লামায় জামায়াত নেতার অত্যাচারে দিশেহারা একটি পরিবার

চট্টগ্রামের সাতকানিয়া জামায়াতের সাবেক আমির নুরুল হকের অত্যাচারে দিশেহারা বান্দরবানের লামায় সরই ইউনিয়নের পুলাং পাড়ার সত্তরোর্ধ কৃষক আব্দুল জব্বার ও তার পরিবার। বসতঘর হারিয়ে বাগানের গাছ কেটে নেবার ভয়ে চরম আতঙ্কে দিনাতিপাত করছেন তিনি।

জানা গেছে, বিগত ২ বছরে নুরুল হক কয়েক দফা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আব্দুল জব্বারের ২টি টিনশেড পাকা ঘর লুট করে পরবর্তীতে ঘরগুলো ভেঙ্গে মাটির সঙ্গে গুড়িয়ে দেয় এবং মাছের গোদা হতে প্রায় ৬ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সে সময় আব্দুল জব্বার মামলা করতে গেলে থানা মামলা নেয়নি বা পুলিশের কোন সহায়তা পায়নি। বরং উল্টো আব্দুল জব্বার, তার পঙ্গু সন্তান ও দুই পুত্রবধূর বিরুদ্ধে নুরুল হক লামা থানায় ২টি মিথ্যা মামলা দায়ের করে।

এদিকে নুরুল হক আব্দুল জব্বারের বসতঘর ভেঙ্গে দিয়ে ক্ষান্ত হয়নি বর্তমানে আব্দুল জব্বারের ৩০ বছর আগে লাগানো অর্ধকোটি টাকার দামের গাছ বাগানের গাছ কেটে নেবার পায়তারা করছে। এ ব্যাপারে আব্দুল জব্বারের সন্তান আরফাতুল ইসলাম লামা থানায় সাধারণ ডায়েরি করেছেন। নূরুল হক ও তার দুই ছেলের নামে সাতকানিয়া থানায় এক ডজন মামলা রয়েছে । তারা সাতকানিয়া থেকে বিতাড়িত হয়ে বান্দরবানের লামার গহীন অরন্যে ঘাটি গেড়ে তাদের সন্ত্রাসী কর্মকান্ড চালানোর পায়তারা করছে বলে স্থানীয়রা জানিয়েছে। নরুল হক তার বিরুদ্ধে আনিত অভিযোগ ষড়যন্ত্রমূলক বলে জানিয়েছেন।

সোমবার, ০৮ নভেম্বর ২০২১ , ২৩ কার্তিক ১৪২৮ ৩১ রবিউল আউয়াল ১৪৪৩

লামায় জামায়াত নেতার অত্যাচারে দিশেহারা একটি পরিবার

প্রতিনিধি, লোহাগাড়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের সাতকানিয়া জামায়াতের সাবেক আমির নুরুল হকের অত্যাচারে দিশেহারা বান্দরবানের লামায় সরই ইউনিয়নের পুলাং পাড়ার সত্তরোর্ধ কৃষক আব্দুল জব্বার ও তার পরিবার। বসতঘর হারিয়ে বাগানের গাছ কেটে নেবার ভয়ে চরম আতঙ্কে দিনাতিপাত করছেন তিনি।

জানা গেছে, বিগত ২ বছরে নুরুল হক কয়েক দফা তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আব্দুল জব্বারের ২টি টিনশেড পাকা ঘর লুট করে পরবর্তীতে ঘরগুলো ভেঙ্গে মাটির সঙ্গে গুড়িয়ে দেয় এবং মাছের গোদা হতে প্রায় ৬ লাখ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এ ঘটনায় সে সময় আব্দুল জব্বার মামলা করতে গেলে থানা মামলা নেয়নি বা পুলিশের কোন সহায়তা পায়নি। বরং উল্টো আব্দুল জব্বার, তার পঙ্গু সন্তান ও দুই পুত্রবধূর বিরুদ্ধে নুরুল হক লামা থানায় ২টি মিথ্যা মামলা দায়ের করে।

এদিকে নুরুল হক আব্দুল জব্বারের বসতঘর ভেঙ্গে দিয়ে ক্ষান্ত হয়নি বর্তমানে আব্দুল জব্বারের ৩০ বছর আগে লাগানো অর্ধকোটি টাকার দামের গাছ বাগানের গাছ কেটে নেবার পায়তারা করছে। এ ব্যাপারে আব্দুল জব্বারের সন্তান আরফাতুল ইসলাম লামা থানায় সাধারণ ডায়েরি করেছেন। নূরুল হক ও তার দুই ছেলের নামে সাতকানিয়া থানায় এক ডজন মামলা রয়েছে । তারা সাতকানিয়া থেকে বিতাড়িত হয়ে বান্দরবানের লামার গহীন অরন্যে ঘাটি গেড়ে তাদের সন্ত্রাসী কর্মকান্ড চালানোর পায়তারা করছে বলে স্থানীয়রা জানিয়েছে। নরুল হক তার বিরুদ্ধে আনিত অভিযোগ ষড়যন্ত্রমূলক বলে জানিয়েছেন।