‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করার কথা ভাবছে বিসিবি

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের চরম ব্যর্থতার কারণ খুঁজে বের করতে ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করার কথা ভাবছে বিসিবি।

বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে পড়ার পর থেকেই বোর্ড পরিচালকদের সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে বিসিবি সভাপতি নাজমুল হাসানের। সেখানেই এসব নিয়ে কথা হয়েছে। বোর্ড সভাপতি শনিবার দেশের বাইরে গেছেন। তিনি ফেরার পর এসব চূড়ান্ত হবে।

বোডের দীর্ঘদিনের পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, দলের ব্যর্থতার কারণ খুঁজতে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলার উদ্যোগ নিচ্ছে বোর্ড। ‘মূল কথা হচ্ছে, দলটাকে পথে ফেরাতে হবে। খারাপ করেছে বলে তো ফেলে দেওয়া যাবে না, দলটা আমাদেরই। একটা বিশ্বকাপ দিয়েই তো সব বিচার করা যাবে না। একটা টুর্নামেন্টেই সব শেষ হয়ে যাচ্ছে না। অবশ্যই পারফরম্যান্স খুব বাজে হয়ে গেছে এবং সেটার কারণ খোঁজা উচিত।’

‘আমাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মতো করার আলোচনা হয়েছে। তারা ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি, সাংবাদিক, এমনকি যারা খেলা দেখতে গেছেন, তাদের সঙ্গেও কথা বলতে পারেন। কিছুদিনের মধ্যেই এটা শুরু করার আলোচনা হয়েছে।’

বিসিবি পরিচালক, সাবেক অধিনায়ক ও নানা ভূমিকায় বাংলাদেশ ক্রিকেটে থাকা খালেদ মাহমুদকে দলে যুক্ত করার সিদ্ধান্ত হয়ে গেছে বলে নিশ্চিত করলেন জালাল ইউনুস।

রবিবার, ০৭ নভেম্বর ২০২১ , ২২ কার্তিক ১৪২৮ ৩০ রবিউল আউয়াল ১৪৪৩

‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করার কথা ভাবছে বিসিবি

সংবাদ স্পোর্টস ডেস্ক

টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের চরম ব্যর্থতার কারণ খুঁজে বের করতে ‘ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি’ গঠন করার কথা ভাবছে বিসিবি।

বিশ্বকাপ থেকে বাংলাদেশ ছিটকে পড়ার পর থেকেই বোর্ড পরিচালকদের সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে বিসিবি সভাপতি নাজমুল হাসানের। সেখানেই এসব নিয়ে কথা হয়েছে। বোর্ড সভাপতি শনিবার দেশের বাইরে গেছেন। তিনি ফেরার পর এসব চূড়ান্ত হবে।

বোডের দীর্ঘদিনের পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন, দলের ব্যর্থতার কারণ খুঁজতে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলার উদ্যোগ নিচ্ছে বোর্ড। ‘মূল কথা হচ্ছে, দলটাকে পথে ফেরাতে হবে। খারাপ করেছে বলে তো ফেলে দেওয়া যাবে না, দলটা আমাদেরই। একটা বিশ্বকাপ দিয়েই তো সব বিচার করা যাবে না। একটা টুর্নামেন্টেই সব শেষ হয়ে যাচ্ছে না। অবশ্যই পারফরম্যান্স খুব বাজে হয়ে গেছে এবং সেটার কারণ খোঁজা উচিত।’

‘আমাদের একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির মতো করার আলোচনা হয়েছে। তারা ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, নির্বাচক কমিটি, সাংবাদিক, এমনকি যারা খেলা দেখতে গেছেন, তাদের সঙ্গেও কথা বলতে পারেন। কিছুদিনের মধ্যেই এটা শুরু করার আলোচনা হয়েছে।’

বিসিবি পরিচালক, সাবেক অধিনায়ক ও নানা ভূমিকায় বাংলাদেশ ক্রিকেটে থাকা খালেদ মাহমুদকে দলে যুক্ত করার সিদ্ধান্ত হয়ে গেছে বলে নিশ্চিত করলেন জালাল ইউনুস।