গ্রুপে অপরাজিত থাকার লক্ষ্য পাকিস্তানের

চলমান টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে চার ম্যাচ জিতে সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে পাকিস্তান। রোববার গ্রুপ-২-এ নিজেদের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে তারা। সুপার টুয়েলভে শতভাগ সাফল্য পেতে শেষ ম্যাচেও জিততে চায় বাবর আজমের দল। অন্যদিকে সুপার টুয়েলভে কোন জয়ের মুখ দেখেনি স্কটল্যান্ড। শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চমক দেখানোর পাশাপাশি জয় দিয়ে বিশ্বকাপ মিশনে ইতি টানার লক্ষ্য স্কটিশদের। আজ শারজাহতে রাত ৮টায় লড়াইয়ে নামবে তারা।

দাপুটে জয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। ভারতকে ১০ উইকেটে এবং নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে এক পা রাখে। চতুর্থ ম্যাচে নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে। তাই শেষ ম্যাচটি পাকিস্তানের জন্য নিয়মরক্ষার।

তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। সুপার টুয়েলভে দলের শতভাগ সাফল্য পাওয়ার লক্ষ্যর কথা জানান। তিনি বলেন, ‘সুপার টুয়েলভে পাঁচ ম্যাচই আমরা জিততে চাই। এতে শতভাগ আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনাল খেলতে নামতে পারবো আমরা।’

বাছাইপর্বে বাংলাদেশ-ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে উঠে আসা স্কটল্যান্ড চুড়ান্ত পর্বে নিজেদের মেলে ধরতে পারেনি। আফগানিস্তান-নামিবিয়া-নিউজিল্যান্ড ও ভারতের কাছে হার মানে স্কটিশরা। তবে শেষ ম্যাচে জয়ের স্বাদ পেতে চায় স্কটল্যান্ড। জয় দিয়ে এবারের বিশ্বকাপ শেষ করতে চায় তারা। দলের অধিনায়ক কাইল কোয়েটজার বলেন, ‘আমরা সুপার টুয়েলভে ভালো করতে পারিনি। তবে শেষ ম্যাচে আমরা ভালো ফল করতে চাই।’

এখন পর্যন্ত টি-২০তে ৩ ম্যাচ খেলেছে পাকিস্তান ও স্কটল্যান্ড। সবগুলোতেই জিতেছে পাকিস্তান। এরমধ্যে বিশ্বকাপে একবার মুখোমুখি হয় তারা। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বে স্কটল্যান্ডকে ৫১ রানে হারিয়েছিল পাকিস্তান। আর ২০১৮ সালে ইংল্যান্ড সফর শুরুর আগে স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলে জয় তুলে নেয় পাকিস্তান।

রবিবার, ০৭ নভেম্বর ২০২১ , ২২ কার্তিক ১৪২৮ ৩০ রবিউল আউয়াল ১৪৪৩

গ্রুপে অপরাজিত থাকার লক্ষ্য পাকিস্তানের

সংবাদ স্পোর্টস ডেস্ক

image

চলমান টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে চার ম্যাচ জিতে সেমিফাইনাল আগেই নিশ্চিত করেছে পাকিস্তান। রোববার গ্রুপ-২-এ নিজেদের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে নামবে তারা। সুপার টুয়েলভে শতভাগ সাফল্য পেতে শেষ ম্যাচেও জিততে চায় বাবর আজমের দল। অন্যদিকে সুপার টুয়েলভে কোন জয়ের মুখ দেখেনি স্কটল্যান্ড। শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চমক দেখানোর পাশাপাশি জয় দিয়ে বিশ্বকাপ মিশনে ইতি টানার লক্ষ্য স্কটিশদের। আজ শারজাহতে রাত ৮টায় লড়াইয়ে নামবে তারা।

দাপুটে জয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছিল পাকিস্তান। ভারতকে ১০ উইকেটে এবং নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে এক পা রাখে। চতুর্থ ম্যাচে নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে। তাই শেষ ম্যাচটি পাকিস্তানের জন্য নিয়মরক্ষার।

তবে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটিকে গুরুত্বপূর্ণ মনে করছেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। সুপার টুয়েলভে দলের শতভাগ সাফল্য পাওয়ার লক্ষ্যর কথা জানান। তিনি বলেন, ‘সুপার টুয়েলভে পাঁচ ম্যাচই আমরা জিততে চাই। এতে শতভাগ আত্মবিশ্বাস নিয়ে সেমিফাইনাল খেলতে নামতে পারবো আমরা।’

বাছাইপর্বে বাংলাদেশ-ওমান ও পাপুয়া নিউগিনিকে হারিয়ে সুপার টুয়েলভে উঠে আসা স্কটল্যান্ড চুড়ান্ত পর্বে নিজেদের মেলে ধরতে পারেনি। আফগানিস্তান-নামিবিয়া-নিউজিল্যান্ড ও ভারতের কাছে হার মানে স্কটিশরা। তবে শেষ ম্যাচে জয়ের স্বাদ পেতে চায় স্কটল্যান্ড। জয় দিয়ে এবারের বিশ্বকাপ শেষ করতে চায় তারা। দলের অধিনায়ক কাইল কোয়েটজার বলেন, ‘আমরা সুপার টুয়েলভে ভালো করতে পারিনি। তবে শেষ ম্যাচে আমরা ভালো ফল করতে চাই।’

এখন পর্যন্ত টি-২০তে ৩ ম্যাচ খেলেছে পাকিস্তান ও স্কটল্যান্ড। সবগুলোতেই জিতেছে পাকিস্তান। এরমধ্যে বিশ্বকাপে একবার মুখোমুখি হয় তারা। ২০০৭ সালে প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বে স্কটল্যান্ডকে ৫১ রানে হারিয়েছিল পাকিস্তান। আর ২০১৮ সালে ইংল্যান্ড সফর শুরুর আগে স্কটল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলে জয় তুলে নেয় পাকিস্তান।