মাদ্রাসা অধ্যক্ষের হাত ভাঙল চাকরি প্রত্যাশী : মামলা

কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হেলাল উদ্দিন হায়দারকে দলবল নিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মহিবুর রহমান মহিব নামে এক চাকুরী প্রত্যাশীর বিরুদ্ধে। তারা ওই অধ্যক্ষের বাগানের বিভিন্ন প্রজাতীর গাছ-গাছালিও কেটে বিনষ্ট করেছে। এ ঘটনায় আহত অধ্যক্ষ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩ জনের বিরুদ্ধে গত শনিবার রাতে বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন। গতকাল রবিবার দুপুর পর্যন্ত আসামিদের কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ জানিয়েছেন।

মাদ্রাসার অধ্যক্ষের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাকচুয়া গ্রামের মহিবুর রহমান মহিব কালাকচুয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করার জন্য বহুদিন ধরে চেষ্টা করে আসছেন। কিন্তু তিনি শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় চাকুরী পাচ্ছেন না। এ নিয়ে তিনি বিভিন্ন সময় অধ্যক্ষকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার বিকালে অধ্যক্ষ তাঁর অফিস কক্ষে শিক্ষকদের নিয়ে মাদ্রাসার বিভিন্ন বিষয়ে আলোচনায় বসেন। শিক্ষকগণ চলে যাওয়ার পর চাকুরী প্রত্যাশী মহিবুর রহমান মহিব, তার ভাই মাসুম ও মোস্তাকুর রহমানসহ আরো ৩ জন অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে চাকুরীর বিষয়ে জানতে চান। তখন অধ্যক্ষ তাদের জানান, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে চাকুরী দেয়ার সুযোগ নেই। এসময় তারা ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষকে এলোপাতাড়ি পিটিয়ে ও শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় চাকুরী প্রত্যাশী মহিব হকিস্টিক দিয়ে পিটিয়ে অধ্যক্ষের ডান হাত ভেঙ্গে দেয়। অধ্যক্ষের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যাওয়ার পথে অধ্যক্ষের বাগানে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির ছোট-বড় গাছ কেটে বিনষ্ট করে। পরে স্থানীয়রা অধ্যক্ষকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল হারেছ সাংবাদিকদের জানান, অভিযুক্ত মহিব একাধিকবার ওই মাদ্রাসার শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেও উত্তীর্ণ হতে পারেনি। তাই ক্ষোভ থেকেই অধ্যক্ষের উপরে এমন হামলা চালিয়েছে। তিনি আরো জানান, এর আগেও এই মাদ্রাসার আরবী প্রভাষক রুহুল আমীনকে মারধর করে অভিযুক্ত মহিব। বিচার না পেয়ে রাগে ক্ষোভে ওই প্রভাষক মাদ্রাসার চাকুরী ছেড়ে চলে যান। বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান, এ ঘটনায় অধ্যক্ষ হেলাল উদ্দিন হায়দার বাদী হয়ে গত শনিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

মাদ্রাসা অধ্যক্ষের হাত ভাঙল চাকরি প্রত্যাশী : মামলা

জেলা বার্তা পরিবেশক, কুমিল্লা

কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হেলাল উদ্দিন হায়দারকে দলবল নিয়ে পিটিয়ে হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে মহিবুর রহমান মহিব নামে এক চাকুরী প্রত্যাশীর বিরুদ্ধে। তারা ওই অধ্যক্ষের বাগানের বিভিন্ন প্রজাতীর গাছ-গাছালিও কেটে বিনষ্ট করেছে। এ ঘটনায় আহত অধ্যক্ষ বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩ জনের বিরুদ্ধে গত শনিবার রাতে বুড়িচং থানায় মামলা দায়ের করেছেন। গতকাল রবিবার দুপুর পর্যন্ত আসামিদের কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ জানিয়েছেন।

মাদ্রাসার অধ্যক্ষের অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালাকচুয়া গ্রামের মহিবুর রহমান মহিব কালাকচুয়া ফাজিল মাদ্রাসায় শিক্ষকতা করার জন্য বহুদিন ধরে চেষ্টা করে আসছেন। কিন্তু তিনি শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় চাকুরী পাচ্ছেন না। এ নিয়ে তিনি বিভিন্ন সময় অধ্যক্ষকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার বিকালে অধ্যক্ষ তাঁর অফিস কক্ষে শিক্ষকদের নিয়ে মাদ্রাসার বিভিন্ন বিষয়ে আলোচনায় বসেন। শিক্ষকগণ চলে যাওয়ার পর চাকুরী প্রত্যাশী মহিবুর রহমান মহিব, তার ভাই মাসুম ও মোস্তাকুর রহমানসহ আরো ৩ জন অধ্যক্ষের কক্ষে প্রবেশ করে চাকুরীর বিষয়ে জানতে চান। তখন অধ্যক্ষ তাদের জানান, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ না হলে চাকুরী দেয়ার সুযোগ নেই। এসময় তারা ক্ষিপ্ত হয়ে অধ্যক্ষকে এলোপাতাড়ি পিটিয়ে ও শ^াসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় চাকুরী প্রত্যাশী মহিব হকিস্টিক দিয়ে পিটিয়ে অধ্যক্ষের ডান হাত ভেঙ্গে দেয়। অধ্যক্ষের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা চলে যাওয়ার পথে অধ্যক্ষের বাগানে প্রবেশ করে বিভিন্ন প্রজাতির ছোট-বড় গাছ কেটে বিনষ্ট করে। পরে স্থানীয়রা অধ্যক্ষকে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আবুল হারেছ সাংবাদিকদের জানান, অভিযুক্ত মহিব একাধিকবার ওই মাদ্রাসার শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেও উত্তীর্ণ হতে পারেনি। তাই ক্ষোভ থেকেই অধ্যক্ষের উপরে এমন হামলা চালিয়েছে। তিনি আরো জানান, এর আগেও এই মাদ্রাসার আরবী প্রভাষক রুহুল আমীনকে মারধর করে অভিযুক্ত মহিব। বিচার না পেয়ে রাগে ক্ষোভে ওই প্রভাষক মাদ্রাসার চাকুরী ছেড়ে চলে যান। বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন জানান, এ ঘটনায় অধ্যক্ষ হেলাল উদ্দিন হায়দার বাদী হয়ে গত শনিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।