গেটওয়েতে আটকা টাকার বিষয়ে প্রতিবেদন চাইল হাইকোর্ট

বিকাশ ও নগদের মাধ্যমে গেটওয়েতে আটকে থাকা ই-কমার্স গ্রাহকদের ২ কোটি ৬১ লাখ টাকা ফেরত সংক্রান্ত বিষয়ে তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এই টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

এ সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। গেটওয়েতে আটকে থাকা ২ কোটি ৬১ লাখ টাকা ফেরত চেয়ে গত ২৪ অক্টোবর হাইকোর্টে রিট করেন ২২ গ্রাহক।

রিটের পক্ষে গতকাল আদালতে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার আশফাকুর রহমান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

আইনজীবী আশফাকুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে অর্ডার করা ২২ গ্রাহকের ২ কোটি ৬১ লাখ টাকা দুটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের গেটওয়েতে আটকে রয়েছে। তারা এখনও পণ্য পাননি। অথচ বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুসারে ১০ দিনের মধ্যে পণ্য না দিলে অর্থ ফেরত দিতে হবে। এত দিনেও অর্থ ফেরত না পাওয়ায় রিট করা হয়। আদালত রিটের শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন আদেশসহ রুল জারি করেছেন।’

অর্থসচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপকসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

গেটওয়েতে আটকা টাকার বিষয়ে প্রতিবেদন চাইল হাইকোর্ট

অর্থনৈতিক বার্তা পরিবেশক

বিকাশ ও নগদের মাধ্যমে গেটওয়েতে আটকে থাকা ই-কমার্স গ্রাহকদের ২ কোটি ৬১ লাখ টাকা ফেরত সংক্রান্ত বিষয়ে তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে এই টাকা ফেরত দিতে বাংলাদেশ ব্যাংকের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত।

এ সংক্রান্ত এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বিচারপতি মো. মজিবুর রহমান ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। গেটওয়েতে আটকে থাকা ২ কোটি ৬১ লাখ টাকা ফেরত চেয়ে গত ২৪ অক্টোবর হাইকোর্টে রিট করেন ২২ গ্রাহক।

রিটের পক্ষে গতকাল আদালতে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার আশফাকুর রহমান ও রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী।

আইনজীবী আশফাকুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিতে অর্ডার করা ২২ গ্রাহকের ২ কোটি ৬১ লাখ টাকা দুটি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের গেটওয়েতে আটকে রয়েছে। তারা এখনও পণ্য পাননি। অথচ বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপন অনুসারে ১০ দিনের মধ্যে পণ্য না দিলে অর্থ ফেরত দিতে হবে। এত দিনেও অর্থ ফেরত না পাওয়ায় রিট করা হয়। আদালত রিটের শুনানি নিয়ে অন্তর্বর্তীকালীন আদেশসহ রুল জারি করেছেন।’

অর্থসচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং পেমেন্ট সিস্টেম বিভাগের মহাব্যবস্থাপকসহ আট বিবাদীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।