙ্গে কথা বলেন। পরে শ্রীপুরে গঠন করা নারী ক্রিকেট দলের একটি ক্রিকেট ম্যাচ উপভোগ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন তিনি। দুপুরে এক মনোঙ্ঘ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিশুপল্লী প্লাস। বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে দেশের জনপ্রিয় কিছু গান ও নৃত্য পরিবেশন করা হয়। এ সময় শিশুদের গান ও নৃত্য উপভোগ করেন রবার্ট ডিকসন। দুপুরে লাঞ্চের পর শিশুদের জন্য একটি আর্ট ডিজাইন ক্রিয়েটিভ লার্নার স্টুডিও উদ্বোধন করে ব্রিটিশ হাই কমিশনার।

শিশুপল্লী প্লাসের আর্ট ডিজাইন ক্রিয়েটিভ লার্নার স্টুডিও শিক্ষক মিলন রব জানান, এ প্রতিষ্ঠান শিশুপল্লী প্লাসে প্রায় পাঁচশ দুস্থ মা ও শিশু রয়েছে। এখানে তাদের জন্য উন্নমানের খাবার সুব্যবস্থা রয়েছে। রয়েছে শিশুদের লেখাপড়ার ব্যবস্থাও। নারীদের সাবলম্বী করে গড়ে তোলার জন্য বিভিন্ন হস্ত শিল্পের মাধ্যমে কাজ শিখানো হয়। পরে তাদের নানান সহযোগিতা করা হয়। তিনি জানান, ব্রিটিশ হাইকমিশনার শিশুপল্লী প্লাসে একটি আর্ট ডিজাইন ক্রিয়েটিভ লার্নার স্টুডিও উদ্বোধন করেন যা শিশুদের ক্রিয়েটিভেটি করে গড়ে তোলতে দারুণ সহযোগিতা করা হবে।

শিশুপল্লী প্লাসের কর্মকর্তারা জানান, শনিবার সকালে একান্ত ব্যক্তিগত এক সফরে ব্রিটিশ হাইকমিশনার এইচ ই রর্বাট চেটারটন ডিকসন শিশুপল্লী প্লাসে আসেন। এ সময় তিনি শিশুপল্লী প্লাসে থাকা দুস্থ মা ও শিশুদের সঙ্গে দেখা করেন। নারী ক্রিকেট দু দলের খেলা দেখেন। পরে দুস্থ মা ও শিশুদের সঙ্গে কথা বলার সময় শিশুপল্লী প্লাসের প্রতিষ্ঠাতা প্রেট্রিসিয়া ভিভিয়ান কার সঙ্গে ছিলেন। তিনি দুস্থ মা ও শিশুদের কথা মনোযোগ দিয়ে শুনেন। তাদের বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাসও দেন হাইকমিশনার। মা ও শিশুদের হস্তে তৈরি বিভিন্ন পণ্য প্রচলিত মূল্যে কিনে নেন রবার্ট ডিকসন। তিনি শিশুপল্লী প্লাসের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন।

রবিবার, ০৭ নভেম্বর ২০২১ , ২২ কার্তিক ১৪২৮ ৩০ রবিউল আউয়াল ১৪৪৩

শ্রীপুরে ব্রিটিশ হাইকমিশনারের ব্যক্তিগত সফর

শিশুদের নৃত্য-গান-নারী ক্রিকেট দলের খেলা উপভোগ

প্রতিনিধি, শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামে অবস্থিত দুস্থ মা ও শিশু পুনর্বাসন কেন্দ্র শিশুপল্লী প্লাসে এক ব্যক্তিগত সফরে আসেন

বাংলাদেশে ব্রিটিশ দূতাবাসের হাই কমিশনার এইচ ই রর্বাট চেটারটন ডিকসন। আজ শনিবার সকাল ১০টার দিকে তিনি শিশুপল্লী প্লাসে আসেন। পরে তিনি এখানে থাকা দুস্থ মা শিশুদের সঙ্গে কথা বলেন। পরে শ্রীপুরে গঠন করা নারী ক্রিকেট দলের একটি ক্রিকেট ম্যাচ উপভোগ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন তিনি। দুপুরে এক মনোঙ্ঘ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে শিশুপল্লী প্লাস। বাংলাদেশের জাতীয় সংগীত দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে দেশের জনপ্রিয় কিছু গান ও নৃত্য পরিবেশন করা হয়। এ সময় শিশুদের গান ও নৃত্য উপভোগ করেন রবার্ট ডিকসন। দুপুরে লাঞ্চের পর শিশুদের জন্য একটি আর্ট ডিজাইন ক্রিয়েটিভ লার্নার স্টুডিও উদ্বোধন করে ব্রিটিশ হাই কমিশনার।

শিশুপল্লী প্লাসের আর্ট ডিজাইন ক্রিয়েটিভ লার্নার স্টুডিও শিক্ষক মিলন রব জানান, এ প্রতিষ্ঠান শিশুপল্লী প্লাসে প্রায় পাঁচশ দুস্থ মা ও শিশু রয়েছে। এখানে তাদের জন্য উন্নমানের খাবার সুব্যবস্থা রয়েছে। রয়েছে শিশুদের লেখাপড়ার ব্যবস্থাও। নারীদের সাবলম্বী করে গড়ে তোলার জন্য বিভিন্ন হস্ত শিল্পের মাধ্যমে কাজ শিখানো হয়। পরে তাদের নানান সহযোগিতা করা হয়। তিনি জানান, ব্রিটিশ হাইকমিশনার শিশুপল্লী প্লাসে একটি আর্ট ডিজাইন ক্রিয়েটিভ লার্নার স্টুডিও উদ্বোধন করেন যা শিশুদের ক্রিয়েটিভেটি করে গড়ে তোলতে দারুণ সহযোগিতা করা হবে।

শিশুপল্লী প্লাসের কর্মকর্তারা জানান, শনিবার সকালে একান্ত ব্যক্তিগত এক সফরে ব্রিটিশ হাইকমিশনার এইচ ই রর্বাট চেটারটন ডিকসন শিশুপল্লী প্লাসে আসেন। এ সময় তিনি শিশুপল্লী প্লাসে থাকা দুস্থ মা ও শিশুদের সঙ্গে দেখা করেন। নারী ক্রিকেট দু দলের খেলা দেখেন। পরে দুস্থ মা ও শিশুদের সঙ্গে কথা বলার সময় শিশুপল্লী প্লাসের প্রতিষ্ঠাতা প্রেট্রিসিয়া ভিভিয়ান কার সঙ্গে ছিলেন। তিনি দুস্থ মা ও শিশুদের কথা মনোযোগ দিয়ে শুনেন। তাদের বিভিন্ন বিষয়ে সহযোগিতার আশ্বাসও দেন হাইকমিশনার। মা ও শিশুদের হস্তে তৈরি বিভিন্ন পণ্য প্রচলিত মূল্যে কিনে নেন রবার্ট ডিকসন। তিনি শিশুপল্লী প্লাসের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন।