এশিয়ান আরচারির লোগো উন্মোচন

২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন করা হয়েছে। শনিবার রাজধানীর এক অভিজাত হোটেলে এক জমকালো অনুষ্ঠানে লোগো উন্মোচন করেন আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। মোট ১৭টি দেশের (ভারত, ইরান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কোরিয়া, সৌদি আরব, কুয়েত, লেবানন, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, সিরিয়া, উজবেকিস্তান, ভিয়েতনাম, ইয়েমেন ও স্বাগতিক বাংলাদেশ) ৭৮ পুরুষ ও ৫৩ জন মহিলা (১৩১ জন) আরচারের অংশগ্রহণে আগামী ১৩-১৯ নভেম্বর পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাত দিনব্যাপী চ্যাম্পিয়নশিপ। চিফ জাজ হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের ইন্দ্রনীল দত্ত।

লোগো উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মঈনুল ইসলাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক মো. হাসান, নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী, ব্র্যান্ড ম্যানেজার রুবায়েত আহমেদ, হোটেল শেরাটনের জেনারেল ম্যানেজার ড্যানিয়েল মোহর এবং ফেডারেশনের অন্য কর্মকর্তারা।

রবিবার, ০৭ নভেম্বর ২০২১ , ২২ কার্তিক ১৪২৮ ৩০ রবিউল আউয়াল ১৪৪৩

এশিয়ান আরচারির লোগো উন্মোচন

ক্রীড়া বার্তা পরিবেশক

image

২২তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপের লোগো উন্মোচন করা হয়েছে। শনিবার রাজধানীর এক অভিজাত হোটেলে এক জমকালো অনুষ্ঠানে লোগো উন্মোচন করেন আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিবউদ্দিন আহমেদ চপল। মোট ১৭টি দেশের (ভারত, ইরান, ইরাক, জর্ডান, কাজাখস্তান, কোরিয়া, সৌদি আরব, কুয়েত, লেবানন, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, সিরিয়া, উজবেকিস্তান, ভিয়েতনাম, ইয়েমেন ও স্বাগতিক বাংলাদেশ) ৭৮ পুরুষ ও ৫৩ জন মহিলা (১৩১ জন) আরচারের অংশগ্রহণে আগামী ১৩-১৯ নভেম্বর পর্যন্ত ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাত দিনব্যাপী চ্যাম্পিয়নশিপ। চিফ জাজ হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের ইন্দ্রনীল দত্ত।

লোগো উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মঈনুল ইসলাম, পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সিটি গ্রুপের পরিচালক মো. হাসান, নির্বাহী পরিচালক (বিক্রয় ও বিপণন) জাফর উদ্দিন সিদ্দিকী, ব্র্যান্ড ম্যানেজার রুবায়েত আহমেদ, হোটেল শেরাটনের জেনারেল ম্যানেজার ড্যানিয়েল মোহর এবং ফেডারেশনের অন্য কর্মকর্তারা।