অনেক হিসাব-নিকাশের ম্যাচে কিউই-আফগান

সেমিফাইনালে চোখ রেখে চলমান বিশ্বকাপে গ্রুপ-২-এ নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এ ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। আর আফগানিস্তান জিতলে, আগামী ৮ নভেম্বর ভারত-নামিবিয়া ম্যাচের ফলাফলের পর নির্ধারিত হবে গ্রুপ-২ থেকে পাকিস্তানের পর কোন দল সেমিফাইনালে খেলবে।

আবুধাবিতে রোববার (বিকেল ৪টায়) অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ম্যাচটির প্রতি নজর রাখবে ভারতও। ভারতের সেমিফাইনাল ভাগ্য এ ম্যাচের সঙ্গে জড়িত।

এই গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। দ্বিতীয় দল হিসেবে সেমির দৌঁড়ে আছে নিউজিল্যান্ড-ভারত ও আফগানিস্তান।

৪ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ২ জয়ে সমান ৪ পয়েন্ট করে ভারত ও আফগানিস্তানের। সেমিফাইনালে খেলতে হলে শেষ ম্যাচে তিন দলকেই জিততে হবে, সেই সঙ্গে অনেক যদি-কিন্তুর উপর নির্ভর করতে হবে।

তবে আজ যদি নিউজিল্যান্ড জিতে যায়, তবে কোন যদি-কিন্তুর হিসাব-নিকাশ করতে হবে না। পাকিস্তানের সঙ্গে এই গ্রুপ থেকে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ড। তখন সেমিতে খেলার আশা ভঙ্গ হবে ভারত ও আফগানিস্তানের।

আর যদি, কাল আফগানিস্তান জিতে, তবে আফগান-নিউজিল্যান্ডের পয়েন্ট হবে সমান ৬ করে। তখন টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত-নামিবিয়ার ফলাফলের দিকে চেয়ে থাকতে হবে নিউজিল্যান্ড-আফগানিস্তানকে। শেষ ম্যাচ জিতলে নিউজিল্যান্ড-আফগানিস্তানের সমান ৬ পয়েন্ট হবে ভারতের। তখন তিন দলেরই রান রেটে হিসাব-নিকাশ হবে। আর যদি নামিবিয়ার কাছে ভারত হেরে যায়, তবে সেমির টিকিট পেতে রান রেটের হিসাবে বসতে হবে শুধুমাত্র নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে।

তবে যাই হোক না কেন, সহজ সমীকরণ রয়েছে নিউজিল্যান্ডের কাছে। জিতলেই সেমির টিকিট নিশ্চিত। তাই জয় ছাড়া কিছুই ভাবছে না নিউজিল্যান্ড।

অন্যদিকে জিতলেও ভারত-নামিবিয়ার ম্যাচের উপর নির্ভর করবে আফগানিস্তানের ভাগ্য। তবে সেমির দৌঁড়ে টিকে থাকতে হলে, জিততেই হবে আফগানদের। তাই জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না আফগানরা। দলের অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, ‘জয় ছাড়া আমাদের হাতে কোন বিকল্প নেই। আমাদের জিততেই হবে। দলের সবাই জয়ের জন্য উদগ্রীব হয়ে আছে।’

টি-২০তে কখনও মুখোমুখি হয়নি নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এবারই টি-২০ ফরম্যাটে প্রথম সাক্ষাৎ কিউই ও আফগানদের।

রবিবার, ০৭ নভেম্বর ২০২১ , ২২ কার্তিক ১৪২৮ ৩০ রবিউল আউয়াল ১৪৪৩

আজ মুখোমুখি

অনেক হিসাব-নিকাশের ম্যাচে কিউই-আফগান

সংবাদ স্পোর্টস ডেস্ক

সেমিফাইনালে চোখ রেখে চলমান বিশ্বকাপে গ্রুপ-২-এ নিজেদের শেষ ম্যাচে আজ মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এ ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে নিউজিল্যান্ডের। আর আফগানিস্তান জিতলে, আগামী ৮ নভেম্বর ভারত-নামিবিয়া ম্যাচের ফলাফলের পর নির্ধারিত হবে গ্রুপ-২ থেকে পাকিস্তানের পর কোন দল সেমিফাইনালে খেলবে।

আবুধাবিতে রোববার (বিকেল ৪টায়) অনুষ্ঠেয় গুরুত্বপূর্ণ ম্যাচটির প্রতি নজর রাখবে ভারতও। ভারতের সেমিফাইনাল ভাগ্য এ ম্যাচের সঙ্গে জড়িত।

এই গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। দ্বিতীয় দল হিসেবে সেমির দৌঁড়ে আছে নিউজিল্যান্ড-ভারত ও আফগানিস্তান।

৪ খেলায় ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। সমান ম্যাচে ২ জয়ে সমান ৪ পয়েন্ট করে ভারত ও আফগানিস্তানের। সেমিফাইনালে খেলতে হলে শেষ ম্যাচে তিন দলকেই জিততে হবে, সেই সঙ্গে অনেক যদি-কিন্তুর উপর নির্ভর করতে হবে।

তবে আজ যদি নিউজিল্যান্ড জিতে যায়, তবে কোন যদি-কিন্তুর হিসাব-নিকাশ করতে হবে না। পাকিস্তানের সঙ্গে এই গ্রুপ থেকে ৮ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল খেলবে নিউজিল্যান্ড। তখন সেমিতে খেলার আশা ভঙ্গ হবে ভারত ও আফগানিস্তানের।

আর যদি, কাল আফগানিস্তান জিতে, তবে আফগান-নিউজিল্যান্ডের পয়েন্ট হবে সমান ৬ করে। তখন টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত-নামিবিয়ার ফলাফলের দিকে চেয়ে থাকতে হবে নিউজিল্যান্ড-আফগানিস্তানকে। শেষ ম্যাচ জিতলে নিউজিল্যান্ড-আফগানিস্তানের সমান ৬ পয়েন্ট হবে ভারতের। তখন তিন দলেরই রান রেটে হিসাব-নিকাশ হবে। আর যদি নামিবিয়ার কাছে ভারত হেরে যায়, তবে সেমির টিকিট পেতে রান রেটের হিসাবে বসতে হবে শুধুমাত্র নিউজিল্যান্ড ও আফগানিস্তানকে।

তবে যাই হোক না কেন, সহজ সমীকরণ রয়েছে নিউজিল্যান্ডের কাছে। জিতলেই সেমির টিকিট নিশ্চিত। তাই জয় ছাড়া কিছুই ভাবছে না নিউজিল্যান্ড।

অন্যদিকে জিতলেও ভারত-নামিবিয়ার ম্যাচের উপর নির্ভর করবে আফগানিস্তানের ভাগ্য। তবে সেমির দৌঁড়ে টিকে থাকতে হলে, জিততেই হবে আফগানদের। তাই জয় ছাড়া অন্য কিছুই ভাবছে না আফগানরা। দলের অধিনায়ক মোহাম্মদ নবি বলেন, ‘জয় ছাড়া আমাদের হাতে কোন বিকল্প নেই। আমাদের জিততেই হবে। দলের সবাই জয়ের জন্য উদগ্রীব হয়ে আছে।’

টি-২০তে কখনও মুখোমুখি হয়নি নিউজিল্যান্ড ও আফগানিস্তান। এবারই টি-২০ ফরম্যাটে প্রথম সাক্ষাৎ কিউই ও আফগানদের।