আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল। শনিবার টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার খেলতে নামেন গেইল। আউট হওয়ার পরে দেখা গেল, সাইডলাইনের বাইরে দাঁড়িয়ে রয়েছেন সতীর্থরা। তাদের সামনে দিয়ে ব্যাট উঁচিয়ে বেরিয়ে যান গেইল। যাওয়ার সময় সতীর্থদের সঙ্গে খানিক মজা করতেও দেখা গেল তাকে।
বিশ্বকাপের আগেই গেইল জানিয়েছিলেন, এটিই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে। চলতি বিশ্বকাপে খুব একটি ভালো ছন্দে দেখা যায়নি গেইলকে। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ বলে ১৫ রান করেন তিনি। তার মধ্যে ছিল দুটি বিশাল ছক্কা। প্যাট কামিংসের বলে আউট হন গেইল। পরে দেখা যায় গ্যালারিতে থাকা দর্শকদের দিকে নিজের গ্লাভস ছুড়ে দিচ্ছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-২০ ক্রিকেটে ৭৮টি ম্যাচে ১৮৮৪ রান করেছেন গেইল। তার মধ্যে রয়েছে দুটি শতরান। সর্বোচ্চ ১১৭। সব মিলিয়ে টি-২০-তে ৪৫২টি ম্যাচ খেলেছেন গেইল। ৩৬.৪৯ গড়ে মোট ১৪,৩০৬ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪৫.৪৩। ২২টি শতরান রয়েছে তার। আইপিএল-এ সর্বোচ্চ ১৭৫ রান করেছেন ‘ইউনিভার্স বস’।
টি২০-তে ছক্কা মারার রেকর্ডও রয়েছে গেইলের দখলে। সব মিলিয়ে টি২০-তে মোট ১০৪৩টি ছক্কা মেরেছেন তিনি, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১২২টি ছয় মেরেছেন গেইল। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, এক দিনের ম্যাচ ও টি-২০ মিলিয়ে ৫৫১টি ছয় মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। আইপিএল-এ ও সর্বোচ্চ ৩৫৭টি ছক্কা মেরেছেন গেইল।
রবিবার, ০৭ নভেম্বর ২০২১ , ২২ কার্তিক ১৪২৮ ৩০ রবিউল আউয়াল ১৪৪৩
সংবাদ স্পোর্টস ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল। শনিবার টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষবার খেলতে নামেন গেইল। আউট হওয়ার পরে দেখা গেল, সাইডলাইনের বাইরে দাঁড়িয়ে রয়েছেন সতীর্থরা। তাদের সামনে দিয়ে ব্যাট উঁচিয়ে বেরিয়ে যান গেইল। যাওয়ার সময় সতীর্থদের সঙ্গে খানিক মজা করতেও দেখা গেল তাকে।
বিশ্বকাপের আগেই গেইল জানিয়েছিলেন, এটিই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে। চলতি বিশ্বকাপে খুব একটি ভালো ছন্দে দেখা যায়নি গেইলকে। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ বলে ১৫ রান করেন তিনি। তার মধ্যে ছিল দুটি বিশাল ছক্কা। প্যাট কামিংসের বলে আউট হন গেইল। পরে দেখা যায় গ্যালারিতে থাকা দর্শকদের দিকে নিজের গ্লাভস ছুড়ে দিচ্ছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে টি-২০ ক্রিকেটে ৭৮টি ম্যাচে ১৮৮৪ রান করেছেন গেইল। তার মধ্যে রয়েছে দুটি শতরান। সর্বোচ্চ ১১৭। সব মিলিয়ে টি-২০-তে ৪৫২টি ম্যাচ খেলেছেন গেইল। ৩৬.৪৯ গড়ে মোট ১৪,৩০৬ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৪৫.৪৩। ২২টি শতরান রয়েছে তার। আইপিএল-এ সর্বোচ্চ ১৭৫ রান করেছেন ‘ইউনিভার্স বস’।
টি২০-তে ছক্কা মারার রেকর্ডও রয়েছে গেইলের দখলে। সব মিলিয়ে টি২০-তে মোট ১০৪৩টি ছক্কা মেরেছেন তিনি, যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে ১২২টি ছয় মেরেছেন গেইল। আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট, এক দিনের ম্যাচ ও টি-২০ মিলিয়ে ৫৫১টি ছয় মেরেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। আইপিএল-এ ও সর্বোচ্চ ৩৫৭টি ছক্কা মেরেছেন গেইল।