ফায়ার সার্ভিস কর্মীদের দক্ষতা বাড়াতে হবে। সম্ভাব্য কি কি দুর্ঘটনা ঘটতে পারে তা নির্ণয় করতে হবে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে দুর্ঘটনা কমে আসবে। দুর্যোগ মোকাবিলা ফায়ার সার্ভিসের একার পক্ষে সম্ভব নয়। সবাইকে সচেতন হতে হবে, ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে হবে।
গতকাল পুরান ঢাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২১ এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন।
তিনি বলেন, বর্তমানে সারাদেশে ৪৫৬টি ফায়ার স্টেশন রয়েছে। এটাকে ৭২০টিতে উন্নীত করা হবে। জনবল রয়েছে ১৩ হাজার ৪০০ জন। এটাকেও ২৫ হাজারে উন্নীত করা হবে। সারাদেশে ৬২ হাজার ভলেন্টিয়ারের মধ্যে ৪৮ হাজার প্রস্তুত করা হয়েছে। সেবার মাধ্যমে এই বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে। ফায়ার সার্ভিস কর্মীদের অত্যাধুনিক প্রশিক্ষণ দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি প্রতিষ্ঠার কাজ চলছে। আধুনিক সরঞ্জামের মাধ্যমে ফায়ার সার্ভিসকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, ২৪ ঘণ্টা জনগণের জান ও মাল রক্ষায় ফায়ার সার্ভিস কর্মীরা নিয়োজিত রয়েছে। জীবন বাজী রেখে এই বাহিনীর সদস্যরা সেবা প্রদান করছে। ফলে জনগণের আস্থার প্রতিক হিসেবে আত্মপ্রকাশ করেছে এই সংস্থাটি। ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২১ উদযাপন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশে শুরু হওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর সমাপ্তি হলো। অনুষ্ঠানের শেষ দিনে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন। সারাদেশে অগ্নি নিরাপত্তা জোরদার করতে সব মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।
রবিবার, ০৭ নভেম্বর ২০২১ , ২২ কার্তিক ১৪২৮ ৩০ রবিউল আউয়াল ১৪৪৩
নিজস্ব বার্তা পরিবেশক
ফায়ার সার্ভিস কর্মীদের দক্ষতা বাড়াতে হবে। সম্ভাব্য কি কি দুর্ঘটনা ঘটতে পারে তা নির্ণয় করতে হবে। সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করলে দুর্ঘটনা কমে আসবে। দুর্যোগ মোকাবিলা ফায়ার সার্ভিসের একার পক্ষে সম্ভব নয়। সবাইকে সচেতন হতে হবে, ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে হবে।
গতকাল পুরান ঢাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২১ এর সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন।
তিনি বলেন, বর্তমানে সারাদেশে ৪৫৬টি ফায়ার স্টেশন রয়েছে। এটাকে ৭২০টিতে উন্নীত করা হবে। জনবল রয়েছে ১৩ হাজার ৪০০ জন। এটাকেও ২৫ হাজারে উন্নীত করা হবে। সারাদেশে ৬২ হাজার ভলেন্টিয়ারের মধ্যে ৪৮ হাজার প্রস্তুত করা হয়েছে। সেবার মাধ্যমে এই বাহিনী জনগণের আস্থা অর্জন করেছে। ফায়ার সার্ভিস কর্মীদের অত্যাধুনিক প্রশিক্ষণ দিতে বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি প্রতিষ্ঠার কাজ চলছে। আধুনিক সরঞ্জামের মাধ্যমে ফায়ার সার্ভিসকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলা হচ্ছে।
অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, ২৪ ঘণ্টা জনগণের জান ও মাল রক্ষায় ফায়ার সার্ভিস কর্মীরা নিয়োজিত রয়েছে। জীবন বাজী রেখে এই বাহিনীর সদস্যরা সেবা প্রদান করছে। ফলে জনগণের আস্থার প্রতিক হিসেবে আত্মপ্রকাশ করেছে এই সংস্থাটি। ফায়ার সার্ভিস সপ্তাহ ২০২১ উদযাপন সফলভাবে সম্পন্ন করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
‘মুজিববর্ষে শপথ করি, দুর্যোগে জীবন-সম্পদ রক্ষা করি’ এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশে শুরু হওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২১ এর সমাপ্তি হলো। অনুষ্ঠানের শেষ দিনে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর রাষ্ট্রীয় পদকপ্রাপ্ত ৩৭ জন কর্মকর্তা-কর্মচারীকে পদক পরিয়ে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন। সারাদেশে অগ্নি নিরাপত্তা জোরদার করতে সব মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হয় বলে জানান সংশ্লিষ্টরা।