নারায়ণগঞ্জে আবাস পেল সৎকার কর্মীরা

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রচেষ্টা ও উদ্যোগে কেন্দ্রীয় মহাশ্মশানে সৎকার কাজে স্থায়ীভাবে নিয়োজিত চারটি পরিবার পেয়েছে উন্নত সুযোগ-সুবিধা সম্পন্ন আবাসস্থল। গত শনিবার সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় সিটি শ্মশানের ভেতর নির্মিত ভবনটি উদ্বোধন করেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এই সময় সুবিধাভোগী সৎকার কাজে নিয়োজিত পরিবারের সদস্যরা মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সৎকার কাজে নিয়োজিত টনি সনাতনের স্ত্রী রাণী দাস সংবাদকে বলেন, শ্মশানের ভেতরে তাদের বাসস্থান ছিল। তবে পূর্বের আবাসস্থলে পানি, বিদ্যুতের অনেক সমস্যা ছিল। মেয়র আইভী তাদের এই ভবন করে দেওয়ায় উপকৃত হয়েছেন। নতুন আবাসস্থলে পয়নিষ্কাশন ব্যবস্থাও অনেক উন্নত। যা পূর্বের জায়গায় ছিল না বলে জানান রাণী দাস। একই কথা বললেন এই ভবনের বাসিন্দা মৌসুমি দাস ও শিল্পী দাস।

তারা আরও জানান, একতলাবিশিষ্ট ভবনটিতে চারটি শয়নকক্ষ রয়েছে। সামনে আলাদা জায়গা এবং আলাদা রান্নাঘর ও বাথরুম রয়েছে। এই ভবনে চারটি পরিবার বসবাস করবে। সকলেই শ্মশানে সৎকার কাজে নিয়োজিত। তারা গত শুক্রবারই এই ভবনে উঠেছেন।

এর আগে মহাশ্মশানে নির্মিত তিনতলা বিশিষ্ট অন্নপূর্ণা ভবনটিও উদ্বোধন করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

নারায়ণগঞ্জে আবাস পেল সৎকার কর্মীরা

প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রচেষ্টা ও উদ্যোগে কেন্দ্রীয় মহাশ্মশানে সৎকার কাজে স্থায়ীভাবে নিয়োজিত চারটি পরিবার পেয়েছে উন্নত সুযোগ-সুবিধা সম্পন্ন আবাসস্থল। গত শনিবার সন্ধ্যায় শহরের মাসদাইর এলাকায় অবস্থিত কেন্দ্রীয় সিটি শ্মশানের ভেতর নির্মিত ভবনটি উদ্বোধন করেন সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এই সময় সুবিধাভোগী সৎকার কাজে নিয়োজিত পরিবারের সদস্যরা মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সৎকার কাজে নিয়োজিত টনি সনাতনের স্ত্রী রাণী দাস সংবাদকে বলেন, শ্মশানের ভেতরে তাদের বাসস্থান ছিল। তবে পূর্বের আবাসস্থলে পানি, বিদ্যুতের অনেক সমস্যা ছিল। মেয়র আইভী তাদের এই ভবন করে দেওয়ায় উপকৃত হয়েছেন। নতুন আবাসস্থলে পয়নিষ্কাশন ব্যবস্থাও অনেক উন্নত। যা পূর্বের জায়গায় ছিল না বলে জানান রাণী দাস। একই কথা বললেন এই ভবনের বাসিন্দা মৌসুমি দাস ও শিল্পী দাস।

তারা আরও জানান, একতলাবিশিষ্ট ভবনটিতে চারটি শয়নকক্ষ রয়েছে। সামনে আলাদা জায়গা এবং আলাদা রান্নাঘর ও বাথরুম রয়েছে। এই ভবনে চারটি পরিবার বসবাস করবে। সকলেই শ্মশানে সৎকার কাজে নিয়োজিত। তারা গত শুক্রবারই এই ভবনে উঠেছেন।

এর আগে মহাশ্মশানে নির্মিত তিনতলা বিশিষ্ট অন্নপূর্ণা ভবনটিও উদ্বোধন করেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।